1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েলি দাবাড়ুদের জন্য ক্ষতিপূরণ?

২৭ ডিসেম্বর ২০১৭

সৌদি আরবে যাতে ভবিষ্যতে কোনো দাবা প্রতিযোগিতার আয়োজন না করা হয়, ইসরায়েলের পক্ষ থেকে এ আবেদন জানানো হয়েছে বিশ্ব দাবা ফেডারেশনের কাছে৷ ইসরায়েলি দাবাড়ুদের সৌদি ভিসা না দেয়ায় এ আহ্বান জানানো হলো৷

দাবা
ছবি: picture-alliance/NurPhoto/O. Rupeta

ইসরায়েল দাবা ফেডারেশন (আইসিএফ) জানায়, সৌদি আরবে এবারের বিশ্ব দাবা ফেডারেশন (এফআইডিই)-এর আয়োজনে ইসরায়েলি দাবাড়ুদের ভিসা দেয়া হয়নি আর এর জন্য ফেডারেশনের কাছে ক্ষতিপূরণও চাওয়া হবে৷ আইসিএফ-এর মুখপাত্র লিওর আইজেনবার্গ জানায়, সাতজন আর্থিক ও পেশাগতভাবে ক্ষতিগ্রস্থ দাবাড়ুর জন্য ক্ষতিপূরণ চাওয়া হবে৷ এছাড়াও ভবিষ্যতে এমন দেশে যাতে এ ধরনের আয়োজন করা না হয়, যারা খেলোয়ারদের ঐ দেশে প্রবেশ করতে দেবে না, সে বিষয়েও আবেদন জানানো হবে৷ ‘‘আন্তর্জাতিক আয়োজনে ইসরায়েলি দাবাড়ুদের ঢুকতে দেয়ার অঙ্গিকার করা হয়েছে, এমন কি তা যদি আরব রাষ্ট্রও হয়৷'' ২০১৮ ও ২০১৯ সালে সৌদি আরবে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক আয়োজন অবিলম্বে বাতিলেরও আহ্বান জানান আইজেনবার্গ৷ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার পর থেকেই এ অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে৷ 

অন্যদিকে, সৌদি এক কূটনীতিক জানান, ইসরায়েলের সাথে রিয়াদের ঐতিহাসিক সম্পর্কের সূত্র ধরে ইসরায়েলের খেলোয়ারদের ভিসা দেয়া হয়নি৷ যুক্তরাজ্যে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ফাতিমা বাশিন বলেন, ‘‘রিয়াদের অতিরঞ্জিত রাজনীতিকরণের কারণে আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় সৌদি আরবের পক্ষ থেকে সব প্রতিযোগীকে দেশে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে৷ ব্যতিক্রম কেবল যে দেশের সাথে সৌদি রাজ্যের কূটনৈতিক সম্পর্ক নেই তাদের ক্ষেত্রে এবং এটাই নীতিগতভাবে সঠিক অবস্থান৷''

ইসরায়েলি দাবাড়ুদের যদি এবারের এ প্রতিযোগিতায় অংশ নেয়ার অনুমতি দেয়া হতো, তবে প্রথমবারের মতো ইসরায়েলের কোনো বাসিন্দা সৌদি রাজ্যে প্রবেশ করতো৷ তবে তা না হলেও এফআইডিই-র এ আয়োজনে ঘটছে ‘প্রথমবারের' আরেকটি ঘটনা৷ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, ‘আয়োজকদের সাথে এক ঐতিহাসিক চুক্তির ফলে, প্রথমবারের মতো সৌদি আরবের কোনো স্পোর্টিং ইভেন্টে নারী খেলোয়াররা হিজাব ছাড়াই খেলায় অংশ নিতে পারবে৷'

আরএন/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ