1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্কুল এবং ডে-কেয়ারে করোনায় আক্রান্তদের হিসেব দাবি

১৬ নভেম্বর ২০২০

করোনা পরিস্থিতি মোকাবেলায় জার্মান শিশু সহায়তা সংস্থা দেশের সকল স্কুল এবং ডে-কেয়ারের করোনার পরিস্থিতি নিয়ে দ্রুত একটি তালিকা তৈরির দাবি জানিয়েছে৷

ছবি: Annegret Hilse/REUTERS

স্কুল এবং ডে-কেয়ার সেন্টারগুলোতে শিক্ষার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য নির্ভরযোগ্য তথ্য পেতে নিয়মিত ডেটা আপডেট করা প্রয়োজন বলে মনে করে সংস্থাটি৷ স্কুলের কয়েজন শিক্ষার্থী বা ডে কেয়ারের কয়েকজন শিশু বা শিক্ষক অসুস্থ অথবা কেউ কেউ কোয়ারান্টিনে রয়েছে, এমন অসম্পূর্ণ পরিসংখ্যান বা তথ্য যথেষ্ট নয় বলে সংস্থার অভিযোগ৷

সরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারী স্কুল, কিন্ডারগার্টেনেরও তালিকা রেকর্ড করতে হবে৷ ‘‘সাধারণ জনগণের মধ্যে করোনা সংক্রমণের হার যেভাবে বাড়ছে সেখানে স্কুল এবং ডে-কেয়ারগুলোতে সংক্রমণের একটি নির্দিষ্ট হিসেব আমাদের অবশ্যই জানা প্রয়োজন,’’ মন্তব্য জার্মানির শিশু সহায়তা সংস্থার ব্যবস্থাপনা পরিচালক হলগার হফমানের৷

তাছাড়াও তিনি করোনা সঙ্কট মোকাবেলায় স্বাস্থ্য বিশেষজ্ঞ, শিক্ষা কত্তৃপক্ষ এবং ছাত্র ও অভিবাবকদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন৷ হফমানের মতে, সকলের যৌথ অভিজ্ঞতাই মহামারি সঙ্কট মোকাবেলা নিশ্চিত করতে ভূমিকা রাখতে পারে৷

এনএস/কেএম (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ