1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সৌরভের জায়গায় বোর্ড সভাপতি বিনি?

১১ অক্টোবর ২০২২

সৌরভ গঙ্গোপাধ্যায় সম্ভবত আর ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি থাকছেন না। তার জায়গায় সভাপতি হতে পারেন রজার বিনি। জয় শাহ আগের মতোই বোর্ডের সম্পাদক থাকবেন।

সৌরভ গঙ্গোপাধ্য়ায় সম্ভবত আর বিসিসিআই সভাপতি থাকবেন না।
সৌরভ গঙ্গোপাধ্য়ায় সম্ভবত আর বিসিসিআই সভাপতি থাকবেন না। ছবি: Getty Images/AFP/P. Paranjpe

আগামী ১৮ অক্টোবর ক্রিকেট বোর্ডের  বার্ষিক সাধারণ সভা। তার আগেই নতুন সভাপতির নাম ঘোষণা হবে। তার দিন সাতেক আগে সংবাদসংস্থা পিটিআই সূত্রকে উদ্ধৃত করে জানাচ্ছে, সৌরভ আর বোর্ডের সভাপতি থাকবেন না। নতুন সভাপতি হতে পারেন রজার বিনি। ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী টিমের সদস্য ছিলেন অলরাউন্ডার বিনি। এর আগে তিনি কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতিও ছিলেন।

গত কয়েক সপ্তাহ ধরে পরবর্তী বোর্ড সভাপতির নাম নিয়ে দীর্ঘ আলোচনা চলছেো। দিল্লিতে বেশ কয়েকটি বৈঠক হয়েছে। সূত্র জানাচ্ছে, গত এক সপ্তাহ ধরে তৎপরতা তুঙ্গে উঠেছে। দিল্লিতে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে বৈঠক হয়েছে। সেখানেই ৬৭ বছর বয়সি বিনিকে বোর্ড সভাপতি করা হবে বলে ঠিক হয়েছে। পিটিআই জানাচ্ছে, একজন প্রভাবশালী কেন্দ্রীয় মন্ত্রী সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছিলেন। শেষ মুহূর্তে নাটকীয় কোনো পালাবদল না হলে বিনিই পরবর্তী বোর্ড সভাপতি হতে চলেছেন।

বোর্ড সভাপতি হিসাবে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১২ অক্টোবর। ১৩ তারিখ তা পরীক্ষা করে দেখা হবে।

জয় শাহ সচিব থাকছেন

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ আগের মতোই সচিব থাকবেন। মাঝে শোনা গিয়েছিল, জয় শাহই পরবর্তী বোর্ড প্রেসিডেন্ট হবেন। কিন্তু এখন ঠিক হয়েছে, তিনি দ্বিতীয়বারের জন্য সম্পাদকই থাকবেন।

সৌরভ কী করবেন?

সৌরভ গঙ্গোপাধ্যায় আরও একবার বোর্ড সভাপতি হিসাবে থাকতে পারতেন। কিন্তু তিনি আর সভাপতি থাকছেন না। সূত্র জানাচ্ছে, তিনি আইসিসি-র চেয়ারম্যানের পদে লড়তে পারেন।

সোমবার সৌরভ মুম্বই গেছেন। তিনি বোর্ডের বিভিন্ন পদাধিকারীর সঙ্গে আলোচনা করছেন।

জিএইচ/এসজি (পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ