1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্টান্ট পাইলটের কেরামতি

২ ডিসেম্বর ২০১৬

বিমান চালানো সহজ কাজ নয়৷ বিমান নিয়ে আকাশে কসরত দেখানো আরও কঠিন ও জটিল বিষয়৷ স্টান্ট পাইলটরা এমন অসাধ্যই সাধন করেন৷ তাঁদের মধ্যে সেরার তালিকায় রয়েছেন ফ্রান্সের এক পাইলট৷

প্রতীকী ছবি
ছবি: DW

ঘণ্টায় ৪২৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ফ্রান্সের নিকোলা ইভানফ আকাশ-বাতাস ভেদ করে উড়ে চলেন৷ নিজের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ‘‘সত্যি একেবারে আলাদা জগত৷ পাহাড়, হ্রদ, গাছের উপর উড়লে উপর থেকে সব দেখা যায়৷ সত্যি অসাধারণ৷''

নিকোলা ইভানফ বিশ্বের সেরা স্টান্ট পাইলটদের অন্যতম৷ রুশ বংশোদ্ভূত এই মানুষটি কর্সিকা দ্বীপে জন্মেছেন ও বড় হয়েছেন৷ তাই তাঁর ডাকনাম ‘দ্রুত কর্সিকান'৷ আকাশে ওড়ার আকর্ষণ তাঁর চিরকাল ছিল৷ তিনি বলেন, ‘‘ছাত্রজীবনে আমি যাত্রীবাহী বিমানের পাইলট হতে চেয়েছিলাম৷ তারপর প্রশিক্ষণের সময় এয়ারোব্যাটিক কায়দা শিখলাম৷ মজা নিতেই সেটা করতাম৷ তারপর এয়ারোব্যাটিক কনস্ট্রাকটর টিচার হিসেবে চাকরি পেলাম৷ তারপর এক প্রতিযোগিতায় অংশ নিলাম৷ অতএব, না চাইলেও  ধাপে ধাপে এদিকে এগিয়ে গেলাম৷''

২০০৩ সালে ‘এয়ার রেস' নামে বিশ্বের দ্রুততম স্টান্ট উড়াল প্রতিযোগিতার সূচনাপর্ব থেকেই নিকোলা অংশ নিয়ে আসছেন৷ বিশেষ এই ক্যাটাগরিতে যত দ্রুত সম্ভব নির্দিষ্ট ‘দ্বার'-এর মধ্য দিয়ে পাক খেয়ে যেতে হয়৷ ৮টির মধ্যে ষষ্ঠ পর্যায় বার্লিন শহরের কাছে আয়োজিত হয়েছিল৷

স্টান্ট পাইলটের কসরত

02:57

This browser does not support the video element.

প্রত্যেকটি প্রতিযোগিতায় স্টান্ট পাইলটরা পয়েন্ট অর্জন করেন৷ শেষে যিনি সবচেয়ে বেশি পয়েন্ট পান, তিনিই বিশ্ব চ্যাম্পিয়ন হন৷ এমন উড়ালের সময় শরীরের উপর অত্যন্ত চাপ পড়ে৷ তা সত্ত্বেও বয়সের কোনো সীমা স্থির করা হয় নি৷ কিন্তু বিষয়টি শুধু মজার নয়, অনেক টাকাপয়সাও এর সঙ্গে জড়িয়ে রয়েছে৷ বিজ্ঞাপন বাবদ আয়ের অঙ্ক স্টান্ট বিশ্বকাপে পাওয়া স্থানের উপরও নির্ভর করে৷

মাটির কাছাকাছি লুপিং বা পাক খাওয়া, ঝাঁপ মারা – উত্তেজনা ও রোমাঞ্চের শেষ নেই৷ তিনি ভেতরে স্নায়ুর চাপ সত্ত্বেও বাইরে নিজেকে খোশমেজাজি ও শান্ত দেখানোর চেষ্টা করেন৷

স্টান্ট ফ্লাইয়িংয়ের ক্ষেত্রে স্নায়ুর চাপ ও ঝুঁকি কম নয়৷ তবে নিকোলা ইভানফ তার পরোয়া করেন না৷ উড়তে পারলেই তিনি খুশি৷ তবে ওড়ার সময় তিনি নিসর্গ উপভোগ করতে পারেন কি না, সেই রহস্য তিনি ফাঁস করেন না৷

কিয়র্স্টিন শুমান/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ