1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যৌন শিক্ষার প্রয়োজনীয়তা

জাহিদুল হক১২ নভেম্বর ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ‘যৌন শিক্ষা’-র প্রয়োজন আছে, তবে শব্দ ব্যবহার সহ আরও কিছু বিষয়ে সতর্ক থাকা দরকার৷

Proteste gegen Gebühren in Schulen in Bangladesh
ছবি: DW

ডয়চে ভেলের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘কোন শ্রেণিতে, কোন মাত্রায় এবং কীরকম শব্দ ব্যবহার করে এই শিক্ষা দেয়া হবে সেই বিষয়গুলোতে একটু যত্নশীল হওয়ার প্রয়োজন আছে৷ যেমন ষষ্ঠ শ্রেণির একজন শিক্ষার্থীকে আমি কতটুকু জানাবো এবং কীভাবে জানাবো সেটা জানতে হবে৷'' তিনি বলেন, ‘‘যৌন শিক্ষা শব্দটি সরাসরি ব্যবহারে কেমন যেন লাগে? তাই মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের এ সংক্রান্ত তথ্যাদি জানানোর প্রয়োজন আছে এটা যেমন ঠিক, তেমনি পড়ানোর সময় শব্দ ব্যবহারে যত্নশীল হতে হবে৷''

নবম-দশম শ্রেণির ‘ইসলাম ও নৈতিক শিক্ষা' বইয়ের সম্পাদক অধ্যাপক আখতারুজ্জামান জানান, স্কুলের পাঠ্যপুস্তকে যৌন শিক্ষা অন্তর্ভুক্ত হওয়ায় অনেকে বলেন, ছেলে-মেয়েদের সামনে বিষয়গুলো খোলামেলাভাবে পড়াতে শিক্ষকরা বিব্রতবোধ করেন৷ ‘‘তবে অনেক শিক্ষার্থী এও জানিয়েছে যে এই বিষয়গুলো পড়ার কারণে তাদের মধ্যে শারীরিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ছে'', বলেন তিনি৷

[No title]

This browser does not support the audio element.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাসের এই শিক্ষক বলেন, স্কুলে যাঁরা এই বিষয়গুলো পড়াবেন তাঁদের একটা বড় দায়িত্ব আছে৷ ‘‘তিনি (শিক্ষক) যেন শিক্ষার্থীদের সামনে বিষয়গুলো এমনভাবে উপস্থাপন না করেন যাতে তাদের মধ্যে বিকৃত মানসিকতার উদ্রেক হয়৷ শিক্ষার্থীদের সামনে বিষয়গুলো রুচিশীল উপায়ে তুলে ধরতে হবে'', বলেন তিনি৷

শিক্ষকদের এই বিষয়ে প্রশিক্ষণ দেয়া গেলে ভালো হবে মন্তব্য করে ভবিষ্যতে সেটা শুরু হবে বলে আশা প্রকাশ করেন অধ্যাপক আখতারুজ্জামান৷

উল্লেখ্য, বাংলাদেশে ২০১০ সালের শিক্ষানীতি অনুযায়ী, ৬ষ্ঠ শ্রেণি থেকে পাঠ্যপুস্তকে স্বাস্থ্য শিক্ষা অন্তর্ভুক্ত করা হয়েছে৷ শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য নামের বইয়ে একটি অধ্যায় বরাদ্দও করা হয়েছে৷

সপ্তম শ্রেণির বইয়ে বিষয়গুলো এভাবে রাখা হয়েছে – আমাদের জীবনে বয়ঃসন্ধিকাল, শারীরিক ও মানসিক পরিবর্তন, ভ্রান্ত ভাবনা, নিরাপদ থাকার উপায়, ঝুঁকি ও নিরাপত্তা প্রভৃতি৷ এছাড়া এইডস ও এইচআইভি নিয়েও আলাদা অধ্যায় আছে৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বক্তব্যের সঙ্গে কি আপনি একমত? জানান নীচে মন্তব্যের ঘরে...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ