1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মদিনায় বোমা সন্ত্রাস

৫ জুলাই ২০১৬

মুসলিম দুনিয়ার দ্বিতীয় পবিত্রতম স্থান, নবী মোহম্মদের মসজিদের কাছে এক আত্মঘাতী বোমা হামলায় সোমবার রাত্রে আততায়ী ছাড়া চারজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন৷ এদিন কাতিফ ও জেদ্দাতেও আক্রমণ ঘটে৷

Saudi-Arabien, Selbstmordanschlag in Medina
ছবি: picture-alliance/dpa/Saudi Press Agency

রমজান শেষ হবার আগের দিন সৌদি আরবে তিন-তিনটি আত্মঘাতী বোমা আক্রমণ দুনিয়া এবং মুসলিম দুনিয়াকে সচকিত করেছে৷ সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ বলে পরিচিত ‘সবক' নিউজ সাইটের খবর অনুযায়ী পুলিশ কর্মচারীরা রোজার শেষে ইফতার করার সময় আততায়ী তাদের উপর আক্রমণ চালানোর পরিকল্পনা করছিল৷ কিন্তু মসজিদে নববির পাশের গাড়ি রাখার জায়গায় তাকে দেখে পুলিশের সন্দেহ জাগে ও পুলিশ তাকে চ্যালেঞ্জ করে৷ তখন আততায়ী তার বোমাটি ফাটায়, বলে জানিয়েছেন সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল মনসুর আল-তুর্কি৷ বিস্ফোরণে চারজন পুলিশ কর্মকর্তা নিহত হওয়া ছাড়াও আরো পাঁচজন আহত হন৷

পুবের শিয়া অধ্যুষিত শহর কাতিফেও আক্রমণ ঘটে প্রায় একই সময়ে৷ ‘সবক'-এর খবর অনুযায়ী এখানে দু'জন আত্মঘাতী বোমারু ফারাজ আল-ওমরান মসজিদটির কাছে নিজেদের উড়িয়ে দেয়, যদিও আল-তুর্কি একজন আত্মঘাতী বোমারুর কথা বলেছেন, আবার এ-ও বলেছেন যে, অকুস্থলে তিনজন ব্যক্তির দেহাবশেষ পাওয়া গিয়েছে৷

সোমবার সকালেই জেদ্দার মার্কিন কনস্যুলেটের কাছে এক আত্মঘাতী বোমারু নিরাপত্তা কর্মীদের আসতে দেখে নিজেকে উড়িয়ে দেয়; ফলে দু'জন নিরাপত্তা কর্মী আহন হন৷

সৌদি আরবে সন্ত্রাসী আক্রমণ বিশেষ আলোড়ন সৃষ্টি করলেও, একটির পর একটি মুসলিম দেশ যে আপাতত সন্ত্রাসবাদের শিকার হচ্ছে, সেটা অনেকেরই নজর এড়ায়নি – যেমন বাংলাদেশ, তুরস্ক, ইরাক ও সৌদি আরবের পরে ইন্দোনেশিয়াতেও পুলিশ ফাঁড়ির উপর আত্মঘাতী বোমা আক্রমণ৷ যদিও এখানে আহত হন শুধু একজন৷

ওদিকে সৌদি কর্তৃপক্ষ জেদ্দার আত্মঘাতী বোমারুর নাম ইতিমধ্যেই প্রকাশ করেছেন৷ ৩৫ বছর বয়সি আবদুল্লাহ কালজার খান পেশায় ছিলেন ড্রাইভার; স্ত্রী ও বাবা-মাকে নিয়ে গত ১২ বছর ধরে জেদ্দায় বাস করছিলেন৷

অপরদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রামে যৌথ প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা বলেছেন৷

সুন্নি অধ্যুষিত সৌদি আরবের মূল আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী শিয়া অধ্যুষিত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভদ জরিফ টুইটার করেছেন, ‘‘সন্ত্রাসবাদীদের জন্য আর কোনো সীমানা বাকি রইল না৷ সুন্নি, শিয়া, সকলেই তার শিকার হবে, যদি না আমরা একত্রিত হই৷''

এসি/ডিজি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ