1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাদ্রিদের সামনে ডর্টমুন্ড

২ এপ্রিল ২০১৪

কমার মধ্যে থাকা শব্দ দুটোই উচ্চারণ করেছেন ডর্টমুন্ডের কোচ ইয়ুর্গেন ক্লোপ৷ বুধবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে রেয়াল মাদ্রিদের সঙ্গে ডর্টমুন্ডের ম্যাচ সম্পর্কে বলতে গিয়ে এই শব্দদ্বয় চয়ন করেন তিনি৷

Champions League Achtelfinale Borussia Dortmund Schachtar Donezk
ছবি: Reuters

গত মরসুমে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুটো দল৷ প্রথম লেগে ৪-১ গোলের বিশাল ব্যবধানে রেয়ালকে হারিয়েছিল ডর্টমুন্ড৷ তাই দ্বিতীয় লেগে ২-০ গোলে হেরেও ফাইনালে চলে গিয়েছিল জার্মান এই ক্লাবটি৷

তারপরও রেয়ালকে এবার ক্লোপের ‘স্কাই-হাই' ফেভারিট বলার কারণ, নিষেধাজ্ঞার কারণে বুধবার ডর্টমুন্ড দলে থাকতে পারছেন না লেভান্ডভস্কি৷ অথচ গতবার রেয়ালের বিপক্ষে ৪-১ গোলের জয়ের চারটি গোলই করেছিলেন পোল্যান্ডের এই ফুটবলার৷ এছাড়া চলতি মরসুমের প্রায় পুরোটা সময় ডর্টমুন্ডের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ইনজুরিতে কাটাতে হচ্ছে৷ বুধবারও তাঁদের কয়েকজনকে ছাড়াই মাঠে নামতে হবে ডর্টমুন্ডকে৷

জার্মান ক্লাবটির যখন এই হযবরল অবস্থা তখন স্পেনের রেয়াল মাদ্রিদ রয়েছে দারুণ ফর্মে৷ যদিও শেষ তিন ম্যাচের দুটোতে হেরেছে ক্লাবটি তারপরও রোনাল্ডো, গ্যারেথ বেল আর করিম বেনজেমার দলটির সামর্থ্য নিয়ে কারও মনে কোনো সন্দেহ নেই৷ ডর্টমুন্ডের কোচ ক্লোপের মন্তব্যের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে সে কথাটাই৷

বাংলাদেশ সময় বুধবার দিন গড়িয়ে রাত পৌনে একটায় মাদ্রিদে খেলাটি হবে৷

চেলসি বনাম পিএসজি

বুধবার স্পেনের রাজধানীতে যখন রেয়াল আর ডর্টমুন্ড লড়বে তখন ফ্রান্সের রাজধানী প্যারিসে মুখোমুখি হবে পিএসজি ও চেলসি৷ এই ম্যাচ জিতে ইউরোপীয় ফুটবলে নিজেদের উপস্থিতি জানান দিতে চায় পিএসজি৷ ২০১১ সালে কাতার ইনভেস্টমেন্ট কোম্পানি পিএসজির বেশিরভাগ শেয়ার কিনে নেয়ার পর দলটির চেহারা পাল্টাতে শুরু করে৷ প্রচুর অর্থ খরচ করার কারণে ইব্রাহিমোভিচের মতো খেলোয়াড়রা পিএসজিতে নাম লেখান৷ এর ফল হিসেবে গত বছর দলটি ফ্রান্সের লিগ চ্যাম্পিয়ন হয়৷ এবারও এখন পর্যন্ত দ্বিতীয় দলের চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে রয়েছে৷ তবে শুধু স্থানীয় লিগ নয় ইউরোপের সেরা হতে চায় তারা৷ সেজন্য চেলসির বিরুদ্ধে ম্যাচটি জিততে চায় পিএসজি৷

অন্যদিকে, ইংলিশ প্রিমিয়ারের শিরোপা জয়ের আশা ক্ষীণ হয়ে আসায় চেলসির লক্ষ্য এখন চ্যাম্পিয়নস লিগ৷ তাই জোসে মুরিনিয়োর দলটিও যে পিএসজিকে সহজে ছাড় দেবেনা তা তো বোঝাই যায়৷

এতে অবশ্য লাভ বিশ্বজুড়ে থাকা ফুটবল ভক্তদেরই৷ কারণ তাঁরা এক জমজমাট ম্যাচ দেখতে পাবেন৷

জেডএইচ/ডিজি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ