1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সৌহার্দ্যের বার্তা নিয়ে নতুনদিল্লিতে চলছে বাংলাদেশ চলচ্চিত্র উত্সব

১৭ এপ্রিল ২০১০

ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ হাই কমিশনের যৌথ ভাবে আয়োজিত তিনদিনের বাংলাদেশ চলচ্চিত্র উত্সব এখন নতুনদিল্লিতে চলছে সাড়ম্বরে৷ শেষ হবে রবিবার৷

ছবি: Harun Ur Rashid Swapan

এই উৎসবে মোট ৭টি ছবি দেখানো হচ্ছে, তার মধ্যে দুটি আন্তর্জাতিক পুরস্কার পাওয়া৷

২০০২ সাল থেকে ২০০৭ সালের মধ্যে তৈরি ৭টি ছবির সবকটিতেই তুলে ধরা হয়েছে সমকালীন বাংলাদেশকে৷ এ যেন সুখ দুঃখ, হাসি কান্নায় মেশানো বাংলাদেশের সমাজ জীবনের এক চালচিত্র৷ উত্সবের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী চৌধুরি মোহন জাটুয়া৷ বাংলাদেশ চলচ্চিত্র উত্সব শুধু নতুনদিল্লিতে সীমাবদ্ধ না রেখে ভারতের অন্য শহরে করার কথা বল্লেন তিনি যাতে এদেশের মানুষ বাংলাদেশের ধর্মনিরপেক্ষ উদার সাংস্কৃতিক ঐতিহ্যের স্বাদ নিতে পারেন৷ বাংলাদেশ হাই কমিশনার তারিক করিম মনে করেন, সাংস্কৃতিক বার্তা রাজনৈতিক বেড়া ভেদ করে সহজেই পৌঁছে যায় মানুষের মনে৷ বাংলাদেশ তার মূল্যবোধ-ভিত্তিক ধর্মনিরপেক্ষ সংস্কৃতির জন্য গর্বিত৷

শুক্রবার প্রথম দিনে দেখানো হয় আয়না ছবিটি৷ সামাজিক শোষণের বিরুদ্ধে সেদেশের নারী সমাজের সংগ্রামের কাহিনী৷ অনুষ্ঠানে উপস্থিত ছবির পরিচালক, অভিনেত্রী ও সাংসদ সারাহ কবরী এই চলচ্চিত্র উত্সব সম্পর্কে ডয়েচে ভেলেকে তাঁর অপূর্ব অনুভূতির কথা ব্যক্ত করে বল্লেন, ৭১-এর যুদ্ধ ও তার পরবর্তীকালে দুদেশের বন্ধুত্ব যে শুধু অক্ষয় হয়ে আছে তাই নয়, তা আরও দৃঢ় হয়েছে৷ এই ফেস্টিভ্যাল তারই এক প্রমাণ৷ অনুষ্ঠানে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের আরও যাঁরা উপস্থিত ছিলেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য প্রযোজক ফরিদুর রেজা সাগর, পরিচালক তৌকির আহমেদ প্রমুখ৷

প্রচন্ড গরম উপেক্ষা করে দিল্লির বাঙালিরা যেভাবে বাংলাদেশের ছবি দেখতে ভীড় করেন, তা এক কথায় অসাধারণ৷

প্রতিবেদকঃ অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনাঃ রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ