1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্ক্রিপাল কাণ্ড: দুই রুশ অভিযুক্ত

৫ সেপ্টেম্বর ২০১৮

সাবেক গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তাঁর মেয়ে ইউলিয়াকে বিষপ্রয়োগের ঘটনায় রাশিয়ার দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনেছেন ব্রিটেনের প্রসিকিউটররা৷ তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে৷

Symbolbild Russland UK | Diplomatisches Tauziehen
ছবি: picture-alliance/PA Wire/A. Matthews

ব্রিটিশ প্রসিকিউটররা বুধবার জানিয়েছেন, ওই দুই রুশের বিরুদ্ধে সাবেক এই গুপ্তচর ও তাঁর মেয়েকে হত্যাচেষ্টার তথ্য-প্রমাণ সংগ্রহ করেছেন তাঁরা৷

আলেকজান্ডার পেত্রোভ ও রুশলান বোশিরোভ নামের এই দুই ব্যক্তির বিরুদ্ধে ইউরোপিয়ান গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কর্তৃপক্ষ৷ ৪০ বছরের কাছাকাছি বয়সি ওই দুজনের ছবিও প্রকাশ করা হয়েছে৷

এদিকে রাশিয়ার সংবিধানে নিজেদের নাগরিককে অন্য দেশের কাছে হস্তান্তরের নিয়ম নেই৷ আর সে কারণেই প্রসিকিউটররা তাদের হস্তান্তর চেয়ে রাশিয়ার কাছে আবেদন করবেন না বলে জানিয়েছেন ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের লিগ্যাল সার্ভিস বিভাগের পরিচালক সু হেমিং৷

তবে ওই দুই ব্যক্তি ইউরোপের কোনো দেশে গেলে তাদের গ্রেপ্তার করা হতে পারে৷

সহকারী পুলিশ কমিশনার নিল বসু বলেছেন, উপকূলীয় শহর স্যালিসবারিতে স্ক্রিপাল ও তাঁর মেয়েকে বিষপ্রয়োগের দুই দিন আগে গত ২ মার্চ সন্দেহভাজন ওই দুই ব্যক্তি ছদ্মনাম নিয়ে মস্কো থেকে লন্ডন এসেছিলেন৷ বিষপ্রয়োগের কয়েক ঘণ্টা পরই তারা হিথ্রো বিমানবন্দর দিয়ে রাশিয়ায় ফিরে যান৷

ওই দুই ব্যক্তি লন্ডনের যে হোটেল ছিলেন, সেখানেও নভিচক গোত্রীয় রাসায়নিক পাওয়া গেছে বলে জানান তিনি৷

যুক্তরাজ্য সরকার এই ঘটনার জন্য রুশ সরকারকে দায়ী করলে সন্দহভাজনরা রাশিয়ার গোয়েন্দ সংস্থার লোক বলে পুলিশের ধারণা কিনা তা স্পষ্ট করেননি নিল বসু৷

‘‘এটা দেশের বাইরে গিয়ে অত্যাধুনিক হামলা,'' বলেন তিনি৷

স্ক্রিপাল হত্যাচেষ্টায় রাশিয়া জড়িত– যুক্তরাজ্যের এই অভিযোগ অস্বীকার করে আসছে ক্রেমলিন৷ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাভারোভা বলেছেন, ‘‘ওই ব্যক্তিদের নাম-ছবি প্রকাশ আমাদের কাছে কোনো গুরুত্ব বহন করে না৷''

এএইচ/এসিবি  (রয়টার্স/এপি/ডিপিএ/এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ