1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্ক্রিপাল কাণ্ড: দ্বিতীয় সন্দেহভাজন রুশ চিকিৎসক

৯ অক্টোবর ২০১৮

যুক্তরাজ্যে সাবেক গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তাঁর মেয়ে ইউলিয়াকে বিষপ্রয়োগের ঘটনায় সন্দেহভাজন দ্বিতীয় ব্যক্তি রাশিয়ার সেনাবাহিনীর একজন চিকিৎসক বলে শনাক্ত করেছে অনুসন্ধানী ওয়েবসাইট বেলিংকাট৷

Dr. Alexander Yevgenyevich Mishkin
ছবি: picture-alliance/AP Photo/Bellingcat

এ ঘটনায় প্রথম সন্দেহভাজনকে রুশ সেনাবাহিনীর একজন কর্নেল হিসেবে আগেই শনাক্ত করেছিল তারা৷ সাবেক গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তাঁর মেয়ে ইউলিয়াকে বিষপ্রয়োগের ঘটনায় সন্দেহভাজন দ্বিতীয় ব্যক্তি একজন চিকিৎসক এবং তিনি রাশিয়ার সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা জিআরইউয়ে কর্মরত বলে জানিয়েছে অনুসন্ধানী সাংবাদিকতার ওয়েবসাইট বেলিংকাট৷ 

সোমবার তারা বলেছে, ব্রিটিশ প্রসিকিউটররা আলেক্সান্ডার পেত্রোভ নামে যাকে শনাক্ত করেছিলেন, তিনি আসলে আলেক্সান্ডার ইয়েভগেনিভিচ মিশকিন৷

গত মার্চে উপকূলীয় শহর স্যালিসবারিতে স্ক্রিপাল ও তাঁর মেয়েকে বিষপ্রয়োগের ঘটনায়সন্দেহভাজন প্রথম ব্যক্তির আসল নাম আনাতোলি চেপিগা বলে গত মাসে জানিয়েছিল বেলিংকাট৷ তাদের ভাষ্যমতে, রুশলান বোশিরোভ নাম নিয়ে ব্রিটেনে আসা চেপিগাও গোয়েন্দা সংস্থা জিআরইউয়ে কর্মরত এবং তিনি রুশ সেনাবাহিনীর একজন কর্নেল৷

মিশকিনের আসল পাসপোর্টের অনুলিপি হাতে পাওয়ার পর পরিচিতজনদের স্বীকারোক্তির ভিত্তিতে তার পরিচয় নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে বেলিংকাট৷

দুই রুশ গোয়েন্দার আসল পরিচয় সম্পর্কে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ব্রিটিশ পুলিশ৷

‘‘তাদের পরিচয় সংক্রান্ত জল্পনা-কল্পনা নিয়ে আমরা কোনো মন্তব্য করছি না,'' এক প্রশ্নের জবাবে বলেছে লন্ডন পুলিশ৷ ব্রিটিশ প্রসিকিউটররা এই দুই রুশের বিরুদ্ধে স্ক্রিপাল ও তাঁর মেয়েকেহত্যাচেষ্টার অভিযোগ এনেছে৷ তবে অভিযোগ অস্বীকার করে তারা বলেছেন, পর্যটক হিসেবে ক্যাথেড্রাল দেখতে তারা স্যালিসবারি সফর করেছিলেন৷ গেল মাসে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটি চ্যানেলকে তারা বলেন, দুজনই পুষ্টি চাহিদা পূরণের সম্পূরক খাবারের ব্যবসা করেন৷

বেলিংকাট বলছে, মিশকিনের জন্ম ১৯৭৯ সালের জুলাইয়ে, রাশিয়ার উত্তরাঞ্চলের লোইগা নামের একটি গ্রামে৷ ২০১৪ সাল পর্যন্ত জিআরইউয়ের সদরদপ্তরকেই মস্কোয় তাঁর বাসার ঠিকানা হিসেবে ব্যবহার করতেন৷

২০১৩ সালে ক্রিমিয়ার দখল নিয়ে উত্তেজনার সময় তিনি কয়েক দফায় ইউক্রেন সফর করেছিলেন বলে জানিয়েছে অনুসন্ধানী সাংবাদিকদের এই ওয়েবসাইট৷

এএইচ/এসিবি (রয়টার্স/এপি/এএফপি)

কী ওয়ার্ডস- সের্গেই স্ক্রিপাল, রাশিয়া, গোয়েন্দা, বিষপ্রয়োগ, যুক্তরাজ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ