পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন৷
বিজ্ঞাপন
রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আল দুলাইহান৷ তখন তিনি আগামী মার্চে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠান কিংবা পরবর্তী বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে যুবরাজকে আসার আমন্ত্রণ জানান৷
রাষ্ট্রদুত সাক্ষাতে বাংলাদেশের জ্বালানিসহ বিভিন্ন খাতে সৌদি আরবের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগের আগ্রহের কথা জানান৷ বিশেষ করে রাষ্ট্রদূত দুলাইহান রাষ্ট্রীয় আরামকো, আকওয়া পাওয়ার, আলফানার গ্রুপ, ইঞ্জিনিয়ারিং ডাইমেনশন (ইডি), রেড সি গেটওয়ে টার্মিনাল, ডায়েলিম কেএসএ, আলজুমাইরাহ গ্রুপ প্রভৃতি কোম্পানির কথা উল্লেখ করেন এবং নিকট অতীতে বাংলাদেশের সঙ্গে হওয়া চুক্তি ও সমঝোতা স্মারকগুলোর দ্রুত বাস্তবায়নে সহযোগিতা চান জানিয়েছে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷
পররাষ্ট্রমন্ত্রী মোমেন সৌদি প্রবাসী বাংলাদেশিদের ফেরাতে সৌদি সরকারের সহায়তার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন৷
এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
গতবছর নভেম্বরের ছবিঘরটি দেখুন...
যে ১০ দেশে বাংলাদেশের সবচেয়ে বেশি নারী শ্রমিক গেছেন
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটি বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে যাওয়া নারী শ্রমিকের সংখ্যা নিয়মিত প্রকাশ করে থাকে৷ ছবিঘরে ১৯৯১ থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত তথ্য থাকছে৷
ছবি: Imago Images/Zuma/M. Hasan
১. সৌদি আরব
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, বিএমইটি-র হিসেবে, বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি নারী শ্রমিক গেছেন সৌদি আরবে৷ ১৯৯১ থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত সংখ্যাটি ছিল তিন লাখ ৩২ হাজার ২০৪ জন৷ ২০১৯ সালের প্রথম দশ মাসে ৫৩ হাজার ৭৬২ জন নারী সৌদি আরব গেছেন৷ ২০১৭ সালে সর্বোচ্চ সংখ্যক (৮৩ হাজার ৩৫৪ জন) নারী শ্রমিক সে দেশে গেছেন৷
ছবি: Imago Images/Zuma/M. Hasan
২. জর্ডান
ইসরায়েলের প্রতিবেশী এই দেশে যাওয়া নারী শ্রমিকের সংখ্যা এক লাখ ৫৫ হাজার ৪১১ জন৷ সর্বোচ্চ সংখ্যক গেছেন ২০১৬ সালে, ২২ হাজার ৬৮৯ জন৷
ছবি: Imago/blickwinkel
৩. সংযুক্ত আরব আমিরাত
২০১৫ সালে সর্বোচ্চ ২৪ হাজার ৩০৭ জন নারী শ্রমিক সেই দেশে গিয়েছেন৷ সবমিলিয়ে দেশটিতে যাওয়া নারী শ্রমিকের সংখ্যা এক লাখ ৩০ হাজার ৫৭১ জন৷
ছবি: picture-alliance/J. Schwenkenbecher
৪. লেবানন
১৯৯১ থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত সিরিয়ার প্রতিবেশী দেশ লেবাননে গেছেন এক লাখ ছয় হাজার ৮৪০ জন নারী শ্রমিক৷
ছবি: Imago
৫. ওমান
ওমানে যাওয়া বাংলাদেশি নারী শ্রমিকের সংখ্যা ৮৬ হাজার ১৩২ জন৷
ছবি: Getty Images/C. Jackson
৬. কাতার
বিএমইটির হিসেবে ১৯৯১ থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত মোট আট লাখ ৮৭ হাজার ৪৩২ জন নারী শ্রমিক বিভিন্ন দেশে গেছেন৷ এই সময়ে কাতারে গেছেন ৩২ হাজার ২৫৯ জন৷
ছবি: DW/M. Kos
৭. মরিশাস
পর্যটনের জন্য বিখ্যাত এই দ্বীপরাষ্ট্রে ১৭ হাজার ৯২৩ জন নারী শ্রমিক গেছেন৷ ভারত মহাসাগরঘেঁষা এই দেশটিতে বাংলাদেশি নারী শ্রমিকরা গার্মেন্ট ও মাছ প্রক্রিয়াজাতকরণে যুক্ত আছেন বলে জানা গেছে৷ এছাড়া হোটেল-রেস্তোরাঁতেও তাঁরা কাজ করছেন৷
ছবি: Imago Images/Zuma/M. Hasan
৮. কুয়েত
শীর্ষ দশ দেশের মধ্যে আটটিই মধ্যপ্রাচ্যের৷ এর মধ্যে কুয়েতে যাওয়া বাংলাদেশি নারী শ্রমিকের সংখ্যা নয় হাজার ১৯ জন৷
ছবি: Imago Images
৯. মালয়েশিয়া
এশিয়ার দেশগুলোর মধ্যে মালয়েশিয়ায় সবচেয়ে বেশি নারী শ্রমিক গেছেন৷ সংখ্যাটি ছয় হাজার ৬৩৮ জন৷
ছবি: picture-alliance/dpa/A. Lyn
১০. বাহরাইন
মধ্যপ্রাচ্যের এই দ্বীপরাষ্ট্রে গেছেন চার হাজার ২৯০ জন নারী শ্রমিক৷