1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্কি-পর্যটন বন্ধ নিয়ে দ্বন্দ্বে ইউরোপ

২৯ নভেম্বর ২০২০

সামনের ছুটিতে স্কি-পর্যটন বন্ধ রাখতে চায় জার্মানি ও ইটালি৷ কিন্তু তাতে নারাজ অস্ট্রিয়া৷

Österreich Ischgl | Wintersportzentrum | Silvretta Arena
ছবি: imageBROKER/picture alliance

বৃহস্পতিবার জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল জানিয়েছেন যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে ইউরোপজুড়ে স্কি-পর্যটন বন্ধ রাখতে চায় জার্মানি৷ জার্মান সংসদ বুন্ডেসটাগে তিনি বলেন, ‘‘স্কি করার সময় প্রায় এসে গেছে৷ আমরা চেষ্টা করছি ইউরোপে সবার সাথে ঐক্যমতে পৌঁছতে যাতে করে সব স্কি-রিসর্ট বন্ধ রাখা যায়৷''

প্রতি বছরই জার্মান ও ইউরোপের অন্যন্য প্রান্ত থেকে আসা পর্যটকেরা ইউরোপের বিভিন্ন স্কি-রিসর্টে ভিড় জমান৷ বিশেষ করে বাভারিয়া আল্পসের অংশে এই ভিড় জমে স্থানীয় তুষারজমা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে৷

কিন্তু ম্যার্কেলের সাথে একমত হয়ে বাভারিয়ার রাজ্যপ্রধান মার্কুস জ্যোডারও বলেন যে বর্তমান সংক্রমণ হারের পরিস্থিতি মাথায় রেখে ‘‘স্কি-রিসর্টে পর্যটন অসম্ভব৷’’

তিনি চান ১০ জানুয়ারি পর্যন্ত সবরকমের স্কি-পর্যটন বন্ধ রাখা হোক৷ প্রসঙ্গত, ইউরোপের একাধিক স্কি-রিসর্ট থেকেই গত বছর গোটা মহাদেশে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস৷

পক্ষে-বিপক্ষে যারা

জার্মানির সাথে স্কি-পর্যটনে নিষেধাজ্ঞার পক্ষে দাঁড়িয়েছে ইটালি ও ফ্রান্স৷ ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ ঘোষণা দিয়েছেন যে আগামী বছরের প্রথমার্ধ্ব পর্যন্ত বন্ধ রাখা হবে সেদেশের সবক'টি স্কি-রিসর্ট৷

কিন্তু ইইউব্যাপী এই দাবির বিপক্ষে অবস্থান স্পষ্ট করেছে অস্ট্রিয়া৷ অর্থমন্ত্রী গেরনট ব্ল্যুমেল বলেন, ‘‘যদি এই সিদ্ধান্তে ইইউ পৌঁছায়, তাহলে এর অর্থভারও তাদেরকেই বইতে হবে৷'' এমননিষেধাজ্ঞা জারি হলে অস্ট্রিয়ান রিসর্টগুলির প্রায় দুই বিলিয়ন ইউরোর ক্ষতি হবে বলে জানান তিনি৷

সুইজারল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য না হলেও ইউরোপের বাসিন্দাদের জন্য একটি জনপ্রিয় স্কি-গন্তব্য৷ সেখানে সবক'টি স্কি-রিসর্ট শারীরিক দূরত্ববিধি মেনেই খোলা থাকবে বলে জানিয়েছে সুইস কর্তৃপক্ষ৷

এসএস/কেএম (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ