1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিরাপত্তা সম্মেলন

২৬ মার্চ ২০১২

বিশ্বের বড় বড় সব নেতারা এখন দক্ষিণ কোরিয়ায়৷ কিছুক্ষণ পর সেখানে শুরু হতে যাচ্ছে পরমাণু নিরাপত্তা বিষয়ক দু’দিনের সম্মেলন৷

ছবি: dapd

পরমাণু অস্ত্রমুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যে সবাইকে কাজ করার আহ্বান জানাবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ সৌলে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে ওবামা বলেন, মেয়ের বাবা হিসেবে তিনি চান না তাঁর মেয়েরা এমন কোনো পৃথিবীতে বেড়ে উঠুক যেখানে পরমাণু অস্ত্রের হুমকি থাকবে৷

প্রেসিডেন্ট ওবামা এবং লী মিউং বাকছবি: dapd

সন্ত্রাসীদের হাতে যেন পরমাণু অস্ত্র তৈরির কোনো উপাদান যেতে না পারে সে বিষয়ে সম্মেলনে কথাবার্তা হবে বলে জানা গেছে৷ তবে আগামী মাসে রকেট উৎক্ষপণের যে ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া, সেটাই এবার সম্মেলনের মূল আলোচ্য বিষয় হয়ে উঠছে৷ কেননা, কৃত্রিম উপগ্রহ প্রেরণের জন্য এই রকেট উৎক্ষেপণের কথা পিয়ংইয়ং বললেও পশ্চিমা বিশ্বের ধারণা এর মাধ্যমে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হবে৷

আগামী মাসে রকেট উৎক্ষপণের ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়াছবি: AP

এদিকে সম্মেলন শুরুর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ'এর সঙ্গে প্রায় দেড় ঘন্টা বৈঠক করেন৷ সিরিয়া সমস্যা সমাধানে কূটনৈতিক উদ্যোগের প্রতি সমর্থন জানাতে একমত হয়েছেন দুই নেতা৷

চীনা প্রেসিডেন্ট হু জিনতাও'এর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠক হয়েছে বলে জানা গেছে৷ তাদের মধ্যে উত্তর কোরিয়া নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে বলে জানাচ্ছে সংবাদ মাধ্যমগুলো৷ কেননা রবিবার এক সংবাদ সম্মেলনে উত্তর কোরিয়া বিষয়ে চীনের নীতির সমালোচনা করেছিলেন ওবামা৷

প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ