1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যানাডীয় আইএস যোদ্ধা যুক্তরাষ্ট্রের কারাগারে

৩ অক্টোবর ২০২১

ক্যানাডীয় ‘জিহাদী' মোহাম্মদ খলিফা এখন যুক্তরাষ্ট্রের কারাগারে৷ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর হয়ে যুদ্ধ করা, হত্যার ভিডিওতে কণ্ঠ দেয়াসহ সব অভিযোগ প্রমাণিত হলে বাকি জীবন তাকে কারাগারেই কাটাতে হতে পারে৷

Irak Islamischer Staat Fahne ISIS
ছবি: Imago/Xinhua

মোহাম্মদ খলিফা সৌদি বংশোদ্ভূত ক্যানাডীয় নাগরিক৷ ২০১৯ সালের জানুয়ারি মাসে তাকে সিরিয়া থেকে আটক করা হয়৷

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, সম্প্রতি ৩৮ বছর বয়সি খলিফাকে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়৷ ভার্জিনিয়ার আদালত তাকে জঙ্গি সংগঠন আইএস-কে সহায়তার অভিযোগে আটকাদেশ দিয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়৷

খলিফা ২০১৩ সালে জঙ্গি সংগঠন আইএস-এ যোগ দিতে ক্যানাডা থেকে সিরিয়ায় চলে যান৷  ভালো ইংরেজি এবং আরবি জানায় আইএস তাকে মূলত প্রোপাগান্ডা চালানোর দলে কাজ করাত বলে অভিযোগ আছে৷

বিদেশিদের, বিশেষ করে সাংবাদিক জেমস ফোলি এবং স্টিভেন সটলফের শিরশ্ছেদের ভিডিওগুলো সারা বিশ্বে আলোড়ন তোলে৷ ২০১৪ সালে প্রচার করা ওই ভিডিওগুলোর বেশ কয়েকটিতে মোহাম্মদ খলিফা কণ্ঠ দিয়েছেন বলে অভিযোগ৷

২০১৯ সালে আটক হওয়ার পর সিরিয়ার কারাগার থেকেই ক্যানাডার সংবাদমাধ্যম সিবিসি-কে দেয়া সাক্ষাৎকারে খলিফা জানিয়েছিলেন, আইএস-এর হয়ে কাজ করার কারণে তিনি অনুতপ্ত নন৷ সাক্ষাৎকারে কোনো বিচার না করার শর্তে ফেরার সুযোগ দিলে ক্যানাডায় বসবাসরত স্ত্রী এবং তিন সন্তানের কাছে যাওয়ার আগ্রহও প্রকাশ করেছিলেন তিনি৷ তবে ক্যানাডার কর্তৃপক্ষ জানিয়েছে, মোহাম্মদ খলিফাকে সে দেশেও বিচারের মুখোমুখি হতে হবে৷

এসিবি/আরআর (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ