1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেয়ার বাজারে স্কটিশ গণভোট

১৭ সেপ্টেম্বর ২০১৪

স্কটল্যান্ড যুক্তরাজ্যের অংশ থাকছে কিনা বৃহস্পতিবারের গণভোটেই সেটা জানা যাবে৷ অবশ্য তার আগেই ব্রিটিশ পাউন্ডের মান পড়তে শুরু করেছে৷ কারণ জরিপগুলো স্বাধীন স্কটল্যান্ডের পক্ষেই মত দিচ্ছে৷

Schottland Unabhängigkeit Marsch des Oranierordens in Edinburgh 13.09.2014
ছবি: picture-alliance/dpa/A. Rain

গত দুই সপ্তাহ ধরে ব্রিটিশ পাউন্ডের মান কমে গেছে৷ গণভোটে ‘ইয়েস' জয়ী হলে সেটা আরও কমার আশঙ্কা করছেন বিশ্লেষকরা৷ সেটা হলে ক্ষতির মুখে পড়বেন পাউন্ড ব্যবহারকারীরা৷ এছাড়া অনেকের পেনশন-আয় শেয়ার বাজারের সূচকের সঙ্গে কমে, বাড়ে৷ তারাও ক্ষতিগ্রস্ত হতে পারেন৷

এদিকে যুক্তরাষ্ট্রে মঙ্গলবার থেকে শুরু হয়েছে সে দেশের কেন্দ্রীয় ব্যাংকের পলিসি বৈঠক৷ সেখানে নির্ধারিত সময়ের আগেই সুদের হার বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে৷ উল্লেখ্য, অর্থনীতির স্বার্থে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক যে বন্ড ক্রয় কর্মসূচি চালু করেছে সেটার অংশ হিসেবে সুদের হার কমানো হয়েছিল

এখন অর্থনীতি কিছুটা সচল হওয়ায় সেই হার আবার বাড়ানোর কথা হচ্ছে৷ বুধবার বৈঠক শেষে বৈঠকের সিদ্ধান্ত জানাবেন ফেডারেল রিজার্ভের প্রধান জেনেট ইয়েলেন৷

ইউরোজোনের অর্থনীতি

‘অরগানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট' বা ওইসিডি বলছে, ইউরোজোনের প্রবৃদ্ধির জন্য ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এবং সরকারগুলোর আরও সাহায্য করা দরকার৷ বিশেষ করে ইসিবি-র উচিত আরও বন্ড কেনা এবং অর্থনীতিতে আরও অর্থের যোগান দেয়া৷ ইসিবি অবশ্য ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে৷ যেমন সুদের হার কমিয়ে তারা ০ দশমিক ৫ শতাংশ করেছে৷ এছাড়া কোম্পানিগুলোকে ঋণ দেয়ার শর্তে, ব্যাংকগুলোকে অল্প সুদে ঋণ দেয়ার প্রস্তাব করেছে৷ তবে এরপরও ইউরোজোন এলাকায় প্রবৃদ্ধির হার কম, বলে মনে করছে ওইসিডি৷ তাই চলতি বছরের জন্য প্রবৃদ্ধির পূর্বাভাস ১.২ শতাংশ থেকে কমিয়ে ০.৮ শতাংশ করেছে সংস্থাটি৷

জেডএইচ/ডিজি (এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ