1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দায়ী ‘সোলারিয়াম’

নুরুননাহার সাত্তার১৭ জুলাই ২০১৩

জার্মানিতে ত্বকের ক্যানসার একটা বড় সমস্যা৷ জার্মান ক্যানসার সাহায্য সংস্থা এর প্রধান কারণ হিসেবে সোলারিয়ামে যাওয়াকেই দায়ী করছে৷ আর অল্প বয়সি মেয়েদের মধ্যেই এই ত্বকের ক্যানসারের টিউমার হওয়ার ঘটনা সবচেয়ে বেশি৷

ARCHIV - Silvia liegt in Berlin auf einer Sonnenbank (Archivfoto vom 12.01.2005). Wegen der heißen Temperaturen sind die Umsätze in den Sonnenstudios bundesweit teilweise dramatisch zurückgegangen, äußerte der Vorsitzende des Bundesfachverbandes Solarien und Besonnung am Donnerstag (20.07.2006) in einem dpa-Gespräch. Schon 2003 mussten nach der Hitzewelle etwa 1000 Studios bundesweit schließen. Foto: Bernd Settnik dpa/lbn (zu lbn 4164 vom 20.07.2006) +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

জার্মানিতে ‘স্কিন ক্যানসার' বা ত্বকের ক্যানসারের টিউমারে আক্রান্ত হয় সবচেয়ে বেশি তরুণীরা৷ জার্মানির ক্যানসার সাহায্য সংস্থার প্রধান কর্মকর্তা গ্যার্ড নেটেকোভেন সম্প্রতি ‘নয়েন ওসনাব্রুকার সাইটুং'-কে বলেন, ত্বকের ক্যানসারের টিউমারের জন্য ব্যাপকভাবে দায়ী – অল্প বয়সি মেয়েদের ঘনঘন সোলারিয়াম, অর্থাৎ যেখানে ইলেকট্রিক রৌদ্রস্নানের ব্যবস্থা রয়েছে, সেখানে যাওয়া৷

ক্যানসারের ঝুঁকি, এই যেমন সূর্যের অতি বেগুনি রশ্মির বিকিরণ অতিরিক্ত মাত্রায় শরীরের জন্য ক্ষতিকর, এ সম্পর্কে জনগণের কাছ থেকে আরো বেশি সচেতনতা প্রত্যাশা করেন গ্যার্ড নেটেকোভেন৷ কারণ গত কয়েক দশকে ত্বকের ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় চারগুণ বেড়ে গেছে, যা নিঃসন্দেহে আতঙ্কের ব্যাপার!

জার্মানির ক্যানসার সাহায্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছর ২৩৪,০০০ জন মানুষ ত্বকের ক্যানসারে আক্রান্ত হয় (ফাইল ফটো)ছবি: picture-alliance/dpa

এ জন্য সোলারিয়াম পুরোপুরি ব্যবহার না করার পরামর্শ দিয়েছে জার্মানির ক্যানসার সাহায্য সংস্থা৷ কারণ, সোলারিয়ামে কৃত্রিমভাবে অতি বেগুনি রশ্মি তৈরি করা হয়, যা ত্বককে বাদামি করতে সাহায্য করে৷ সংস্থার প্রধান কর্মকর্তা গ্যার্ড নেটেকোভেন তাই এই অতি বেগুনি রশ্মির আইনগত নিয়মকানুনের সমালোচনা করেন৷ তিনি বলেন, সবচেয়ে বড় আতঙ্কের ব্যাপার হলো যে, সূর্যের অতি বেগুনি রশ্মির বিকিরণের ভয়াবহতাকে মানুষ মোটেই গুরুত্ব দেয় না৷

তিনি আরো বলেন, দূর্ভাগ্যজনক হলেও সত্য যে, গরমকালে সমুদ্র সৈকত, সুইমিং পুল বা ফুটবল মাঠে ছোট-বড় সবাইকেই আগের মতো সূর্যস্নান করতে দেখা যায়৷ শিশু বা তরুণ-তরুণীদের জন্য এই সূর্যস্নান কতটা মারাত্বক – তা অনেকেই জানেন না৷ রোদে পুড়ে যাওয়া কালো দাগ পরবর্তীতে দুই, তিনগুণ বেড়ে মারাত্বক আকার ধারণ করতে পারে৷ যার ফলে তথাকথিত ‘ম্যালিগনেন মেলানোম' ক্যানসার হতে পারে৷ এমনকি, সূর্যস্নান করার জন্য সারা বছর ধরে ছুটিতে যাওয়ার যে প্রস্তুতি বা উত্তেজনা, সেই ভাবনাটাও অনেক সময় ত্বকের ক্যানসারে আক্রান্ত হওয়ার জন্য দায়ী হতে পারে৷

জার্মানির ক্যানসার সাহায্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছর ২৩৪,০০০ জন মানুষ ত্বকের ক্যানসারে আক্রান্ত হয়৷ এবং এদের মধ্য  মারা যায় অন্তত তিন হাজার মানুষ৷

২০১২ সাল থেকে জার্মানিতে সোলারিয়াম ব্যবহার করার জন্য বেশ কিছু নতুন নিয়ম করা হয়েছে৷ তবে যেগুলোর দিকে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে তা হচ্ছে, ইলেক্টিক যে যন্ত্রটি থেকে এভাবে কৃত্রিম উপায়ে রৌদ্রস্নান করা হয়, সেটা থেকে নির্ধারিত দূরত্ব বজায় রাখতে হবে৷ এছাড়া, এ সময় যন্ত্রটি আলোর নির্ধারিত মাত্রা যেন কখনই অতিক্রম না করে, সেদিকে নজর রাখতে হবে৷ আরো একটি নিয়ম হচ্ছে, সোলারিয়ামে এ বিষয়ে অভিজ্ঞ কর্মী থাকতে হবে, যিনি প্রয়োজনে এর সঠিক ব্যবহার সম্পর্কে তথ্য দিতে পারবেন৷

প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে অপ্রাপ্তবয়স্ক, অর্থাৎ ১৮ বছর বয়সের নীচে ছেলে-মেয়েদের সোলারিয়াম ব্যবহার করা নিষিদ্ধ করা হয় জার্মানিতে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ