1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সৌরশক্তি যখন মুশকিল আসান

২৯ জুন ২০১৭

গ্রামেগঞ্জে চুল-দাড়ি কাটার ছোট সেলুন ভালো ব্যবসা হতে পারে৷ কিন্তু নির্ভরযোগ্য বিদ্যুৎ সংযোগ না থাকলে যে কোনো ব্যবসা চালানো কঠিন৷ নাইজেরিয়ার এক উদ্যোগপতি এর এক অভিনব সমাধানসূত্র বার করেছেন৷

ছবি: picture-alliance/Ton Koene

স্যামুয়েল চুকউকা-র কাজের দিন এভাবেই শুরু হয়৷ লাগোস শহরে তাঁর একটি চুল কাটার সেলুন রয়েছে৷ কিন্তু বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাতের ফলে তাঁকে নিজস্ব জেনারেটর চালাতে হয়৷ নাইজেরিয়ার বিদ্যুৎ কোম্পানি নেপা ঘনবসতিপূর্ণ শহর ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ দিতে ব্যর্থ হচ্ছে৷ চুকউকা বলেন, ‘‘আজ এই প্রথম গ্রাহক এলেন৷ এই এলাকায় নেপা বড় চ্যালেঞ্জ৷ জেনারেটর চালাতে প্রতি সপ্তাহে আমাকে ৭ থেকে ৮ হাজার নায়রা খরচ করতে হয়৷ বিকট শব্দ, ধোঁয়া হয়৷ সরকার যদি নেপা সমস্যার সমাধান করতে পারতো...৷’’

গত দুই দশক ধরে সরকার জ্বালানি ক্ষেত্রে উন্নতির প্রতিশ্রুতি দিয়ে চলেছে৷ তা সত্ত্বেও জনসংখ্যার মাত্র অর্ধেকের কাছে বিদ্যুৎ পৌঁছেছে৷ কনসিস্টেন্ট এনার্জি লিমিটেডের সেগুন আডুজু নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহের একটি সমাধানসূত্র বার করেছেন৷ সোলার সেল মুশকিল আসান হতে পারে৷ তাঁর ব্যবসার মডেল হলো ‘ফেলো কড়ি মাখো তেল’৷ ছোট ও মাঝারি মাপের সংস্থাগুলি তাঁর লক্ষ্য৷ তারাই নাইজেরিয়ার গড় জাতীয় উৎপাদনের প্রায় অর্ধেকের অংশীদার৷ অতএব বিপুল সম্ভাবনা রয়েছে৷ সেগুন আডুজু বলেন, ‘‘আগামী ৪ থেকে ৫ বছরের মধ্যে নাইজেরিয়ায় ১০ লক্ষেরও বেশি জেনারেটর সরিয়ে জায়গা করে নেওয়াই আমাদের লক্ষ্য৷ লাগোস থেকে সেই কাজ শুরু হচ্ছে৷ তাই আমরা নাপিত সংগঠনের সঙ্গে জোট বেঁধে তাদের সেলুনের জন্য সৌরশক্তির ব্যবস্থা করছি৷’’

এই পরিবর্তনের ফলে সেলুনগুলির যথেষ্ট লাভ হবার কথা৷ সারাক্ষণ লোডশেডিং-এর ধাক্কার ফলে পিটার ওবিনা গ্রাহকদের ধরে রাখতে হিমশিম খাচ্ছেন৷ সুযোগ লুফে নিয়ে তিনি সৌরশক্তির পথ বেছে নিয়েছেন৷ পিটার ওবিনা বলেন, ‘‘এখন আর জ্বালানি আর জেনারেটর নিয়ে ঝামেলা নেই৷ আমার গ্রাহকরাও এটা পছন্দ করছেন, কারণ বিকট শব্দ আর নেই, অনেক শান্ত পরিবেশ৷ কখনো তারা প্রশ্ন করেন – কীভাবে আলো পেলে, এখানে নেপা আছে কি? তখন আমি বলি – না শুধু সৌরশক্তি আছে৷’’

সেগুন আডাজু গোটা শহরে আরও নাপিতের কাছে গিয়ে জেনারেটর ত্যাগ করে সোলার প্যানেল বসানোর পরামর্শ দিয়ে থাকেন৷ তিনি বলেন, ‘‘আমরা আপনার ছাদের উপর সোলার প্যানেল বসাই৷ কমপক্ষে দুটি ক্লিপার থাকলে আপনার ৪-৫টা আলোর বাল্ব, দুটি ফ্যান, মোবাইল ফোন চার্জের ব্যবস্থা হয়ে যায়৷ কোনো শব্দ নেই, দূষণ নেই, আপনার গ্রাহকরা খুশি হবেন৷ ভালো ব্যবসা করবেন, টাকাও বাঁচবে৷’’

তিনি স্যামুয়েল চুকউকা-কে বুঝিয়ে বললেন, যে একটি সোলার প্যানেলের আয়ু ২০ বছর পর্যন্ত হতে পারে৷ তাছাড়া আর জেনারেটর চালাতে জ্বালানি কিনতে হবে না৷ স্যামুয়েল বলেন, ‘‘আমি আসলে এই সোলার ডায়রেক্ট-এর আইডিয়া পছন্দ করছি৷ এটি নাইজেরিয়ায় নেপা নিয়ে সমস্যার সমাধান করে৷ আমি পরখ করে দেখবো৷’’

সেগুন আরও ছোট ও মাঝারি আকারের প্রতিষ্ঠানগুলির কাছে সোলার সেল বিক্রি করেন৷ গ্রাহকদের অবিলম্বে তার মূল্য দিতে হয় না৷ ১০ থেকে ১৫ ডলারের মাসিক কিস্তি মেটালেই চলে৷ সেগুন আডুজু বলেন, ‘‘সপ্তাহে তাদের মাত্র ৩ থেকে ৫ হাজার নায়রা দিলেই চলে৷ ১২ থেকে ১৮ মাসের মধ্যে সব টাকা শোধ দেবার পর আমরা তাদের হাতে মালিকানা তুলে দেই৷’’

সেগুন-এর ‘পে অ্যাজ ইউ গো সোলার’ ব্যবসা অবশ্যই রাষ্ট্রচালিত বিদ্যুৎ গ্রিডের বিকল্প হতে পারে না৷ তবে তিনি তাঁর মডেল দিয়ে লাগোস শহরে অনেক গ্রাহকের মন জয় করেছেন৷ এর মধ্যেই প্রায় ২০০ নাপিত এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন৷

বাবস/আইসেনহার্ট-রোটে/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ