1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্কটল্যান্ড তর্ক-বিতর্ক

৩০ নভেম্বর ২০১৩

ব্রিটিশ যুক্তরাজ্য ছেড়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্কটল্যান্ড আত্মপ্রকাশ করবে কিনা, আগামী বছর এক গণভোটে সেখানকার মানুষ তা স্থির করবেন৷ এমন পদক্ষেপের পক্ষে ও বিপক্ষে যুক্তি-তর্ক বেড়েই চলেছে৷

Britain's Prime Minister David Cameron is seen addressing the House of Commons in this still image taken from video in London August 29, 2013. Cameron said on Thursday it was "unthinkable" that Britain would launch military action against Syria to punish and deter it from chemical weapons use if there was strong opposition at the United Nations Security Council. REUTERS/UK Parliament via Reuters TV (Foto: Reuters) / Eingestellt von wa
ছবি: Reuters

একদিকে ইউরোপীয় সমন্বয় প্রক্রিয়া, অন্যদিকে বিচ্ছিন্নতাবাদ৷ স্পেন, বেলজিয়াম সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে এমন প্রবণতা দেখা যাচ্ছে৷ এবার ব্রিটেনের পালা৷ স্কটল্যান্ড ব্রিটেন থেকে আলাদা হতে ২০১৪ সালের ১৮ই সেপ্টেম্বর মাসে গণভোটের আয়োজন করতে চলেছে৷ সংখ্যাগরিষ্ঠ মানুষ স্বাধীনতার সপক্ষে রায় দিলে ২০১৬ সালের ২৪শে মার্চ আনুষ্ঠানিকভাবে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে চায় স্কটল্যান্ড৷ অর্থাৎ প্রায় ৩০৬ বছর ধরে একসঙ্গে থাকার পর যুক্তরাজ্য থেকে আলাদা হয়ে যেতে পারেন স্কটিশরা৷ উল্লেখ্য, ১৯৯৯ সাল থেকেই স্কটল্যান্ডের নিজস্ব সংসদ রয়েছে, যেখানে প্রাদেশিক আইন প্রণয়ন করা হয়৷

ছবি: picture-alliance/dpa

স্বাধীনতা পেলে স্কটল্যান্ড কেমন দেশ হবে? খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন স্কটিশ বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, তাদের কোনো স্পষ্ট পরিকল্পনাই নেই৷ ৬৭০ পৃষ্ঠার ব্লু-প্রিন্টে শুধু বিচ্ছিন্নতার কথা বলা হয়েছে৷ ক্যামেরনের মতে, ভবিষ্যৎ মুদ্রা, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো-র মতো জোটে স্বাধীন স্কটল্যান্ডের ভূমিকা অনিশ্চিত৷ তাছাড়া স্বাধীন হলে স্কটল্যান্ডের মানুষকে এক ধাক্কায় অনেক বেশি কর দিতে হবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি৷

ব্রিটেনের তিন প্রধান জাতীয় রাজনৈতিক দল স্কটল্যান্ডের স্বাধীনতার বিরোধী৷ তাদের মতে, ৫০ লক্ষ মানুষেরও কম জনসংখ্যার একটি দেশের পক্ষে সমৃদ্ধি ও নিরাপত্তা বজায় রাখা সহজ হতে পারে না৷ লেবার পার্টির স্কটিশ নেতা আনাস সারওয়ার মনে করেন, স্বাধীনতার যে পরিকল্পনা করা হয়েছে, তা মিথ্যা প্রতিশ্রুতিতে ভরা৷

স্কটল্যান্ডের জাতীয় পার্টি এসএনপি-এই উদ্যোগের মূল কাণ্ডারি৷ দলের নেতা অ্যালেক্স স্যালমন্ড মনে করেন, এমন ঐতিহাসিক পদক্ষেপ নিলে স্কটল্যান্ডে সমৃদ্ধি অনেক বেড়ে যাবে৷ তিনি চান, স্কটল্যান্ড ইইউ ও ন্যাটো-র সদস্য হোক৷ এমনকি মুদ্রা হিসেবে পাউন্ড রেখে দেওয়ারও পক্ষে তিনি৷ তবে ব্রিটিশ সরকার মনে করে, এমনটা কার্যক্ষেত্রে সম্ভব হবে না৷ অর্থাৎ ব্রিটেন ও স্বাধীন স্কটল্যান্ডের মধ্যে ‘কারেন্সি ইউনিয়ন'-এর সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছে ক্যামেরন-এর প্রশাসন৷

এসবি/ডিজি (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ