সৌরশক্তি চালিত বিমানের প্রথম আন্তর্জাতিক ফ্লাইট
১৫ মে ২০১১সুইস এই বিমানটি সুইজারল্যান্ড থেকে ফ্রান্স ও লুক্সেমবুর্গের ওপর দিয়ে ব্রাসেলসে যায়৷ এসময় সেটি ভূমি থেকে ৩,৬০০ মিটার উপর দিয়ে চলে৷ গতিবেগ ছিল ঘণ্টায় ৫০ কিলোমিটার৷
প্রথমবারের মতো সফলভাবে আন্তর্জাতিক ফ্লাইট চালাতে সক্ষম হয়ে স্বভাবতই খুশি এই প্রকল্পের সঙ্গে জড়িতরা৷ এদের মধ্যে একজন বার্ট্রান্ড পিকার্ড৷ তিনি এই প্রকল্পের অন্যতম একজন প্রতিষ্ঠাতা৷ তাঁর আশা, এর ফলে রাজনীতিবিদরা সবুজ জ্বালানি ব্যবহারের বিষয়টি আরও বেশি করে ভাববেন৷ পিকার্ড বলেন, এটা খুবই আশ্চর্যজনক যে, সারা বিশ্বের মানুষ মাত্র এক ঘণ্টায় এক বিলিয়ন টন তেল ব্যবহার করছে৷ এভাবে চলতে থাকলে একদিন সমস্ত জ্বালানি ফুরিয়ে যাবে৷
তাঁদের উদ্ভাবিত এই ধরণের বিমান এক সময় বর্তমানে তেল চালিত বিমানের স্থান নেবে, এই আশা সোলার ইমপালস প্রকল্পের লোকজনের৷ তবে সেলক্ষ্যে আরও অনেক দূর যেতে হবে, সেটাও জানেন তারা৷ তাই আগামী বছরগুলোতে এই বিমান দিয়ে আটলান্টিক পাড়ি, এমনকি বিশ্ব ভ্রমণের পরিকল্পনা করছেন তারা৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই