1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সৌদি আরবে সেনা পাঠানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

২১ সেপ্টেম্বর ২০১৯

সৌদি আরবের আকাশ প্রতিরক্ষায় দেশটিতে সেনা পাঠানোর অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷ সৌদি তেল ক্ষেত্রে সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে৷

Saudi-Arabien Nach Angriff auf Ölanlagen |
ছবি: picture-alliance/dpa/A. Nabil

সৌদি আরব ও সংযুক্ত অরব আমিরাতে নতুন করে আরো সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র৷ শুক্রবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার এই তথ্য জানিয়েছেন৷ তবে ঠিক কতজন সামরিক সদস্য আর কী পরিমান সরঞ্জাম পাঠানো হবে তা এখনও চূড়ান্ত হয়নি৷ সৌদি আরবের অনুরোধেই সিদ্ধান্তটি নেয়া হয়েছে বলে জানিয়েছেন এসপার৷

তিনি সাংবাদিকদের বলেন, "দেশটির অনুরোধের প্রেক্ষিতে প্রেসিডেন্ট সেখানে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছেন৷ এর ধরন হবে প্রতিরক্ষামূলক আর প্রথমিক মনযোগ থাকবে আকাশ এবং মিসাইল প্রতিরক্ষায়৷”

গত ১৪ সেপ্টেম্বর সৌদি আরবের গুরুস্বপূর্ণ দুইটি তেলক্ষেত্রে ড্রোন হামলা চালানো হয়৷ এর ফলে দেশটির জ্বালানী তেলের সরবরাহ অর্ধেকে নেমে আসে৷ ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই ঘটনার দায় স্বীকার করলেও হামলার পেছনে ইরানের হাত আছে বলে দাবি করে আসছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব৷

এদিকে সৌদি আরবের কাছে শান্তি প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা৷ শুক্রবার সকালে হুতি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহদি আল মাসহাত জানান, তারা ড্রোন ও মিসাইল হামলায় বিরতি টেনেছেন৷ সৌদি আরব তাদের এই সংকেতের যথ৷যথ মূল্যুায়ন করবে, বিদ্রোহী দলটি এমন আশায় আছে৷

হুতি বিদ্রোহীদের দমনে ২০১৫ সাল থেকে ইয়েমেনে নির্মম হামলা চালিয়ে আসছে সৌদি আরব৷ যাকে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট হিসেবে অভিহিত করেছে জাতিসংঘ৷

এফএস/এআই (এপি, রয়টার্স, ডিপিএ, এএফপি) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ