1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সৌদি আরবে ‘বাংলাদেশি’ নিহত হওয়ার খবর

১১ মে ২০১৭

সৌদি আরবে নিরাপত্তা বাহিনীর গুলিতে দু'জন নিহত হয়েছে বলে স্থানীয় একটি সংবাদপত্র জানিয়েছে৷ এক অ্যাক্টিভিস্টের দাবি, নিহত দু’জনের একজন বাংলাদেশি৷ তবে রিয়াদের বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেও এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি৷

Polizei Saudi Arabien
সৌদি আরবের পুলিশ (ফাইল ছবি)ছবি: picture-alliance/dpa

বন্দুকধারীরা উন্নয়নের কাজে বাধা দেয়ায় হতাহতের এ ঘটনা ঘটে৷ এলাকাটি শিয়া জঙ্গিদের আস্তানা বলে দাবি সৌদি সরকারের৷

আওয়ামিয়া এলাকার বাসিন্দারা এবং অ্যাক্টিভিস্টরা জানান, সেখানকার পুরনো অংশে বুলডোজারসহ নিরাপত্তা বাহিনী প্রবেশ করলে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন৷ শিয়াদের মতামত প্রকাশকারী পত্রিকা হিসেবে পরিচিত মিরা আল-জাজিরা জানিয়েছে, অন্তত দুই ব্যক্তি সংঘর্ষে নিহত হয়েছে৷ ভোরবেলা শুরু হওয়া অভিযানে বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানিয়েছে পত্রিকাটি৷

সৌদি কর্তৃপক্ষ অবশ্য এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি৷ তবে সে দেশের মুলধারার সংবাদপত্র আল-হায়েত লিখেছে, আওয়ামিয়ার আল-মুসাওয়ারা ভাঙার কাজ করা শ্রমিকদের উপর বন্দুকধারীরা হামলা চালালে নিরাপত্তা বাহিনীর গুলিতে এমন এক ব্যক্তি নিহত হয়েছে, পুলিশ যাকে খুঁজছিল৷ তবে নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পত্রিকাটি৷

প্রসঙ্গত, আওয়ামিয়াতে বসবাসরত শিয়া মুসলমানদের সঙ্গে সৌদি সুন্নি সরকারের বিরোধ চলছে দীর্ঘদিন ধরেই৷ শিয়াদের দাবি, তারা নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছেন৷ অন্যদিকে, সৌদি কর্তৃপক্ষ মনে করে, এলাকাটি শিয়া জঙ্গিদের আখড়ায় পরিণত হয়েছে৷

এদিকে, ফেসবুকে প্রকাশিত মিরা আল-জাজিরার এক রিপোর্টে নিহত দুই ব্যক্তির একজন ভারতীয় নাগরিক বলে উল্লেখ করা হয়৷ পরবর্তীতে আরেক বিবৃতিতে এক অ্যাক্টিভিস্ট দাবি করেন, নিহত বিদেশি একজন বাংলাদেশি নাগরিক ছিলেন৷ তবে তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি৷

এই বিষয়ে রিয়াদের বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করা হলেও কোনো তথ্য পাওয়া যায়নি৷ সেদেশে বসবাসরত বাংলাদেশি সাংবাদিক মোহাম্মদ আল-আমিন ঘটনার কথা শুনলেও বিস্তারিত কোনো তথ্য ডয়চে ভেলেকে জানাতে পারেননি৷

উল্লেখ্য, সৌদি আরবে বেশ কয়েক লাখ বাংলাদেশি শ্রমিক হিসেবে কাজ করছেন

এআই/এসিবি (রয়টার্স)

প্রিয় পাঠক, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানাতে পারেন নীচে মন্তব্যের ঘরে...

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ