সৌদি আরবে যাতে ভবিষ্যতে কোনো দাবা প্রতিযোগিতার আয়োজন না করা হয়, ইসরায়েলের পক্ষ থেকে এ আবেদন জানানো হয়েছে বিশ্ব দাবা ফেডারেশনের কাছে৷ ইসরায়েলি দাবাড়ুদের সৌদি ভিসা না দেয়ায় এ আহ্বান জানানো হলো৷
বিজ্ঞাপন
ইসরায়েল দাবা ফেডারেশন (আইসিএফ) জানায়, সৌদি আরবে এবারের বিশ্ব দাবা ফেডারেশন (এফআইডিই)-এর আয়োজনে ইসরায়েলি দাবাড়ুদের ভিসা দেয়া হয়নি আর এর জন্য ফেডারেশনের কাছে ক্ষতিপূরণও চাওয়া হবে৷ আইসিএফ-এর মুখপাত্র লিওর আইজেনবার্গ জানায়, সাতজন আর্থিক ও পেশাগতভাবে ক্ষতিগ্রস্থ দাবাড়ুর জন্য ক্ষতিপূরণ চাওয়া হবে৷ এছাড়াও ভবিষ্যতে এমন দেশে যাতে এ ধরনের আয়োজন করা না হয়, যারা খেলোয়ারদের ঐ দেশে প্রবেশ করতে দেবে না, সে বিষয়েও আবেদন জানানো হবে৷ ‘‘আন্তর্জাতিক আয়োজনে ইসরায়েলি দাবাড়ুদের ঢুকতে দেয়ার অঙ্গিকার করা হয়েছে, এমন কি তা যদি আরব রাষ্ট্রও হয়৷'' ২০১৮ ও ২০১৯ সালে সৌদি আরবে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক আয়োজন অবিলম্বে বাতিলেরও আহ্বান জানান আইজেনবার্গ৷ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার পর থেকেই এ অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে৷
ইসরায়েল: দেশটি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য
ফিলিস্তিনের সঙ্গে এবং সেই কারণে বলতে গেলে প্রায় গোটা মুসলিম বিশ্বের সঙ্গেই ইসরায়েল নামের রাষ্ট্রটির বৈরিতা৷ তবে ইহুদি অধ্যুষিত এ দেশ সম্পর্কে এই তথ্যগুলো কি জানেন? জানলে সত্যিই অবাক হবেন৷
রাষ্ট্র ভাষা কয়টি?
জানেন ইসরায়েলের রাষ্ট্রভাষা ক’টি? দু’টি৷ আধুনিক হিব্রু ভাষা এবং আরবি৷ হিব্রু ভাষার কথা তো সবাই শুনেছেন, কিন্তু ‘আধুনিক হিব্রু’ বলতে ঠিক কী বোঝানো হচ্ছে তা হয়ত অনেকেই বুঝতে পারবেন না৷ এই ভাষাটি গত ১৯ শতকের শেষভাগ পর্যন্তও বিকশিত হয়েছে৷ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আধুনিক হিব্রুর শেকড় প্রাচীন হিব্রু হলেও এখন এ ভাষায় ইংরেজি, স্লাভিচ, আরবি এবং জার্মানসহ অনেকগুলো বিদেশি ভাষার প্রভাব রয়েছে৷
ছবি: Fotolia/Ivan Montero
ইসরায়েলের আয়তন কত?
ছোট্ট দেশ৷ কিন্তু কত ছোট? ইসরায়েলের আয়তনই বা কত? কাজির গরু নাকি গোয়ালে থাকে না, গাছে থাকে৷ ইসরায়েলের ক্ষেত্রে কথাটা একটু অন্যভাবে বলা যায়৷ ইসরায়েলের ভূমি চুক্তিতে থাকে না, বাস্তবে থাকে৷ ১৯৪৯ সালে ইসরায়েল, লেবানন, জর্ডান ও সিরিয়ার মধ্যে যে চুক্তি হয়েছিল সেই চু্ক্তি অনুযায়ী দেশটির আয়তন হওয়ার কথা ২০ হাজার ৭৭০ বর্গ কিলোমিটার৷ কিন্তু ইসরায়েলের আয়তন এখন ২৭ হাজার ৭৯৯ বর্গ কিলোমিটার৷
ইসরায়েলের ‘সবাই’ সেনাসদস্য
ইসরায়েল একমাত্র দেশ যেখানে প্রাপ্ত বয়স্ক সব নাগরিকের জন্যই সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক৷ সুতরাং দেশটিতে যতজন প্রাপ্তবয়স্ক নাগরিক সেনাসদস্যও এক অর্থে ততজন৷ সেনাপ্রশিক্ষণও স্বল্পমেয়াদি হয় না৷ সব প্রাপ্ত বয়স্ক ছেলেকে ৩ বছরের এবং মেয়েকে অন্তত ২ বছরের প্রশিক্ষণ নিতে হয়৷
ছবি: dapd
ইসরায়েলিও ফিলিস্তিনের সমর্থক?
ইহুদিদের একটি ধর্মীয় সংগঠন জিওনিজম মতবাদ এবং ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার বিরুদ্ধে৷ সংগঠনটির নাম, ‘নেতুরেই কার্টা’ বা ‘নগর রক্ষক’৷ ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত হওয়া এই সংগঠনটি ‘ফিলিস্তিনের সমর্থক’ হিসেবে পরিচিত৷
ছবি: picture-alliance/dpa
আইনস্টাইন প্রেসিডেন্ট হননি
নোবেল বিজয়ী জার্মান পদার্থ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিনিধন বন্ধ করার আপ্রাণ চেষ্টা করেছেন৷ ইসরায়েল তাঁর কথা শুধু কৃতজ্ঞচিত্তে মনেই রাখেনি, তাঁকে সম্মানও জানাতে চেয়েছিল প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব দিয়ে৷ ইসরায়েলের প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন আইনস্টাইন৷
ছবি: Imago/United Archives International
ঈশ্বরের কাছে চিঠি
ইসরায়েলের মানুষ সত্যি সত্যিই ঈশ্বরের উদ্দেশ্যে প্রচুর চিঠি লিখে৷ প্রতি বছর জেরুসালেমের ডাক বিভাগ এমন অন্তত হাজার খানেক চিঠি পায় যেখানে প্রাপকের জায়গায় লেখা থাকে ‘ঈশ্বর’!
ছবি: Fotolia/V. Kudryashov
জেরুসালেম যা যা সয়েছে
ইতিহাস বলছে, প্যালেস্টাইনের রাজধানী জেরুসালেমে এ পর্যন্ত ২৩ বার ভয়াবহ আগুন লেগেছে আর বহিঃশক্তির আক্রমণের শিকার হয়েছে ৫২ বার৷ জেরুসলেম দখল এবং পুনরুদ্ধারের ঘটনা ঘটেছে ৪৪ বার৷
ছবি: DW/S. Legesse
দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বিশেষ নোট
ইসরায়েলে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য রয়েছে বিশেষ মুদ্রা৷ ‘ব্রেইল’-এর মতো বর্ণের সহায়তায় কাগুজে নোটগুলোতে লেখা থাকে বলে দৃষ্টিপ্রতিবন্ধীদের কেনাকাটা বা মুদ্রা বিনিময়ে কোনো অসুবিধা হয় না৷ সারা বিশ্বে ইসরায়েল ছাড়া ক্যানাডা, মেক্সিকো, ভারত আর রাশিয়াতেও দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য এই বিষেষ ব্যবস্থা রয়েছে৷
ছবি: picture alliance/landov
8 ছবি1 | 8
অন্যদিকে, সৌদি এক কূটনীতিক জানান, ইসরায়েলের সাথে রিয়াদের ঐতিহাসিক সম্পর্কের সূত্র ধরে ইসরায়েলের খেলোয়ারদের ভিসা দেয়া হয়নি৷ যুক্তরাজ্যে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ফাতিমা বাশিন বলেন, ‘‘রিয়াদের অতিরঞ্জিত রাজনীতিকরণের কারণে আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় সৌদি আরবের পক্ষ থেকে সব প্রতিযোগীকে দেশে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে৷ ব্যতিক্রম কেবল যে দেশের সাথে সৌদি রাজ্যের কূটনৈতিক সম্পর্ক নেই তাদের ক্ষেত্রে এবং এটাই নীতিগতভাবে সঠিক অবস্থান৷''
ইসরায়েলি দাবাড়ুদের যদি এবারের এ প্রতিযোগিতায় অংশ নেয়ার অনুমতি দেয়া হতো, তবে প্রথমবারের মতো ইসরায়েলের কোনো বাসিন্দা সৌদি রাজ্যে প্রবেশ করতো৷ তবে তা না হলেও এফআইডিই-র এ আয়োজনে ঘটছে ‘প্রথমবারের' আরেকটি ঘটনা৷ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, ‘আয়োজকদের সাথে এক ঐতিহাসিক চুক্তির ফলে, প্রথমবারের মতো সৌদি আরবের কোনো স্পোর্টিং ইভেন্টে নারী খেলোয়াররা হিজাব ছাড়াই খেলায় অংশ নিতে পারবে৷'
আরএন/ডিজি (এএফপি, রয়টার্স)
সংস্কার নাকি কেবলই রাজনীতির খেলা?
দুর্নীতির দায়ে সম্প্রতি এক ডজনেরও বেশি সৌদি বাদশাহ ও সাবেক মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে৷ প্রিন্স মোহাম্মদ বিন সালমান কি পারবেন সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীকে ঠেকিয়ে মুকুট নিজের নিয়ন্ত্রণে রাখতে?
ছবি: picture-alliance/abaca/B. Press
দুর্নীতি বিরোধী কমিটি গঠন
দুর্নীতি বিরোধী ক্যাম্পেইনের অংশ হিসেবে কমপক্ষে ১১ জন বাদশাহ, ৩৮ জন সাবেক মন্ত্রী ও বিশিষ্ট ব্যবসায়ী রাজধানী রিয়াদে আটক হয়েছেন৷ শনিবার বাদশাহ সালমান এই দুর্নীতি বিরোধী কমিশন গঠনের নির্দেশ দেওয়ার পরই গ্রেপ্তারের এই ঘটনা ঘটে৷ কমিশনের নেতৃত্বে আছেন সালমানপুত্র প্রিন্স মোহাম্মদ৷
ছবি: picture-alliance/abaca/B. Press
দেশ সংস্কার নাকি সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ঠেকানো?
নবনির্মিত এই কমিটির গ্রেপ্তার পরোয়ানা জারি, সম্পদ জব্দ এবং ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতাসহ ব্যাপক ক্ষমতা রয়েছে৷ সম্প্রতি বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক প্রতিষ্ঠানের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের পক্ষে মত দেয় সৌদি আরব৷ ৩২ বছর বয়সি প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল-সৌদকে এই কমিটির চালিকাশক্তি হিসেবে ধরা হচ্ছে৷
ছবি: picture-alliance/AP Images/N. Asfouri
মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী এখন বিপদে
গ্রেপ্তারকৃতদের একজন প্রিন্স আলওয়ালিদ বিন তালাল মূলত একজন বিলিয়নিয়ার৷ পশ্চিমা বিভিন্ন কোম্পানী যেমন টুইটার, অ্যাপল, রুপার্ট মারডক’স নিউজ কর্পোরেশন, সিটিগ্রুপ, দ্য ফোর সিজনস হোটেল চেইন এবং রাইড শেয়ারিং সার্ভিস লিফট এ ব্যাপক বিনিয়োগ করেছেন৷ মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী এই প্রিন্স আলওয়ালিদ স্পষ্টভাষী হিসেবেও পরিচিত৷
ছবি: Getty Images/AFP/F. Nureldine
অফিসিয়ালি নিশ্চিত নয় এখনও
বন্দিদের মধ্যে সাবেক অর্থমন্ত্রী ইব্রাহিম আল-আসাফ এবং রয়োল কোর্ট-এর সাবেক প্রথান খালেদ আল-তুওয়াইজরি আছেন৷ আগেই বরখাস্ত তিন সরকারি কর্মকর্তাও শনিবার আটক হয়েছেন৷ রিয়াদ সরকার এ পর্যন্ত শুধু ঘোষণা করেছে যে দুর্নীতি বিরোধী একটি কমিটি হচ্ছে, মিডিয়াতে এ বিষয়ে রিপোর্ট হয়েছে কিন্তু দাপ্তরিকভাবে এখনও তদন্ত চালুর ব্যাপারে কিছু বলা হয়নি৷
ছবি: Getty Images
দ্রুত ঘটছে অনেক কিছু
নতুন আরেক খবর হলো, সৌদি বাদশাহ ন্যাশনাল গার্ডের ভারপ্রাপ্ত প্রিন্সিপালকে সরিয়েছেন৷ ঘনিষ্ঠ মিত্র লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরির পদত্যাগের ঘটনাও নতুন সংযোজন৷ সাম্প্রতিক এই ঘটনাগুলো ভবিষ্যত সৌদি এবং বৃহত্তর মধ্যপ্রাচ্য সম্পর্কের ওপর প্রভাব ফেলবে নিঃসন্দেহে৷