1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্কুলে সন্ত্রাসের ষড়যন্ত্র, পাঁচ বছরের সাজা জার্মান কিশোরীর

২৫ নভেম্বর ২০০৯

ইস্কুলে সন্ত্রাস সৃষ্টি এবং সহপাঠীদের ওপর শারীরিক নির্যাতনের ব্যর্থ ষড়যন্ত্রের নায়িকার পাঁচ বছরের কারাবাসের সাজা হল জার্মানিতে৷ বন শহরেই এক কিশোরী এই কাণ্ড ঘটাতে গিয়েছিল৷

সহিংসতার দিকে বেশি মাত্রায় আকৃষ্ট হচ্ছে অল্পবয়সীরাছবি: AP

পাঁচ বছরের জন্য অপ্রাপ্তবয়স্কদের কারাগার বা সংশোধনাগারে থাকতে হবে ১৬ বছরের জার্মান কিশোরীটিকে৷ ওই কিশোরী যেহেতু অপ্রাপ্তবয়স্ক অতএব তার নাম প্রকাশ করা হয়নি৷ তার বিচার অনুষ্ঠিত হয়েছে বন্ধ দরজার ওপারে৷ সাজায় বলা হয়েছে, স্কুলের মধ্যে বিস্ফোরক তৈরি করার চেষ্টা, সহপাঠীদের আঘাত এবং হত্যা করার চেষ্টা ইত্যাদি মারাত্মক সব অপরাধ প্রমাণিত হয়েছে তার বিরুদ্ধে৷ তার সাজা আপাতত পাঁচ বছরের জন্য অপ্রাপ্তবয়স্কদের কারাগার বা সংশোধনাগারে বসবাস করার৷

এই মে মাসের এগারো তারিখের ঘটনা৷ বন শহর সংলগ্ন জাঙ্কট আগুস্তটিনের একটি সেকেন্ডারি স্কুলের বাথরুমের মধ্যে মলোটভ ককটেল বিস্ফোরক আর একটি ছোট তলোয়ার নিয়ে হাজির হয় ওই কিশোরী৷ বাথরুমের ভিতরে সে যখন বিস্ফোরণের ফাঁদ পাতছে তখন আর এক ছাত্রের সেসব নজরে আসে৷ ওই ছাত্রটি তাকে বাধা দিতে গেলে তাকে তলোয়ার দিয়ে আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় কিশোরী মেয়েটি৷ এরপর স্কুলের দখল নেয় স্পেশ্যাল কমান্ডোবাহিনী৷ ৮০০ ছাত্রছাত্রীর অবশ্যি কোনরকম বিপদ আপদ হয়নি৷ সেদিন সন্ধ্যাবেলাতেই ওই কিশোরী কোলন শহরের প্রধান স্টেশন বা হফটবানহফে পুলিশের কাছে নিজেই ধরা দেয়৷

ভিনেনডেনে নিহতদের স্মরণ অনুষ্ঠানছবি: AP

জার্মানির স্কুলে এ বছরের গোড়াতেই যথেষ্ট বিভীষিকা দেখেছে বিশ্ব৷ ১৭ বছরের এক তরুণ ভিনেনডেন-এর একটি স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে নয় ছাত্রী আর তিন শিক্ষককে হত্যা করেছিল সেদিন৷ কিছু পরে টিম কে নামের ওই তরুণ নিজেও আত্মহত্যা করে৷ তারপর থেকেই এই ধরণের পরিস্থিতি বেশ আতঙ্কের মধ্যে রাখছে মানুষকে৷ এ বছরের মার্চ মাসে ঘটেছিল ভিনেনডেনের সেই ভয়াবহ ঘটনা৷ ঘটনার বীভত্সতা গোটা বিশ্বকেই চমকে দিয়েছিল নিঃসন্দেহে৷

প্রতিবেদন-সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা- হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ