1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সৌদি আরবে ইউক্রেন বিষয়ে শান্তি আলোচনা

৩০ জুলাই ২০২৩

রাশিয়া এবং ইউক্রেন উভয় দেশই বলছে আলোচনায় বসার আগে তাদের কিছু র্শত রয়েছে৷

ভ্লাদিমির পুটিন জানিয়েছেন, তিনি শান্তি আলোচনা প্রত্যাখান করছেন না
ভ্লাদিমির পুটিন জানিয়েছেন, তিনি শান্তি আলোচনা প্রত্যাখান করছেন নাছবি: Sergei Bobylev/TASS/imago images

সংকট কাটিয়ে ইউক্রেনে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যেআগামী সপ্তাহান্তে শান্তি আলোচনার আয়োজন করতে চায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব৷

ওয়াল স্ট্রিট জার্নালসহ বেশ কয়েকটি বার্তা সংস্থায় প্রকাশিত খবরে এই তথ্য জানানো হয়৷

খবরে আরো বলা হয়, সৌদি আরবের জেদ্দা শহরে অনুষ্ঠিত হবে এই শান্তি আলোচনা৷ বিভিন্ন পশ্চিমা দেশ, জাপান এবং  ইউক্রেনের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেবেন বলে জানা গেছে৷ তবে জেদ্দায় অনুষ্ঠিত এই আলোচনায় কোন দেশের কতজন প্রতিনিধি অংশ নেবেন সে বিষয়ে বিস্তারিত জানা যায় নি৷

এই আলোচনায়রাশিয়া অংশ নেবে কি না সে বিষয়ে স্পষ্ট ধারণানা পাওয়া গেলেও, দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন জানিয়েছেন, তিনি শান্তি আলোচনা প্রত্যাখান করছেন না৷ অর্থাৎ রাশিয়ার পক্ষ থেকেও ইতিবাচক মনোভাব দেখা গেছে৷

রাজধানী সেন্ট পিটার্সবুর্গে আফ্রিকার নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে পুটিন আরো বলেন, ‘‘ইউক্রেনের সেনারা আক্রমণ চালিয়ে যাচ্ছে আর তাই কোনো যুদ্ধ বিরতি হতে পারে না৷''

উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতার অংশহিসেবেই শান্তি আলোচনার আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব৷ যদিও দেশটি ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে দুদেশের সঙ্গেই কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছিল৷

রাশিয়ার আগ্রাসনের বিরোধিতা করে একদিকে যেমন জাতিসংঘে আনা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল, অন্যদিকে বিশ্ববাজারে তেল রপ্তানির নীতির বিষয়েও রাশিয়ার সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখেছে দেশটি৷   

ক্রিমিয়ায় ইউক্রেনের হামলা

ইউক্রেনের দাবি, ক্রিমিয়ার একটি ল্যান্ড ব্রিজে হামলা চালিয়েছে সেনারা৷ তাছাড়া দেশটির পূর্বাঞ্চলীয় বাখমুতের দিকেও ইউক্রেনের সেনারা অগ্রগতি অর্জন করেছে বলে দাবি দেশটির৷

এদিকে রাশিয়া বলছে, ক্রিমিয়ায় হামলা করতে আসা ইউক্রেনের ২৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে৷ 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, দেশটির এয়ার ডিফেন্স ইউক্রেনের ১৬টি ড্রোন ভূপাতিত করেছে৷ তাছাড়া ইলেকট্রনিক ওয়ার ফেয়ারের মাধ্যমে আরো ৯টি ড্রোনকে লক্ষ্যস্থলে হামলা করার আগেই ধ্বংস করে ফেলা হয়েছে৷   

ওডেসায় রাশিয়ার হামলার অভিযোগ

01:26

This browser does not support the video element.

আরআর/আরকেসি (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)   

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ