গত একমাসে সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় চারবার হামলা হয়েছে৷ সবশেষ হামলাটি হয় সোমবার ভোরে৷ জেদ্দা বন্দরে নোঙর করা এক তেলের ট্যাংকারে ‘বাইরের উৎস' থেকে হামলা হয়েছে বলে জানিয়েছে ট্যাংকারের মালিক কোম্পানি ‘হাফনিয়া'৷
বিজ্ঞাপন
অবশ্য সৌদি কর্তৃপক্ষ এখনও ‘বিডাব্লিউ রাইন' নামের ঐ ট্যাংকারে হামলার খবরের সত্যতা নিশ্চিত করেনি৷
তবে ব্রিটিশ নৌবাহিনীর অন্তর্গত সংস্থা ‘দ্য ইউনাইটেড কিংডম মেরিন ট্রেড অপারেশন্স' বা ইউকেএমটিও জেদ্দার আশেপাশে সাগরে থাকা জাহাজগুলোকে সতর্ক থাকতে বলেছে৷ বিডাব্লিউ রাইনে হামলার বিষয়ে তদন্ত হচ্ছে বলেও জানিয়েছে তারা৷ ঐ ঘটনার পর জেদ্দা বন্দর ‘অজানা সময়' পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে বলেও জানিয়েছে ইউকেএমটিও৷ সমুদ্রযাত্রা বিষয়ক গোয়েন্দা সংস্থা ‘ড্রুয়াড গ্লোবাল' টুইটারে খবরটি প্রকাশ করেছে৷
এক বিবৃতিতে হাফনিয়া বলেছে, হামলার কারণে বিডাব্লিউ রাইনে আগুন ধরে যায়৷ তবে জাহাজে থাকা ২২ জন নাবিক আহত হননি৷ কিছু তেল সাগরে পড়েছে বলে জানিয়েছে হাফনিয়া৷ তবে এখনও ক্ষয়ক্ষতির হিসাব করা হচ্ছে৷
জেদ্দা বন্দর সৌদি আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর৷ সৌদি আরবের ইয়ানবু শহরে থাকা সৌদি তেল কোম্পানি আরামকোর একটি তেল শোধনাগার থেকে প্রায় ৬০ হাজার মেট্রিক টন সীসাহীন গ্যাসোলিন নিয়ে বিডাব্লিউ রাইন ট্যাংকারটি জেদ্দায় গিয়েছিল৷ সেখান থেকে তেল নামানোর সময় এই হামলা হয়৷
এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি৷
সৌদি আরামকো কতো বড়?
বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলোর একটি সৌদি আরবের তেল কোম্পানি সৌদি আরমকো৷ জেনে নিন, এই প্রতিষ্ঠানটি নিয়ে কিছু তথ্য৷
ছবি: AFP/Getty Images/F. Nureldine
অ্যারাবিয়ান-অ্যামেরিকান তেল কোম্পানি
আরামকোর যাত্রা শুরু ১৯৩৩ সালে৷ তখন নাম ছিলো অ্যারাবিয়ান অ্যামেরিকান অয়েল কোম্পানি৷ তখন তার সঙ্গে যুক্ত ছিল স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি অব ক্যালিফোর্নিয়া যা বর্তমানে শেভরন৷
ছবি: Reuters/M. Shemetov
নাম পরিবর্তন
সত্তর ও আশির দশকে ধীরে ধীরে আরামকোর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে থাকে সৌদি সরকার৷ ১৯৮৮ সালে প্রতিষ্ঠানটির বর্তমান নামকরণ করা হয়৷
ছবি: AFP/Getty Images/F. Nureldine
দিনে আয় ১০০ কোটি ডলার
সৌদি আরামকো বিশ্বের বৃহত্তম জ্বালানি কোম্পানি৷ প্রতিদিন ১ কোটি ২৫ লাখ ব্যারেলের তেল প্রক্রিয়াজাত করে প্রতিষ্ঠানটি, যেখান থেকে আয় হয় ১০০ কোটি ডলার৷
ছবি: Reuters/A. Jadallah
১০,০০০ কোটি ডলার কর
২০১৭ সালে আরামকোর করের হার কমিয়ে দেয় সৌদি আরব৷ সেটি আয়ের ৮৫ ভাগ থেকে নামিয়ে আনা হয় অন্তত ৫০ ভাগে৷ তারপরও প্রতিষ্ঠানটি ২০১৮ সালে ১০ হাজার কোটি ডলার সরকারের কোষাগারে জমা দেয়ার তথ্য জানিয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি ফিচ৷
ছবি: Reuters/H. I Mohammed
তেলক্ষেত্রে হামলা
সৌদি আরামকোকে দেশটির জ্বালানি নির্ভর অর্থনীতির প্রতীক বলে ধরা হয়৷ যে কারণে অনেক সময় আরামকোর তেলক্ষেত্রকে লক্ষ্যবস্তুতে পরিণত করে সৌদি আরবের শত্রুরা৷ ২০১৯ সালের সেপ্টেম্বরে তেমনই দুটি স্থাপনায় ১৪ টি মিসাইল হামলার ঘটনা ঘটে৷
ছবি: Reuters
সরকার নিয়ন্ত্রিত
সৌদি সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রণও করে দেশটির সরকারই৷ সরকারের নীতি অনুযায়ী তেল উৎপাদন বা সরবরাহ কখনও বাড়ায়, কখনও কমায় আরামকো৷
ছবি: AFP/STRINGER
সবচেয়ে বড় আইপিও
২০১৯ সালের ৫ ডিসেম্বর বাজারে প্রথমবারের মতো শেয়ার ছাড়ে আরামকো৷ রিয়াদের স্টক এক্সচেঞ্জে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বিক্রি করে দুই হাজার ৫৬০ কোটি ডলার মূলধন সংগ্রহ করে তারা৷ যার মাধ্যমে চীনা ই-কমার্স কোম্পানি আলিবাবাকে পেছনে ফেলে রেকর্ড গড়ে প্রতিষ্ঠানটি৷
ছবি: Reuters/H. I Mohammed
বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি
প্রাথমিকভাবে আইপিও বিক্রির মাধ্যমে আরামকোকে দুই লাখ কোটি ডলারের কোম্পানিতে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করেছিলেন সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান৷ সেখানে মূলধন দাঁড়ায় এক লাখ ৭০ হাজার কোটি ডলারে৷ তারপরও বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত হয় সেসময় সৌদি আরামকো৷
ছবি: Reuters/H. I Mohammed
অ্যাপলের সঙ্গে লড়াই
২০১৯ সালে খুব বেশি সময় আরামকো শীর্ষ অবস্থান ধরে রাখতে পারেনি৷ সেই জায়গা দখল করে অ্যাপল৷ ইউক্রেন যুদ্ধের পর তেলের দাম বেড়ে চলায় ২০২২ সালের ১২ মে আরামকোর শেয়ারের মূল্য বেড়ে দাঁড়ায় ২.৪৩ ট্রিলিয়ন ডলারে৷ এতে আবারও অ্যাপলকে হটিয়ে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে সৌদি কোম্পানিটি৷ তবে কিছুদিন পরই শীর্ষে চলে আসে অ্যাপল৷
ছবি: Hamad I Mohammed/REUTERS
9 ছবি1 | 9
এর আগে গতমাসে সৌদি উপকূলে থাকা এক জাহাজে মাইন বিস্ফোরিত হয়৷ এছাড়া এ মাসের শুরুতে ইয়েমেনের পুবের ছোট্ট বন্দর নিশতুনে থাকা এক কার্গো জাহাজে রহস্যজনক হামলার ঘটনা ঘটে৷
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা অতীতে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে সি-মাইন ব্যবহার করেছে৷ যদিও গতমাসের হামলার দায় স্বাকীর করেনি হুতিরা৷