1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সৌদি আরবে বেশ কয়েকজন যুবরাজ ও মন্ত্রী আটক

৫ নভেম্বর ২০১৭

সৌদি আরবের ১১ জন যুবরাজ, চারজন মন্ত্রী ও কয়েক ডজন সাবেক মন্ত্রীকে গ্রেপ্তার করেছেন সেদেশের দুর্নীতি দমন কর্তৃপক্ষ৷ এর কয়েক ঘণ্টা আগেই যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দেশটিতে নতুন একটি দুর্নীতি দমন কমিটি গঠিত হয়৷

ছবি: picture-alliance/abaca/Bakis Press

নতুন কমিটিকে দুর্নীতির ঘটনাগুলোর তদন্ত, গ্রেপ্তারি পরোয়ানা জারি, ভ্রমণে নিষেধাজ্ঞা এবং সম্পদ বাজেয়াপ্ত করার ক্ষমতা দেয়া হয়েছে৷ রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল আরাবিয়া অবশ্য জানিয়েছে, ২০০৯ সালে জেদ্দায় বন্যা ও ২০১২ সালে মার্স ভাইরাস ছড়ানোর নিয়ে নতুন করে তদন্ত শুরু হয় সৌদি আরবে৷

ব্যবসায়ী কোটিপতি আলওয়ালিদ বিন তালালসহ ১১ যুবরাজ, চার মন্ত্রী এবং সাবেক আরো ১০ মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে৷ রবিবার শীর্ষ দুই সৌদি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সকে৷ সৌদি আরবের সাবেক অর্থমন্ত্রী ইব্রাহিম আল-আসাফও গ্রেপ্তার হয়েছেন৷ এছাড়া আটককৃতদের মধ্যে আছেন অর্থনীতি মন্ত্রী, রিয়াদের সাবেক গভর্নর এবং রয়্যাল আদালতের সাবেক প্রধান বিচারপতি৷ অবশ্য এটাই প্রথমবার নয়, সেপ্টেম্বরেও সৌদি রাজপরিবারের বিরোধী অন্তত ৩০ জন রাজনীতিবিদ, ইমাম, বুদ্ধিজীবী এবং অধিকার কর্মীদের আটক করা হয়েছিল৷


জাতীয় নিরাপত্তা প্রধান প্রিন্স মিতেব বিন আব্দুল্লাহকে আটক করে তাঁর পদে প্রিন্স খালেদ বিন আয়াফকে স্থলাভিষিক্ত করা হয়েছে৷ সৌদি বাদশাহ সালমান শনিবার আলাদা ডিক্রিতে এই রদবদলের আদেশ দেন, যার মধ্য দিয়ে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রভাব আরও সুসংহত করা হলো বলে মনে করছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো৷ রয়্যাল ঐ ডিক্রিতে বলা হয়, ‘‘দুর্নীতি সমূলে উৎপাটন না করলে এবং দুর্নীতিবাজদের শাস্তি না দিলে দেশকে বাঁচানো যাবে না৷'' তবে বিশ্লেষকরা মনে করছেন, যুবরাজ সালমান দেশের রাজনীতিতে যে সংস্কার করতে চান, সেই লক্ষ্যে পৌঁছাতে দুর্নীতির অজুহাতে তাঁর বিরোধীদের শক্তিশালী পদ থেকে সরিয়ে দিচ্ছেন৷

প্রিন্স মোহাম্মদের নতুন লক্ষ্য
প্রিন্স মোহাম্মদকে এরই মধ্যে দেশটির ‘ডি ফ্যাক্টো' নেতা হিসেবে মনে করছেন সেখানকার জনগণ৷ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা যুবরাজ এই রদবদলের ফলে পুরো দেশের সব নিরাপত্তা বাহিনীর ওপর প্রাথমিক নিয়ন্ত্রণ পেলেন৷ তবে তিনি বর্তমানে দেশের অর্থনৈতিক সংস্কারের দিকে সবচেয়ে বেশি মনোযোগ দিচ্ছেন৷ পাশাপাশি দেশের রক্ষণশীল কিছু প্রথা ভেঙে সমাজ সংস্কারের চেষ্টাও চালিয়ে যাচ্ছেন যুবরাজ৷


এ বছরের সেপ্টেম্বরে সৌদি নারীদের গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়ে রক্ষণশীল সৌদি সমাজে প্রথার বিরুদ্ধে হাঁটতে শুরু করেন যুবরাজ৷ এরপর থেকে আরও নানা ধরনের সংস্কার কাজ চালিয়ে যাচ্ছেন তিনি৷ সম্প্রতি রিয়াদে এক অর্থনৈতিক সম্মেলনে তিনি বলেন, সৌদি আরবের আধুনিকায়নের ক্ষেত্রে তাঁর পরিকল্পনার মূলমন্ত্র হবে ইসলামের কট্টর অবস্থান থেকে উদারনীতিতে ফিরে আসা৷ চলতি বছর জুনে সিংহাসনের উত্তরাধিকারী হওয়ার পর থেকেই বিশ্বে সৌদি আরবের ভাবমূর্তি উজ্জ্বল করতে নানা ধরনের সংস্কারমূলক পদক্ষেপ নিচ্ছেন যুবরাজ মোহাম্মদ৷

এপিবি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স)

এ ব্যাপারে আপনার কোন মতামত থাকলে লিখুন নীচে মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ