জার্মানিতে বসবাসরত অধিকাংশ প্রাপ্তবয়স্ক ও তরুণ-তরুণী মনে করেন, স্কুলে যৌন নির্যাতন ও বৈষম্যের বিষয়াদি নিয়ে আলোচনার দরকার আছে৷ এতে এসব সমস্যার সমাধান সহজ হবে৷ কর্মক্ষেত্রে বৈষম্য এখনো এক বড় সমস্যা বলেও মনে করেন তাঁরা৷
বিজ্ঞাপন
বৃহস্পতিবার প্রকাশিত নতুন এক গবেষণায় দেখা যাচ্ছে, সম্প্রতি গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী যৌন নিপীড়নের বিষয়ে মুখ খোলার লক্ষ্যে পরিচালিত ‘মি টু’ হ্যাশট্যাগ ক্যাম্পেইনের মতো বিষয়াদি স্কুলের পাঠ্যভুক্ত করার পক্ষে রয়েছেন জার্মানিতে বসবাসরত অধিকাংশ মানুষ৷
মিউনিখের ‘আইএফও ইন্সটিটিউট’ পরিচালিত শিক্ষা জরিপ ২০১৮ অনুযায়ী, জার্মানিতে বসবাসরত অধিকাংশ প্রাপ্তবয়স্ক এবং তরুণ-তরুণী মনে করেন, লিঙ্গবৈষম্য এবং যৌন নির্যাতনের মতো বিষয় স্কুলের পাঠ্যভুক্ত করা উচিত৷ ‘‘৮২ শতাংশ তরুণ-তরুণী এবং ৮৬ শতাংশ প্রাপ্তবয়স্ক স্কুলে নারী এবং পুরুষের সমানাধিকার বিষয়ে পাঠ্যদানের পক্ষে মতামত দিয়েছেন,’’ বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে৷ এতে আরো উল্লেখ করা হয়েছে, ‘‘একইভাবে ৮১ শতাংশ তরুণ-তরুণী এবং ৭৮ শতাংশ প্রাপ্তবয়স্কও মনে করেন যে, যৌন নিগ্রহের বিষয়েও স্কুল শিক্ষার্থীদের পাঠ্যদানের বিষয়ে সচেতন করা উচিত৷’’
জার্মানিতে নারী-পুরুষের বেতনে ব্যাপক ফারাক
জার্মানিতে একই পেশায় মহিলারা পুরুষদের চেয়ে গড়ে ২১ শতাংশ কম বেতন বা পারিশ্রমিক পেয়ে থাকেন৷ সত্তরটির বেশি পেশার মধ্যে মাত্র চারটিতে মহিলারা পুরুষদের চেয়ে বেশি বেতন পেয়ে থাকেন৷ কোন কোন পেশায়, তার হদিশ রয়েছে এই ছবিঘরে৷
ছবি: picture-alliance/dpa/W. Kumm
পূর্তশিল্প
হ্যাঁ, মূলত পুরুষদেরই কাজ বলে পরিচিত হলেও এই শিল্পে কিন্তু মহিলারা পুরুষদের চেয়ে বেশি রোজগার করে থাকেন৷ জার্মানিতে পূর্তশিল্পে মহিলাদের গড় মাসিক বেতন ৩,৭৩০ ইউরো, পুরুষদের ৩,৭২৮ ইউরো৷
ছবি: Reuters/E. De Castro
শিক্ষাক্ষেত্রে
শিক্ষকতায় পুরুষরা গড়ে মহিলাদের চেয়ে ১৩ শতাংশ বেশি বেতন পেয়ে থাকেন৷ জার্মানিতে শিক্ষাক্ষেত্রে পুরুষদের গড় আয় মাসে ৪,৬৬৯ ইউরো, মহিলাদের ৪,১৩১ ইউরো৷
ছবি: picture-alliance/dpa
পরিবহণ ও পরিসংখ্যান
‘সড়ক পরিবহণ ও পাইপলাইনের মাধ্যমে পরিবহণ’ বিভাগে মহিলারা পুরুষদের চেয়ে পাঁচ শতাংশ বেশি রোজগার করে থাকেন৷ জার্মানিতে গৃহনির্মাণ শিল্পেও মহিলারা পুরুষদের চেয়ে দুই শতাংশ বেশি বেতন পান৷ এমনকি ‘ডাক, কুরিয়ার ও এক্সপ্রেস সেবা’ বিভাগেও মহিলারা সামান্য হলেও এগিয়ে৷
ছবি: picture-alliance/Ulrich Baumgarten
আইন নিয়ে যাদের কারবার
আইনজীবী, ট্যাক্স কনসাল্টেন্ট বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট – জার্মানিতে এসব পেশায় পুরুষরা মহিলাদের চেয়ে প্রায় দ্বিগুণ রোজগার করে থাকেন! এসব পেশায় পুরুষরা মাসে গড়ে ৬,৪৩৪ ইউরো আয় করে থাকেন, মহিলারা ৩,৪৭৮ ইউরো৷
ছবি: Gina Sanders/Fotolia.com
খেলাধুলা, মনোরঞ্জন, অবসর বিনোদন
এই বিভাগে বেতন বা পারিশ্রমিকের ক্ষেত্রে জার্মানিতে নারী-পুরুষের ব্যবধান সর্বোচ্চ৷ পুরুষরা যেখানে মাসে গড়ে ৫,৭০১ ইউরো রোজগার করে থাকেন, মহিলারা পান গড়ে ২,৭৭২ ইউরো৷ অন্যভাবে বলতে গেলে, এই সব ক্ষেত্রে পুরুষরা মহিলাদের চেয়ে মোট ১০৬ শতাংশ বেশি বেতন পেয়ে থাকেন৷
ছবি: Jimena Rojas
রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট
গবেষণা ও বিকাশের ক্ষেত্রে জার্মানিতে পুরুষদের গড় মাসিক আয় ৫,৫৭৭ ইউরো, মহিলাদের ৪,৩৩৪৷ অর্থাৎ পুরুষরা মহিলাদের চেয়ে ২৯ শতাংশ বেশি বেতন পেয়ে থাকেন৷
ছবি: picture-alliance/PhotoAlto/F. Cirou
বৈমানিক
বিমান পরিবহণের ক্ষেত্রে পুরুষরা যেখানে মাসে গড়ে ৭,৬৯৪ ইউরো রোজগার করে থাকেন, মহিলাদের মাসিক গড় আয় সেখানে ৩,৮৮৩ ইউরো৷ অর্থাৎ ‘মেঘের ওপারে’ মহিলারা পুরুষদের তুলনায় ৯৮ শতাংশ কম রোজগার করে থাকেন৷
ছবি: picture-alliance/G.Hochmut
হোটেল-রেস্টুরেন্ট
অতিথিদের ক্ষেত্রে নারী-পুরুষের মধ্যে বৈষম্য না করা হলেও, গোটা হোটেল শিল্পে কিন্তু মহিলারা মাসে গড়ে ২,১৫৫ ইউরো রোজগার করে থাকেন, যেখানে তাদের পুরুষ সহকর্মীরা পান মাসে গড়ে ২,৪৫৬ ইউরো৷
ছবি: picture-alliance/dpa/J. Büttner
8 ছবি1 | 8
গবেষণায় অংশগ্রহণকারীরা মনে করেন, স্কুল এবং বিশ্ববিদ্যালয়ে লিঙ্গ বৈষম্যের ব্যাপারটি তেমন একটা না থাকলেও কর্মক্ষেত্রে সেটি আজও রয়ে গেছে৷
আইএফও'র জরিপে অংশ নেয়াদের একটি সংখ্যাগরিষ্ঠ অংশ ‘মি টু’ অনুপ্রাণিত যৌন নিপীড়ন বিষয়ক সচেতনতামূলক আলোচনা স্কুলেও আয়োজনের পক্ষে৷ এই বিষয়ে সামগ্রিকভাবে নারী এবং পুরুষের অবস্থানে তেমন কোনো পার্থক্য না থাকলেও বিষয়টির গভীরতায় পার্থক্য রয়েছে৷ দেশটির ৪৫ শতাংশ নারী মনে করেন, যৌন নিপীড়ন জার্মানির একটি গুরুতর সমস্যা, তবে পুরুষদের মাত্র ৩০ শতাংশ তেমনটা মনে করেন৷
গতবছর লিঙ্গ সমতা বিষয়ক ইউরোপীয় ইন্সটিটিউটের প্রকাশ করা ব়্যাংকিংয়ে ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানির অবস্থান ছিল ১২তম৷ জার্মানিতে পুরুষ এবং নারীর বেতনের মধ্যে এখনো পার্থক্য রয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ স্থানেও নারীর সংখ্যা আনুপাতিকহারে কম৷
উল্লেখ্য, শিক্ষা সমীক্ষায় মোট অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৪,০০০৷ সমাজের বিভিন্ন স্তর থেকে তাঁদের বাছাই করা হয়েছে এবং তাঁদের মতামতের ভিত্তিতে সামগ্রিক একটি চিত্র দাঁড় করানো হয়েছে৷