1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্কটল্যান্ড থাকছে ব্রিটেনেই

১৯ সেপ্টেম্বর ২০১৪

সব জল্পনা-কল্পনার অবসানের পর অবশেষে জানা গেল, ব্রিটিশ যুক্তরাজ্য আপাতত ঐক্যবদ্ধ থাকছে৷ স্কটল্যান্ডের ভোটদাতাদের প্রায় ৫৫ শতাংশ স্বাধীনতার বিপক্ষে রায় দিয়েছে৷ এর ফলে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্বস্তি প্রকাশ করেছেন৷

Großbritannien Schottland Unabhängigkeitsreferendum Reaktionen No
ছবি: LEON NEAL/AFP/Getty Images

বৃহস্পতিবার রাত পর্যন্ত ভোটগ্রহণের পর শুক্রবার সকালে ফলাফল স্পষ্ট হয়ে গেল৷ ৫৫ শতাংশ ভোটার ব্রিটেনের সঙ্গেই থাকার পক্ষে রায় দিয়েছেন৷ ৪৫ শতাংশ রায় দিয়েছেন স্বাধীনতার পক্ষে৷ প্রায় ৮৬ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন৷ স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার ও স্বাধীনতার প্রবক্তাদের নেতা অ্যালেক্স স্যালমন্ড হার স্বীকার করে বলেন, স্কটিশ সরকারের পক্ষ থেকে তিনি এই ফলাফল মেনে নিচ্ছেন এবং লন্ডনে ব্রিটিশ সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার অঙ্গীকার করছেন৷

হার স্বীকার করলেন অ্যালেক্স স্যালমন্ডছবি: Reuters/Russell Cheyne

দেশের ঐক্য ও অখণ্ডতা অটুট থাকায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আনন্দ প্রকাশ করেছেন৷ তিনি বলেছেন, একটি গোটা প্রজন্মের জন্য স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নটির ফয়সালা হয়ে গেল৷ প্রতিশ্রুতি অনুযায়ী স্কটল্যান্ডকে আরও ক্ষমতা দিতে আগামী জানুয়ারির মধ্যে একটি আইনের খসড়া প্রস্তুত হয়ে যাবে৷ এবার ইংল্যান্ড সহ গোটা ব্রিটেনের ক্ষমতার ভারসাম্যের জন্যও সাংবিধানিক সংস্কার শুরু করতে হবে৷ ক্যামেরন আরও বলেন, কর, সরকারি ব্যয়, সামাজিক ভাতা ইত্যাদি প্রশ্নে স্কটল্যান্ড যেমন আলাদা করে ভোট দিতে পারবে, ঠিক সেই মডেলেই ইংল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডও এ সব ক্ষেত্রে নিজস্ব ক্ষমতা পাবে৷ অর্থাৎ এই সুযোগে ব্রিটেনে ফেডারেল কাঠামো আরও জোরদার করা হবে৷

যুক্তরাজ্যের অখণ্ডতা অটুট থাকায় আনন্দিত প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনছবি: Getty Images/Dan Kitwood

গণভোটের ফলাফলের খবর শুনে স্কটল্যান্ডে মিশ্র প্রতিক্রিয়া শোনা যাচ্ছে৷ বৃষ্টির মধ্যেও দুই শিবিরের সমর্থকরা এডিনবরায় স্কটিশ পার্লামেন্টের সামনে সমবেত হন৷ স্বাধীনতার সমর্থকরা এমন ফলাফল আশা করেননি৷ ফলে তাঁরা বিহ্বল হয়ে পড়েছেন৷ অন্যদিকে ব্রিটিশপন্থিরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন৷

এসবি/ডিজি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ