1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুইডেনে ট্রাক ‘হামলা'

৭ এপ্রিল ২০১৭

সুইডেনের রাজধানী স্টকহোমের একটি ডিপার্টমেন্ট স্টোরে একটি ট্রাক অতর্কিতে ঢুকে পড়ায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে৷ সুইডেনের প্রধানমন্ত্রী বলেছেন, এটি সন্ত্রাসী হামলা হতে পারে৷

Schweden Stockholm LKW fährt in Menschenmenge
ছবি: Reuters/TT News Agency/A. Schyman

সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান ল্যভেন বলেন, ‘‘সব কিছু একটি সন্ত্রাসী আক্রমণের দিকে নির্দেশ করছে৷'' পুলিশ এ ঘটনায় একাধিক ব্যক্তির প্রাণ হারানোর কথা বললেও, এখনো বিস্তারিত জানায়নি৷

সংবাদ সংস্থা ডিপিএ ডিপার্টমেন্ট স্টোরে ধাক্কা মারার পর ট্রাকটিতে আগুন ধরে যাওয়ার খবর জানিয়েছে৷ জার্মান সংবাদ সংস্থা ডিপিএ-র খবর অনুযায়ী, পুলিশ এলাকাটি ঘিরে ফেলেছে৷ তাদের এ খবরের সূত্র সুইডিশ রেডিও৷

সংবাদ সংস্থা এপি ড্রটনিংগাটান স্ট্রিটের অভিজাত আহলেন্স ডিপার্টমেন্ট স্টোরে ট্রাকের ধাক্কা লাগার কথা বলেছে৷ বিপণীটি থেকে নাকি ধোঁয়া বেরচ্ছিল৷

এর আগে রয়টার্স অন্তত দু'জন নিহত হওয়ার খবর দেয়৷ ড্রটনিংগাটান স্ট্রিটে কাপড়ের ঢাকা একাধিক মানুষের শরীর পড়ে থাকতে দেখেছেন এক প্রত্যক্ষদর্শী৷ বার্তা সংস্থা রয়টার্সকে তিনি তা বলেছেন৷

বার্তা সংস্থা এএফপিও জানিয়েছে, ঘটনার পর অকুস্থল থেকে ধোঁয়া বেরোচ্ছিল এবং কিছুক্ষণ পরই আকাশে হেলিকপ্টার চক্কর দিতে শুরু করে৷

এসি/এসিবি (ডিপিএ, এপি, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ