1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সৌদি আরবে নারী-পুরুষ এক ঘরে থাকতে বিবাহের সনদ লাগবে না

৭ অক্টোবর ২০১৯

সৌদি সরকারের করা নতুন নিয়ম অনুযায়ী, বিবাহের প্রমাণ ছাড়াই বিদেশি নারী ও পুরুষ পর্যটক এক রুমে থাকতে পারবেন৷ তবে তা সৌদি নাগরিকদের বেলায় প্রযোজ্য নয়৷ এছাড়া নারীরা এখন তাদের পরিচয়পত্র দিয়ে হোটেল বুক করতে পারবেন৷

Loujain al-Hathloul
ছবি: picture-alliance/AP Photo/Loujain al-Hathloul

পর্যটনকে উৎসাহিত করতে সম্প্রতি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার৷ সম্প্রতি দেশটির পর্যটন ও হেরিটেজ কমিশন ঘোষণা দিয়ে জানিয়ছে, এখন থেকে এক রুমে থাকতে হলে কোনো বিদেশি নারী পুরুষকে বিবাহের সনদ দেখাতে হবে না৷ তবে সৌদি নাগরিকদের জন্য তা কার্যকর হবে না৷ আগের মতোই প্রমাণ দেখাতে হবে৷

‘‘হোটেলে ওঠার সময় সব সৌদি নাগরিককে তাদের পারিবারিক পরিচয়পত্র বা সম্পর্কের প্রমাণ দেখাতে হবে,'' শুক্রবার বিজ্ঞপ্তিতে জানায় কমিশন৷ ‘‘তবে এই নিয়ম বিদেশিদের জন্য প্রযোজ্য নয়৷''

সৌদি আরব বরাবরই বিবাহ বহির্ভূত সম্পর্ককে অপরাধ বলে গণ্য করে৷ গেল সপ্তাহে তারা বিদেশি পর্যটকদের জন্য ভিসা চালু করে৷ মূল লক্ষ্য জ্বালানি তেল নির্ভর অর্থনীতিতে বৈচিত্র্য আনা৷ সৌদি কর্তৃপক্ষ এই নতুন পদক্ষেপকে ‘ঐতিহাসিক মুহূর্ত' বলে অভিহিত করেন৷

এছাড়া সৌদি নারীদেরও জন্যও আইন কিছুটা শিথিল করেছে সরকার৷ যেমন, এখন থেকে সৌদি নারীরা কোনো অভিভাবক ছাড়া নিজেরাই হোটেল বুকিং করতে পারবেন৷ সেক্ষেত্রে তাদের পরিচয়পত্র দেখালেই হবে৷ আগে কোনো সৌদি নারী অভিভাবক ছাড়া হোটেল বুক করতে পারতেন না৷

সৌদি আরব সম্প্রতি সংস্কারমূলক কিছু পদক্ষেপ চালিয়েছে৷ বিশেষ করে নারীদের বিষয়ে তাদের আইনে কিছুটা শিথিলতা সবার নজর কেড়েছে৷ যেমন, ২০১৮ সালে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়া এবং এ বছর কোনো পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়াই বিদেশ ভ্রমণের সুযোগ দেয়া উল্লেখযোগ্য৷

‘‘সৌদি নাগরিকসহ যে কোনো নারী হোটেলে একা চেক-ইনের সময় শুধু নিজের পরিচয়পত্র দেখালেই হবে,'' স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে পর্যটন কমিশন৷

কিছুটা স্বাধীনতা দিলেও নতুন আইনে পর্যটকদের ১৯টি কাজ করতে নিষেধ করেছে সৌদি কর্তৃপক্ষ৷ এর মধ্যে খোলাখুলি প্রেম ভালোবাসা দেখানো, কিংবা নামাজের সময় সঙ্গীত বাজানোসহ আরো নির্দেশনা রয়েছে৷ এছাড়া আরো বলা হয়েছে যে, নারীরা এমন কাপড় পরবেন যেন তাদের কাঁধ ও হাঁটু ঢাকা থাকে৷

নতুন পরিবর্তনগুলো ২০৩০ সাল নাগাদ ১০ কোটি পর্যটককে আকৃষ্ট করবে বলে আশা করছে সৌদি কর্তৃপক্ষ৷

জেডএ/কেএম (রয়টার্স, কেএনএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ