1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সোলার থার্মাল’

হলগার ট্রজেচাক / এআই৮ ফেব্রুয়ারি ২০১৪

সৌরশক্তির ব্যবহার সম্প্রসারণের সঙ্গে সঙ্গে একটি সমস্যাও সম্প্রসারিত হচ্ছিল৷ সাধারণ সোলার প্যানেল মেঘাচ্ছন্ন পরিবেশে বিশেষ কাজ করে না৷ কিন্তু এবার এই সমস্যার সমাধান নিয়ে এসেছেন এক জার্মান প্রকৌশলী৷

ছবি: ROBYN BECK/AFP/Getty Images

মেঘাচ্ছন্ন পরিবেশেও কাজ করবে সোলার প্যানেল!

04:05

This browser does not support the video element.

সৌরতাপ সংকট? জার্মানির অনেকে এখন তা টেরও পাচ্ছেন না৷ এমনকি সূর্য কড়া রোদ না দিলেও সৌরতাপ সংগ্রহ করতে পারে বিশেষ একটি যন্ত্র৷ সাধারণ ফটোভোল্টেয়িক প্যানেল দিয়ে যা সম্ভব নয়৷ এজন্য দরকার সোলার থার্মাল

আশির দশকেই সৌরশক্তির পথিকৃৎ হিসেবে পরিচিতি পান রাইনহল্ড ভাইসার৷ আট বছর আগে জার্মানির পূর্বাঞ্চলের লাইট টিউব ইন্ডাস্ট্রির সহায়তা নিয়ে তিনি সৌরশক্তি সংগ্রহে এক নতুন উপায় বের করেন৷ তিনি বলেন, ‘‘একটি পর্যায়ে ফটোভোল্টেয়িক এনার্জি উপযুক্ত আর্থিক সহায়তা পেয়েছিল, যা তাদের প্রয়োজনীয় মার্কেট গড়তে সহায়তা করেছে৷ তবে সোলার থার্মাল এনার্জি উৎপাদনের ক্ষেত্রে এটা পাওয়া যায়নি৷''

সোলার থার্মাল এনার্জির ক্ষেত্রে টিউব বসানোতে অনেক ঝামেলা ছিল৷ ভাইসার এক প্লাগ তৈরি করে এই সমস্যার সমাধান করেছেন৷ ফলে এখন বায়ুশূন্য টিউবগুলো সন্তোষজনক জায়গায় বসানো সম্ভব হচ্ছে, যা প্রচণ্ড শীতের সময়ও কাজ করে৷ এই মডেল ক্যানাডায় ইতোমধ্যে সফলতা দেখিয়েছে৷ রাইনহল্ড ভাইসার বলেন, ‘‘ক্যানাডায় ঘরের বাইরে তাপমাত্রা খুব কম থাকে৷ আমাদের সেখানে একটা প্লান্ট রয়েছে৷ শীতকালে সেখানে তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত নামে৷ তা সত্ত্বেও এই সিস্টেম কাজ করে৷''

সোলার থার্মাল সিস্টেম পুরোটাই জার্মানিতে তৈরি৷ আর অধিকাংশ অংশ হাতেই জোড়া লাগানো হয়৷ আঙারমুন্ডে-তে উৎপাদন করা হয়৷ অর্ডারও ফুল৷ অথচ কারখানাটি দেখলে এখনো মনে হবে গ্যারেজ৷ ভাইসার তাঁর পণ্যে বিশ বছরের গ্যারান্টি দিচ্ছেন৷ এমনকি ঝড়েও নষ্ট হবে না এটি৷ অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সোলার থার্মাল প্রক্রিয়ার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল৷

বিশেষ ঘোষণা: এই সপ্তাহের অন্বেষণ কুইজে অংশ নিতে ক্লিক করুন এখানে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ