সৌদি আরবে নারী-পুরুষ এক ঘরে থাকতে বিবাহের সনদ লাগবে না
৭ অক্টোবর ২০১৯
সৌদি সরকারের করা নতুন নিয়ম অনুযায়ী, বিবাহের প্রমাণ ছাড়াই বিদেশি নারী ও পুরুষ পর্যটক এক রুমে থাকতে পারবেন৷ তবে তা সৌদি নাগরিকদের বেলায় প্রযোজ্য নয়৷ এছাড়া নারীরা এখন তাদের পরিচয়পত্র দিয়ে হোটেল বুক করতে পারবেন৷
বিজ্ঞাপন
পর্যটনকে উৎসাহিত করতে সম্প্রতি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার৷ সম্প্রতি দেশটির পর্যটন ও হেরিটেজ কমিশন ঘোষণা দিয়ে জানিয়ছে, এখন থেকে এক রুমে থাকতে হলে কোনো বিদেশি নারী পুরুষকে বিবাহের সনদ দেখাতে হবে না৷ তবে সৌদি নাগরিকদের জন্য তা কার্যকর হবে না৷ আগের মতোই প্রমাণ দেখাতে হবে৷
‘‘হোটেলে ওঠার সময় সব সৌদি নাগরিককে তাদের পারিবারিক পরিচয়পত্র বা সম্পর্কের প্রমাণ দেখাতে হবে,'' শুক্রবার বিজ্ঞপ্তিতে জানায় কমিশন৷ ‘‘তবে এই নিয়ম বিদেশিদের জন্য প্রযোজ্য নয়৷''
সৌদি আরব বরাবরই বিবাহ বহির্ভূত সম্পর্ককে অপরাধ বলে গণ্য করে৷ গেল সপ্তাহে তারা বিদেশি পর্যটকদের জন্য ভিসা চালু করে৷ মূল লক্ষ্য জ্বালানি তেল নির্ভর অর্থনীতিতে বৈচিত্র্য আনা৷ সৌদি কর্তৃপক্ষ এই নতুন পদক্ষেপকে ‘ঐতিহাসিক মুহূর্ত' বলে অভিহিত করেন৷
এছাড়া সৌদি নারীদেরও জন্যও আইন কিছুটা শিথিল করেছে সরকার৷ যেমন, এখন থেকে সৌদি নারীরা কোনো অভিভাবক ছাড়া নিজেরাই হোটেল বুকিং করতে পারবেন৷ সেক্ষেত্রে তাদের পরিচয়পত্র দেখালেই হবে৷ আগে কোনো সৌদি নারী অভিভাবক ছাড়া হোটেল বুক করতে পারতেন না৷
সৌদি আরব সম্প্রতি সংস্কারমূলক কিছু পদক্ষেপ চালিয়েছে৷ বিশেষ করে নারীদের বিষয়ে তাদের আইনে কিছুটা শিথিলতা সবার নজর কেড়েছে৷ যেমন, ২০১৮ সালে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়া এবং এ বছর কোনো পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়াই বিদেশ ভ্রমণের সুযোগ দেয়া উল্লেখযোগ্য৷
‘‘সৌদি নাগরিকসহ যে কোনো নারী হোটেলে একা চেক-ইনের সময় শুধু নিজের পরিচয়পত্র দেখালেই হবে,'' স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে পর্যটন কমিশন৷
কিছুটা স্বাধীনতা দিলেও নতুন আইনে পর্যটকদের ১৯টি কাজ করতে নিষেধ করেছে সৌদি কর্তৃপক্ষ৷ এর মধ্যে খোলাখুলি প্রেম ভালোবাসা দেখানো, কিংবা নামাজের সময় সঙ্গীত বাজানোসহ আরো নির্দেশনা রয়েছে৷ এছাড়া আরো বলা হয়েছে যে, নারীরা এমন কাপড় পরবেন যেন তাদের কাঁধ ও হাঁটু ঢাকা থাকে৷
নতুন পরিবর্তনগুলো ২০৩০ সাল নাগাদ ১০ কোটি পর্যটককে আকৃষ্ট করবে বলে আশা করছে সৌদি কর্তৃপক্ষ৷
সৌদি আরবে গেলে যে ১৯ কাজ করা যাবে না
পর্যটন ভিসা চালু করেছে সৌদি আরব৷ ৪৯টি দেশের নাগরিকদের সেখানে ভ্রমণের সুযোগ রয়েছে৷ তবে দেশটিতে গিয়ে কী কী করতে পারবেন না, তার একটি তালিকাও প্রকাশ করা হয়েছে৷
ছবি: picture-alliance/dpa/I. Fassbender
যৌনতা প্রকাশ পায় এমন আচরণ
এমন কোনো আচরণ করা যাবে না যার মাধ্যমে যৌনতা প্রকাশ পায়৷ এ ধরেনের ‘অপরাধের’ জন্য গুণতে হবে তিন হাজার সৌদি রিয়াল৷ একই অপরাধ আবার করার জন্য জরিমানা ছয় হাজার ডলার৷
ছবি: picture-alliance/dpa/I. Fassbender
উচ্চ শব্দে গান বাজানো
কোনো আবাসিক এলাকায় যথাযথ অনুমতি ছাড়া উচ্চ শব্দে গান বাজানো যাবে না৷ এক্ষেত্রে এক বা একাধিক ব্যক্তি অভিযোগ জানালে দায়ীকে শাস্তি পেতে হবে৷ প্রথমবারের জন্য ৫০০ সৌদি রিয়াল আর পরবর্তীতে প্রত্যেক বারের জন্য এক হাজার রিয়াল করে গুণতে হবে এজন্য৷
ছবি: Fotolia/Valery Sibrikov
প্রার্থনার সময়ে গান বাজানো
প্রার্থনা বা নামাযের সময় কেউ গান বাজালে ১০০০ সৌদি রিয়াল জরিমানা করা হবে৷ একই অপরাধে পরবর্তীতে দিতে হবে ২০০০ রিয়াল করে৷
ছবি: picture-alliance/AP Photo/A. Nabil
পোষা প্রাণীর বিষ্ঠা
পোষা প্রাণীর বিষ্ঠা পরিস্কার না করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে৷ এজন্য প্রথবারের শাস্তি ১০০ রিয়াল জরিমানা, পরবর্তীতে ২০০ রিয়াল৷
ছবি: picture-alliance/empics
যত্রতত্র থুথু ও ময়লা ফেলা
নির্দিষ্ট স্থান ছাড়া কেউ ময়লা ফেললে কিংবা যেখানে সেখানে থুথু ফেলা হলে ৫০০ রিয়াল জরিমানা করা হবে৷ দ্বিতীয়বার একই কাজের জন্য ১০০০ রিয়াল গুণতে হবে৷
ছবি: AP
বয়স্ক আর প্রতিবন্ধীদের আসন
গণপরিবহনে ভুল করে বয়স্ক আর প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসনে বসে গেলেই বিপদ৷ মাশুল দিতে হবে ২০০ ইউরো৷ দ্বিগুণ গুণতে হবে একই অপরাধ আবার করলে৷
ছবি: picture-alliance/dpa
পাবলিক প্লেসে বাধা ডিঙ্গালে
খোলা জায়গায় কর্তৃপক্ষের ঘেরাও করা জায়গা অতিক্রম করলে একবারেই ৫০০ রিয়ালের জরিমানা৷ পরবর্তীতে হবে দ্বিগুণ জরিমানা৷
ছবি: picture-alliance/AA/S. Coskun
পাবলিক প্লেসে যথাযথ পোশাক পরা
পাবলিক প্লেসে সৌদি আরবের ‘ড্রেস কোডের’ সাথে যায় না এমন পোশাক পরা যাবে না৷ এমনকি পোশাকে ‘অপবিত্র আর অশ্লীল’ কোনো প্রতীকও থাকা চলবে না৷ কেউ অন্তর্বাস বা ঘুমানোর পোশাক পরে বাইরে বের হলেও অপরাধ হিসেবে গণ্য হবে৷ এই তিনটি ক্ষেত্রেই প্রথমবার ১০০ আর পরবর্তীতে ২০০ রিয়াল করে জরিমানা দিতে হবে৷
ছবি: Getty Images/AFP
পোশাকে নগ্নতা
পাবলিক প্লেসে আপনার পোশাকে এমন কোনো ভাষা, ছবি বা প্রতীক থাকা যাবে না যা বৈষম্য ও বর্ণবাদ, পর্নগ্রাফি বা মাদকের ব্যবহার উস্কে দিতে পারে৷ এজন্য প্রথমবারই ৫০০ ইউরো গুণতে হবে৷
ছবি: Imago/Eibner Europa
গণপরিবহন ও দেয়ালে লেখালেখি
অনুমতি ছাড়া পাবলিক পরিবহন অথবা দেয়ালে লেখালেখি, আঁকাআঁকি করলে প্রথমবারের শাস্তি ১০০ রিয়াল জরিমানা৷ একই জরিমানা হবে বর্নবাদী কিংবা কোনো প্রচার সংক্রান্ত স্লোগান বা ছবি দিলেও৷ ১০০ রিয়াল মাশুল দিতে হবে বাণিজ্যিক প্রচাপত্র বিলি করার জন্যেও৷
ছবি: picture-alliance/epa
কাউকে আক্রমণ করা
শারীরিক বা মৌখিকভাবে কাউকে আক্রমণ করা যাবে না৷ এমন কর্মকাণ্ডে কেউ ভয় পেলে বা ক্ষতিগ্রস্থ হলে ১০০ রিয়াল গুণতে হবে৷
বৈদুতিক কোনো কিছু বা লেজার বিম ব্যবহার করে কাউকে ভয় দেখালে বা ক্ষতি করলে প্রথমবারের শাস্তি ১০০ রিয়াল, পরবর্তীতে ২০০ করে৷
ছবি: picture-alliance/C. Ohde
ছবি বা ভিডিও তোলা
অনুমতি ছাড়া কারো ছবি তুললে বা ভিডিও করলে বড় ধরনের অপরাধ হিসেবে গণ্য হবে৷ একইভাবে অনুমতি ছাড়া তোলা যাবে না দুর্ঘটনা বা অন্য কোনো ঘটনার ছবিও৷ এসব ক্ষেত্রে প্রথমবারের শাস্তি ১০০০ রিয়াল৷ একই অপরাধ আবার করলে গুণতে হবে ২০০০ রিয়াল করে৷