1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিসৌদি আরব

সৌদি আরব সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৮ আগস্ট ২০২৩

সৌদি আরবে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আবদুল্লাহিয়ান বললেন, দুই দেশের সম্পর্ক ঠিক দিকেই যাচ্ছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী(ডানদিকে) সৌদি আরবে গেলেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী(ডানদিকে) সৌদি আরবে গেলেন। ছবি: Vahid Salemi/AP/dpa/picture alliance

গত মার্চে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আবার স্থাপিত হয়েছে। তারপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবে গেলেন।

আবদুল্লাহিয়ান বলেছেন, ''দুই দেশের সম্পর্ক ঠিক পথেই আছে। কিছুদিনের মধ্যেই আমরা প্রগতি দেখতে পাব।''

সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সল বিন ফারহান বলেছেন, ''আমরা আশা করছি, ইরানের প্রধানমন্ত্রী রাইসি এবার সৌদি সফরে আসবেন। রাজা সালমান বিন আব্দুলআজিজ তাকে ইতিমধ্যেই আমন্ত্রণ জানিয়েছেন। দুই দেশের স্বার্থের বিষয়গুলি নিয়ে আমরা একসঙ্গে কাজ করব ও দুই দেশের সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাব।''

দুই দেশের সম্পর্ক এখন কেমন?

তেহরানে সৌদি দূতাবাসে হামলার পর শিয়া-সংখ্যাগরিষ্ঠ ইরান ও সুন্নি-সংখ্যাগরিষ্ঠ সৌদি আরব ২০১৬ সালে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল।

চীনের মধ্যস্থতায় গত মার্চে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আবার শুরু হয়েছে। জুলাইয়ে সৌদিতে দূতাবাস খুলেছে ইরান। গতমাসে তেহরানে সৌদির দূতাবাসও চালু হয়েছে।

তবে লেবানন, সিরিয়া ও ইয়েমেনে সংঘাতের ক্ষেত্রে ইরান ও সৌদি বিপরীত শিবিরে আছে।

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ