1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্কুটারে চেপে রোম ভ্রমণ

ইয়ানা ওরটেল/এসবি২৪ আগস্ট ২০১৬

ইটালির রাজধানী রোম পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়৷ কিন্তু গাড়িঘোড়ার ভিড় এড়িয়ে দর্শনীয় স্থানগুলি দেখা মোটেই সহজ নয়৷ মুশকিল আসান হয়ে উঠতে পারে স্কুটার৷ একটি সংস্থা পর্যটকদের জন্য সেই ব্যবস্থাই করেছে৷

সেন্ট পিটার্স থেকে রোমের দৃশ্য
ছবি: picture-alliance/D. Kalker

রোমে দেখার জায়গা কি কম আছে? প্রায় ২,৭০০ বছরের ইতিহাসের চিহ্ন সারা শহরে ছড়িয়ে রয়েছে৷ ভালেরিও ভ্যার্নেসি একই সঙ্গে শিল্পকলার ইতিহাসবিদ এবং গাইড৷ তাঁর ‘রোমামিরাবিলিয়া' কোম্পানি ভেসপা স্কুটারে শহরের গাইডেড ট্যুর-এর ব্যবস্থা করে৷ রোমের গাড়িঘোড়ার ভিড়ের মধ্য দিয়ে স্কুটার দিব্যি এগিয়ে যায়৷ দর্শনীয় স্থানগুলি হাতের নাগালে চলে আসে৷ যেমন খ্রীষ্টপূর্ব ৮০ সালে তৈরি কলোসিয়াম৷

‘রোমামিরাবিলিয়া' কোম্পানির ভালেরিও ভ্যার্নেসি বলেন, ‘‘স্কুটারে চেপে রোম শহরে যেতে যেতে সব সময়ে দু'টি কথা ভাবি৷ প্রথমত ভেসপার ইঞ্জিনের শব্দ বড়ই মধুর৷ দ্বিতীয়ত, এই শহরে কতই না সুন্দর জায়গা রয়েছে! কাসেল অফ দ্য হোলি এঞ্জেল, সেন্ট পিটার্স ক্যাথিড্রাল, ছোট ছোট রাস্তা আর ফোয়ারার পাশ দিয়ে যেতে যেতে ভাবি, রোম সত্যি সুন্দর শহর৷''

স্কুটারে চড়ে ঘুরে আসুন রোম

04:36

This browser does not support the video element.

ভ্রমণের সময় ভালেরিও একটি জায়গায় অবশ্যই থামেন৷ ক্যাপিটোলাইন হিল-এর কাছে বেশ কয়েকটি মিউজিয়ামও রয়েছে৷ তিনি বলেন, ‘‘আমরা এখন ক্যাপিটোলাইন হিল-এ এসেছি৷ এখানে একাধিক যুগের ছাপ চোখে পড়ে৷ মিকেলেঞ্জেলো ও ক্ল্যাসিক রোমান যুগের নিদর্শন হিসেবে মার্কাস অরেলিয়াস-এর মূর্তি৷ এই দুই বিশাল ভাস্কর্য আসলে প্রাচীন গ্রিক যুগের নকল৷ তারপর রয়েছে মধ্যযুগের বাসিলিকা সান্টা মারিয়া৷ বিভিন্ন যুগের এই সব নিদর্শন পরস্পরের সঙ্গে সংলাপ চালিয়ে যায়৷ এটাই এই শহরের বৈশিষ্ট্য৷''

কয়েক পা এগোলেই ফোরাম রোমানাম৷ ক্ল্যাসিক রোমান যুগের অন্যতম গুরুত্বপূর্ণ খননের কাজ এখানেই হয়েছে৷ জুলিয়াস সিজার ও সম্রাট অগাস্টাস-এর আমলে মানুষ রোমে কীভাবে বসবাস করতো, এখানে তার একটা ধারণা পাওয়া যায়৷

ভালেরিও ভ্যার্নেসি বলেন, ‘‘রোম আসলে একইসঙ্গে প্রাচীন ও আধুনিক শহর৷ খোঁড়াখুঁড়ি করলেই রোমান আমলের ভিলা অথবা থামের উপরের অংশ বেরিয়ে পড়ে৷ এটা আমাদের মেনে নিতে হবে৷ মানতে হবে, যে রোম আসলে এমন একটা মিউজিয়াম, যা শুধু আংশিকভাবে আধুনিক যুগের সামনে উন্মোচিত হতে পারে৷''

ফোরাম রোমানামছবি: picture-alliance/Pacific Press Agency/P. Cortellessa

স্কুটারে চেপে রোম ভ্রমণের সুবিধা হলো, শহরের কেন্দ্রস্থলে যানবাহনের ভিড় দ্রুত এড়িয়ে চলা যায়৷ জানিকোলো পাহাড় থেকে শহরের দৃশ্য উপভোগ করা যায়৷ ভ্যার্নেসি বলেন, ‘‘সারাদিন খাটাখাটনির পর রোমের মানুষ এখানে এসে একটু জিরিয়ে নেন৷ বিশেষ করে রবিবার আমরা বিভিন্ন পার্কে যাই, যেগুলি এখান থেকে দেখা যায়৷ দূরে কিছুটা সমতল গম্বুজ দেখা যাচ্ছে৷ সেটা প্যান্থিয়ন-এর৷ ২,০০০ বছরের ইতিহাস৷ তার পেছনে বামে দুটি টাওয়ার বিশিষ্ট গির্জা রয়েছে স্প্যানিশ স্টেপস-এর সামনে৷ তার নাম ট্রিনিটা ডেই মন্টি৷ আরেকটু দূরে ভিলা মেদিচি৷''

রোম শহরের কেন্দ্রস্থলে সাধারণ গাড়িঘোড়ার প্রবেশ নিষেধ৷ ভেসপা স্কুটার অবশ্য প্রবেশ করতে পারে৷ কিন্তু পথিকদের জন্য নির্দিষ্ট জায়গায় সেই অনুমতি নেই৷ পর্যটকদের কাছে জনপ্রিয় ট্রেভি ফোয়ারা পৌঁছাতে হেঁটে যাওয়াই ভালো৷ ‘রোমামিরাবিলিয়া' কোম্পানির ভালেরিও ভ্যার্নেসি বলেন,‘‘এই ফোয়ারায় ১৯৬০-এর দশকের সবচেয়ে সুন্দরী নারী স্নান করেছিলেন৷ ফেডেরিকো ফেলিনি পরিচালিত ‘লা দলচে ভিতা' ছবিতে আনিটা একবার্গ-এর পাশে ছিলেন মার্চেলো মাস্ত্রোইয়ানি৷ এই ফোয়ারায় ছবির শুটিং হয়েছিল৷ তাই রোম বেড়াতে এলে মানুষ সেই ছবির স্মৃতি রোমন্থন করতে আসেন৷''

যে এক দিন ভেসপা স্কুটারে চেপে রোম ঘুরেছে, সে জানে যে শহরটি ভালোভাবে চিনতে বেশ কয়েক দিন সময় লাগবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ