1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সৌদি সরকার ও পুলিশকে দায়ী করলেন প্রত্যক্ষদর্শীরা

২৫ সেপ্টেম্বর ২০১৫

আজ বেশ কিছু দেশে পালিত হচ্ছে ঈদ-উল-আজহা৷ তবে ঈদের আনন্দেও শোকের রেশ৷ সৌদি আরবের মিনায় নিহত ও আহতদের জন্য প্রার্থনা করছেন অনেকে৷ চলছে হজ করতে গিয়ে সাতশ'রও বেশি মানুষের নিহত হওয়ার কারণ অন্বেষণের চেষ্টা৷

Saudi-Arabien Hadsch Massenpanik in Mina
ছবি: picture alliance/landov

বৃহস্পতিবার সৌদি আরবের মিনায় ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা৷ পায়ের নীচে চাপা পড়ে মারা যান কমপক্ষে ৭১৭ জন হাজি, আহতের সংখ্যা কমপক্ষে ৮৬৩৷

অনেকে এখনো নিখোঁজ৷ তাঁদের স্বজনরা দিশেহারা৷ প্রিয়জনকে খুঁজছেন তাঁরা আর সবার দোয়া চাইছেন৷

প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ থেকে অনেক ধর্মপ্রাণ মুসলমানই হজ করতে সৌদি আরবে গিয়েছিলেন৷ কোনো কোনো সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মিনায় অন্তত চারজন বাংলাদেশি মারা গেছেন৷ তবে মৃতের সংখ্যা আরো বেশিও হতে পারে৷

১৪ জন ভারতীয়ও প্রাণ হারিয়েছেন মিনার এই দুর্ঘটনায়৷

সৌদি আরবে দুর্ঘটনা নতুন কিছু নয়৷ এর আগেও বেশ কয়েকবার হজ করতে গিয়ে প্রাণ গিয়েছে অনেকের৷

বৃহস্পতিবার ঘটে যাওয়া হৃদয় বিদারক ঘটনাটির কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে৷

ছোট জায়গায় এত লোক সমবেত হলে কোনো কিছু একটু এদিক-সেদিক হলেই বড় দুর্ঘটনা ঘটতে পারে – এমন সহজ ব্যখ্যা বেরিয়ে আসছে কোনো কোনো বিশ্লেষণে৷

মক্কার কেন্দ্রীয় হজ কমিটির প্রধান এত বড় দুর্ঘটনার জন্য কিছু আফ্রিকান হাজিকে দায়ী করেছেন৷

কোনো কোনো বিশ্লেষক মনে করেন, হাজিদের দুটি স্রোতের মধ্যে ধাক্বাধাক্কি থেকেই ঘটনার সূত্রপাত৷

তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন ভিন্ন কথা৷ তাঁদের মতে দুর্ঘটনার জন্য সরকার এবং পুলিশ দায়ী৷

ইতিমধ্যে কারণ অন্বেষণের জন্য তদন্তের নির্দেশ দেয়া হয়েছে৷

তদন্ত শেষে কী সত্য বেরিয়ে আসে, সেটাই এখন দেখার বিষয়৷ এদিকে মিনায় নিহত এবং আহতদের জন্য বিশেষ প্রার্থনার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস৷

তাঁর আহ্বানের আগে থেকেই অবশ্য সারা বিশ্বে চলছে প্রার্থনা৷

সৌদি আরবসহ অনেক মুসলিম প্রধান দেশেই ঈদ-উল-আজহা পালিত হয়েছে বৃহস্পতিবার৷ ঈদের আনন্দের মাঝেই মিনায় শুরু হয় মৃত্যুর মিছিল৷ তবে অনেক দেশের মুসলমানরা শুক্রবার ঈদ পালন করছেন৷ তাই অনেকে ঈদের আনন্দেও স্মরণ করছেন মিনায় প্রাণ হারানো হাজিদের৷

বাংলাদেশেও শুক্রবার ঈদ-উল-আজহা পালিত হচ্ছে৷ ঈদের নামাজেও মিনায় দুর্ঘটনার শিকারদের জন্য দোয়া করা হয়েছে৷

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ