1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নোবেলের ইতিহাস

ক্রিস্টিয়ান উলিশ/এআই২১ সেপ্টেম্বর ২০১৩

স্টকহোম শহরের পুরানো অংশে অবস্থিত নোবেল মিউজিয়াম৷ আলফ্রেড নোবেলের প্রতিষ্ঠিত এই পুরস্কার বিজ্ঞানীদের কাছে অস্কারের সমতুল্য৷ মিউজিয়ামের কিউরেটর গুস্তাভ কেলস্ট্রান্ড বিষয়টি সবচেয়ে ভালো জানেন৷

11.07.2013 DW Projekt Zukunft Nobel Museum
ছবি: DW

‘‘আপনি সারা জীবন ধরে ল্যাবরেটরিতে কঠোর পরিশ্রম করেন৷ এরপর যদি সত্যিকার অর্থে ভাগ্যবান হন, তাহলে নোবেল পেতে পারেন,'' মনে করেন গুস্তাভ কেলস্ট্রান্ড৷ তিনি বলেন, ‘‘অনেক সময় অনেকে দু'বারও নোবেল জয় করেন৷ যেমন লাইনেস পোলিং৷''

আটশো'র বেশি নোবেলজয়ীর ঝুলন্ত ছবি নাগরদোলার মতো ঘুরে চলেছে স্টকহোমের মিউজিয়ামে৷ কিছু বিজয়ী আবার মিউজিয়াম ক্যাফের চেয়ারে স্বাক্ষরও করেছেন৷ বিজয়ী নির্ধারণের পর একটি বিশেষ কক্ষে তা ঘোষণা করা হয়৷ রসায়নে নোবেল বিজয়ী নির্ধারণের কমিটির প্রধান হচ্ছেন অধ্যাপক স্ভেন লিডিন৷ তিনি বলেন, ‘‘আমরা সবসময় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করি৷ আর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিতে গেলে উত্তপ্ত আলোচনা তো হবেই৷''

উল্লেখ্য, ডিসেম্বর মাসে সুইডেনের রাজধানীতে নোবেল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়৷ স্টকহোমের টাউন হলে এখন পর্যটকদের আনাগোনা থাকলেও তখন এখানে এক হাজারের বেশি অতিথির ভোজসভার আয়োজন করা হয়৷ ভোজসভায় সুইডেনের রাজপরিবারের সদস্যরাও উপস্থিত থাকেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ