1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সৌরভের জন্মদিনে তার বাড়িতে মমতা

৯ জুলাই ২০২১

বৃহস্পতিবার ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৪৯তম জন্মদিন। মমতা বন্দ্যোপাধ্যায় সোজা দাদার বাড়িতে গিয়ে চমক দিলেন।

বৃহস্পতিবার ছিল সৌরভের ৪৯তম জন্মদগিন। ছবি: Getty Images/AFP/P. Paranjpe

সৌরভের জন্মদিনে প্রতি বছরই মমতা শুভেচ্ছা জানান। তবে ফোনে। এবার সেই নিয়মের বদল হলো। দিদি সোজা দাদার বেহালার বীরেন রায় রোডের বাড়িতে হাজির হলেন বিকেল পাঁচটা নাগাদ। হাতে হলুদ গোলাপের গুচ্ছ এবং মিষ্টির বাক্স। দিদির জন্যও সৌরভ তৈরি রেখেছিলেন রিটার্ন গিফট।

তাৎপর্যপূর্ণভাবে মুখ্যমন্ত্রীর গাড়ি সৌরভের বাড়ি ছাড়ার মিনিট কয়েকের মধ্যেই সেখানে ঢুকল আরেকটি গাড়ি। রাজভবনের। রাজ্যপাল ফুলের তোড়া পাঠিয়েছেন।

একটু পরে সৌরভ বেরোলেন। কিছুটা দার্শনিকের মতো বললেন, ''জীবনের আরেকটা বছর কেটে গেল। সবার ক্ষেত্রেই এটা সত্যি। এটাই হয়।''

তবে সৌরভ যে বছরটা কাটিয়ে এলেন তা খুবই ঘটনাবহুল। হৃদরোগে আক্রান্ত হয়ে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। আর রাজনীতিতে নামার জন্য তার উপর তৈরি হয়েছিল প্রবল চাপ। ক্রিকেট জীবনে যেমন বারবার খারাপ অবস্থা কাটিয়ে তিনি ঘুরে দাঁড়িয়েছেন, লড়াই করেছেন, তেমনভাবেই তিনি হৃদরোগের ফাঁড়া কাটিয়ে এখন সুস্থ জীবনে প্রত্যাবর্তন করেছেন।

আর ক্রিকেট জীবনে ভয়ংকর ফাস্ট বোলার বা স্পিনারদের যেমনভাবে সামলেছেন, তেমনই রাজনীতিতে নামার চাপও সামলেছেন। তিনি রাজনীতিতে আসেননি। তাতে বিজেপি নেতৃত্ব ক্ষুব্ধ হতে পারে, কিন্তু সৌরভ নিজের মতো করে বাঁচার সিদ্ধান্ত থেকে সরেননি। তাই এখনো তিনি পশ্চিমবঙ্গ সহ সারা দেশের দাদা।

সেজন্যই কি প্রথা ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় এবার সৌরভের বাড়ি গিয়ে শুভেচ্ছা জানিয়ে এলেন? শুভেচ্ছার সঙ্গে কিঞ্চিত কৃতজ্ঞতাও কি মিশে ছিল? বিপক্ষ শিবিরে সৌরভ যোগ না দেয়ার কৃতজ্ঞতা!

জিএইচ/এসজি(এনডিটিভি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ