1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দ্বিধা-বিভক্ত স্কটল্যান্ড

বির্গিট মাস/আরবি৬ জুলাই ২০১৪

স্বাধীনতা: হ্যাঁ নাকি না? স্কটল্যান্ডের পশ্চিম উপকূলে অবস্থিত ছোট্ট শহর ওব্যানের মানুষজন এই প্রশ্নে সত্যিই দ্বিধা-বিভক্ত, গোটা স্কটিশ জাতির মতোই৷ আর তাই, স্কটল্যান্ডের স্বাধীনতার বিষয়টি নির্ধারিত হবে এক গণভোটের মাধ্যমে৷

Schottland Unabhängigkeit von Großbritannien
ছবি: picture-alliance/dpa

৭০০ বছর আগে স্কটিশরা ব্যানকবার্ন-এর যুদ্ধে শক্তিশালী ইংরেজদের পরাজিত করে প্রথমবারের মতো কয়েকশ বছর ধরে স্বাধীনতা ভোগ করে৷ আজ অবশ্য কোনো যুদ্ধে অংশ গ্রহণ করছে না স্কটিশরা৷ অংশ গ্রহণ করছে গণভোটে৷ স্কটল্যান্ডের স্বাধীনতার বিষয়টি নির্ধারিত হবে আগামী ১৮ই সেপ্টেম্বর, এক গণভোটের মাধ্যমে৷

দৃষ্টিভঙ্গিতে পার্থক্য

ক্যালাম ম্যাকলেখলাইন ও পল স্লোয়ান দুই বন্ধু৷ অনেক বছর ধরে কয়েকটি রেস্তোরাঁ চালাচ্ছেন তাঁরা একসঙ্গে৷ কিন্তু স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে ঝগড়াঝাঁটি হয়ে যায় এই দুই বন্ধুর মধ্যে৷ ম্যাকলেখলাইনের স্বপ্ন এক স্বাধীন স্কটল্যান্ড৷ তাঁর বন্ধু ও ব্যবসায়ী সহযোগী স্লোয়ানের কাছে যেন এটা এক দুঃস্বপ্ন৷

স্কটল্যান্ডের স্বাধীনতার বিষয়টি নির্ধারিত হবে এক গণভোটের মাধ্যমেছবি: Getty Images

স্কটল্যান্ডের পশ্চিম উপকূলের চমৎকার ছোট্ট শহর ওব্যান-এ ‘ওয়াটারফ্রন্ট রেস্টুরেন্টে' সাগরের ট্রাউট, ম্যাকরেল মাছের স্বাদ গ্রহণ করেন আগতরা৷

অন্যদিকে রেস্তোরাঁর মালিক ম্যাকলেখলাইন স্কটল্যান্ডের স্বাধীনতা সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন৷ তাঁর মতে, একটি স্বাধীন স্কটল্যান্ড আরো আত্মপ্রত্যয়ী হতে পারে৷ ৫০ লক্ষ বা পাঁচ মিলিয়নের কিছু বেশি মানুষ বাস করে স্কটল্যান্ডে৷ ছোট এই ‘দেশটি' তখন দ্রুত কোনো সংকট মোকাবেলা করতে পারবে৷ যেমন করে আইসল্যান্ড অর্থনৈতিক সংকট মোকাবেলা করেছে৷ ‘‘সেখানে সাথে সাথে দায়ী ব্যাংকারদের কারাগারে নিক্ষেপ করা হয়েছে৷ এইভাবে দ্রুত অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে পেরেছে দেশটি৷''

জনগণ সিদ্ধান্ত নেবে

ম্যাক আরো বলেন, একটি স্বাধীন স্কটল্যান্ড ইউরোপীয় ইউনিয়নে থাকবে কিনা, তা নিজেরাই ঠিক করতে পারে৷ তিনি নিজে ইইউ-এর জোর সমর্থক৷ তবে বিষয়টি স্কটিশ জনগণের ওপর ছেড়ে দেওয়া উচিত বলে মনে করেন এই ব্যক্তি৷ যুক্তরাজ্যের একটা ছোট অংশ, প্রায় আট শতাংশ মানুষ স্কটল্যান্ডে বসবাস করেন৷ তাই গোটা দেশটিতে তাঁদের প্রভাব তেমন বেশি নয়৷

ওয়াটারফ্রন্ট রেস্টুরেন্টছবি: B. Maas

অন্যদিকে ম্যাকের ব্যবসায়ী সহযোগী স্লোয়ান মনে করেন ব্রিটেনে তো স্কটল্যান্ডের অবস্থা ভালোই৷ ‘‘আমরা এটা ছেড়ে দেব কেন?'' এক্ষেত্রে অর্থনৈতিক পরিণাম কি হতে পারে, সে ব্যাপারেও উদ্বিগ্ন স্লোয়ান৷ তাঁর মতে, স্কটল্যান্ডের স্বাধীনতা অর্থনৈতিক দিক দিয়ে সুফল বয়ে আনবে না৷ কেননা নিজস্ব পরিকাঠামো গড়ে তোলার মতো স্কটল্যান্ডের যথেষ্ট আয়ের উৎস নেই৷ এছাড়া স্বাধীন স্কটল্যান্ডে সম্ভাব্য লেবার সরকার ব্যবসায়ীদের জন্য ইতিবাচক হবে না বলে মনে করেন তিনি৷ স্কটল্যান্ডে ঐতিহ্যগতভাবে বাম ঘরানার দলগুলিকে নির্বাচন করা হয়৷

ভাবিয়ে তোলে অর্থনীতিও

‘‘দরিদ্রদের কল্যাণে বিত্তশালীদের ওপর আরো বেশি কর আরোপ করা হতে পারে বলে আশঙ্কা তাঁর৷ তিনি খুশি যে লন্ডনের রক্ষণশীল সরকার এই বিষয়টির দায়িত্বে রয়েছে৷ অন্যদিকে অধিকাংশ স্বাধীনতা সমর্থকদের মতো ম্যাকলেখলাইনও সম্পদের সুষ্ঠু বণ্টনের পক্ষপাতী৷

স্কটল্যান্ডের আদি গ্যালিক ভাষার এক ঐকতান সংগীত গোষ্ঠীর সদস্যরা সপ্তাহে একদিন মিলিত হন রিহার্সেল বা মহড়ার জন্য৷ স্বাধীন স্কটল্যান্ডের সম্ভাব্য সুবিধাগুলি কী হতে পারে? এই প্রশ্ন করা হলে সাথে সাথে তাঁদের কাছ থেকে টগবগে উত্তর পাওয়া যাবে: আরো সামাজিক সমতা, ভালো স্বাস্থ্য ব্যবস্থা ‘‘এবং সারা বিশ্বে এক শান্তির কণ্ঠস্বর, যা অ্যামেরিকানদের সঙ্গে যুক্ত থাকবে না৷ যারা আমাদের ইরাক ও আফগানিস্তানে ভয়ানক যুদ্ধে জড়িত করেছে৷'' বলেন ঐকতান সংগীত গোষ্ঠীতে অংশগ্রহণকারীরা৷ তাঁদের মধ্যে শুধু মার্গারেটই (জন্মসূ্ত্রে যিনি সুইস) স্কটল্যান্ডের স্বাধীনতা প্রত্যাখ্যান করেন৷

আদি গ্যালিক ভাষার এক ঐকতান সংগীত গোষ্ঠীর সদস্যরা সপ্তাহে একদিন মিলিত হন রিহার্সেল বা মহড়ার জন্যছবি: B. Maas

স্লোয়ানের মতোই তিনি অর্থনীতির ব্যাপারে উদ্বিগ্ন৷ তিনি মনে করেন ‘‘এর ফলে অর্থ বিলীন হয়ে যেতে পারে ৷''

ভোটাররা দোদুল্যমান

ওব্যান শহরে সংশয়বাদীদের চেয়ে স্বাধীনতার সমর্থকদের সুরই জোরালো৷ এমনকি মার্গারেটও স্বীকার করেছেন যে, সহশিল্পীদের উচ্ছ্বাস অনেকটা সংক্রামক৷

জরিপ বলছে, স্কটল্যান্ডের স্বাধীনতা বিরোধীদের সংখ্যা সমর্থকদের চেয়ে সামান্য বেশি৷ তবে শুধু ওব্যানেই নয়, স্কটল্যান্ডের সর্বত্রই অনেক ভোটার এখনও দোদুল্যমান৷ সবশেষে হয়ত এই ভোটাররাই গণভোটের ফলাফলে প্রভাব বিস্তার করবেন এবং ৩০০ বছরে পুরানো ইউনিয়নের (যুক্তরাজ্যের) অদৃষ্ট নির্ধারণ করবেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ