আরব তরুণী খাদিজা হামুচি লন্ডনে শিক্ষকতার পেশা ছেড়ে সুদূর সান ফ্রান্সিসকোতে এসেছেন, তাঁর স্টার্ট-আপের জন্য কিছু শিখতে৷ খাদিজা বিশেষ করে আরব তরুণ-তরুণীদের জন্য একটি অ্যাপ সৃষ্টি করতে চান৷
বিজ্ঞাপন
স্টার্ট-আপ শেখায় যে অ্যাপ
04:03
সান ফ্রান্সিস্কোর একটি স্টার্ট-আপ ওয়ার্কশপ৷ খাদিজা হামুচি এখানে তিন মাসের জন্য এসেছেন৷ তিনি একটি অ্যাপ তৈরি করতে চান, যা কোম্পানি প্রতিষ্ঠা সম্পর্কে আরব তরুণ-তরুণীদের নিজের ভাষায় যাবতীয় তথ্য দেবে৷ এ ধরনের একটি অ্যাপের ভালো সুযোগ আছে বলে খাদিজার বিশ্বাস৷
খাদিজা বলেন, ‘‘যুব সমাজের শিক্ষার কথা বললেই লোকে বলে: ওটা কি তাদের উগ্রপন্থি মতবাদ থেকে সরিয়ে আনার কোনো কর্মসূচি? এখনও বহু মানষের ধারণা যে, আরব আর মুসলিম হলেই সন্ত্রাসী হবার একটা সহজাত প্রবণতা থাকবে৷ যেন ৩৭ কোটি ৫০ লাখ মানুষ আরব বলে শুধু উগ্রপন্থি হওয়ার জন্য অপেক্ষা করছেন৷''
খাদিজা নিজে নানা ধরনের জিনিস পরখ করতে পেরেছেন৷ স্টার্ট-আপ প্রতিষ্ঠার ওয়ার্কশপে গেছেন, নেটওয়ার্কিং করেছেন, আরব দুনিয়ার তরুণ-তরুণীরা এসব সুযোগ সাধারণত পায় না৷ অনেকে পড়াশোনা শেষ করে হয় সরকারি চাকরি, নয়ত কোনো বড় কোম্পানিতে কাজ করে৷ তারা চায় নিরাপত্তা৷ নিজের মতো করে কিছু করার সাহস অধিকাংশেরই নেই৷
যে সাতটি ‘ভিডিও চ্যাট অ্যাপ’ আপনার স্মার্টফোনে থাকা উচিত
স্মার্টফোনের কারণে আজকাল শুধু অডিও নির্ভর ফোনালাপ কমে যাচ্ছে৷ বরং সেখানে জায়গা করে নিচ্ছে ভিডিও চ্যাট৷ এই ভিডিও চ্যাট করার জন্য আবার রয়েছে অনেক অ্যাপ৷ ‘সার্চ ইঞ্জিন জার্নালের’ বিবেচনায় সেরা সাতটি অ্যাপ পাবেন এখানে৷
ছবি: Yuri Cortez/AFP/Getty Images
উভু
ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেই ভিডিও চ্যাপ অ্যাপ উভু-তে লগ-ইন করা সম্ভব৷ তবে অ্যাপটির সবচেয়ে বড় মজা হচ্ছে, এটি আপনার ফেসবুক বন্ধুদের এবং আপনার স্মার্টফোনে থাকা কন্টাক্ট তালিকার মধ্যে সমন্বয় করে৷ একসঙ্গে ১২ জনের সঙ্গে চ্যাট করা যায় উভু ব্যবহার করে৷ আর অ্যাপটি ব্যবহারের জন্য বাড়তি কোনো খরচও নেই৷
ছবি: Fotolia/apops
স্কাইপ
স্কাইপ পৃথিবীর অন্যতম পুরনো এবং সম্ভবত সবচেয়ে পরিচিত ভিডিও অ্যাপ৷ এর ব্যবহারকারীর সংখ্যা ২৯৯ মিলিয়ন৷ শুধু ভিডিও চ্যাট নয়, স্কাইপ ব্যবহার করে ভয়েস চ্যাট, তাৎক্ষণিক ক্ষুদে বার্তাও পাঠানো সম্ভব৷
ছবি: picture-alliance/dpa
ট্যাঙ্গো
মূলত দু’টি কারণে ট্যাঙ্গো জনপ্রিয়৷ এটা ব্যবহার করা খুব সোজা এবং এটার জন্য কোনো আলাদা পাসওয়ার্ড দরকার হয় না৷ অর্থাৎ এটা ব্যবহারের জন্য শুধুমাত্র আপনার নাম, মোবাইল নম্বর এবং ই-মেল ঠিকানার প্রয়োজন হয়৷ তবে ‘বিজনেস কলে’-র জন্য অ্যাপটি ব্যবহার ঠিক নয়৷
ছবি: picture-alliance/dpa
হ্যাংআউটস
যেহেতু সবাই আজকাল গুগল ব্যবহার করেন, তাই হ্যাংআউটস ব্যবহারকারী খুঁজে পাওয়া আজ আর তেমন কোনো কষ্টের ব্যাপার নয়৷ গুগল-এর এই সেবা ব্যবহার করে একত্রে দশজন পর্যন্ত চ্যাট করতে পারেন৷ এটিতে ছবি এবং ‘ইমোজিস’ শেয়ার করারও অপশন রয়েছে৷
ছবি: DW
পিয়ার
ব্যবসায়িক চ্যাটের জন্য একটি ভিডিও অ্যাপ খুঁজছেন? নিশ্চিন্তে বেছে নিতে পারেন পিয়ার৷ প্রফেশনালদের নেটওয়ার্ক লিঙ্কডইনের সঙ্গে সহজেই যুক্ত করা যায় অ্যাপটি৷ এই মুহূর্তে অ্যাপটি আইটিউনস-এ সহজলভ্য৷
ছবি: Tencent
ভাইবার
একসঙ্গে চল্লিশজনের সঙ্গে চ্যাট করার সুযোগ দেয় ভাইবার৷ আর চ্যাট সম্পর্কিত সব কিছুই করা যায় এটা ব্যবহার করে৷ এমনকি চাইলে ফাইল শেয়ারও করতে পারেন ভাইবার-এর মাধ্যমে৷
ছবি: viber.com
ক্যামফ্রগ
অপরিচিত, নতুন কারো সঙ্গে চ্যাট করতে চাইলে ক্যামফ্রগ আদর্শ৷ বন্ধু-বান্ধব, পরিবারের সদস্য কিংবা পরিচিতজন ছাড়াও চ্যাট রুমে নতুনদের সঙ্গে গল্পগুজবের সুযোগ দেয় ক্যামফ্রগ৷ এটা অ্যান্ড্রয়েড, উইন্ডোস এবং আইওস – সবকটি ‘অপারেটিং সিস্টেম’-এর মাধ্যমেই ব্যবহার করা যায়৷
ছবি: Yuri Cortez/AFP/Getty Images
7 ছবি1 | 7
উদ্যোক্তা
খাদিজা তাঁর প্রকল্পের অর্থায়ন করেন ক্রাউডফান্ডিং ও তাঁর নিজের সঞ্চয় থেকে৷ খাদিজা বলেন, ‘‘উদ্যোক্তা হওয়াটা নিঃসন্দেহে খুব নিঃসঙ্গ একটা কাজ, যে কাজে আবার কোনো নিশ্চয়তা নেই....আমাকে যে এই প্রকল্পের জন্য বার বার আমার বাসস্থান বদলাতে হচ্ছে, সেটা ভালোই৷ তা থেকে বোঝা যায় যে, আমি সত্যিই চেষ্টা করছি৷ আবার কখনে-সখনো মনে হয়, চিরকাল এক জায়গায় থাকতে পারলে, একই ঠিকানায় চিঠি পেতে পারলে ভালোই হতো৷''
২৬ বছর বয়সের খাদিজা তাঁর প্রকল্পের জন্য লন্ডনে শিক্ষিকার চাকরি ছেড়েছেন৷ তবে সান ফ্রান্সিস্কোতেও মজা করার সময় নেই: দিনে ১২, ১৪, ১৬ ঘণ্টা কাজ করেন খাদিজা৷
ঠিক সন্ধ্যে দশটার সময় দুবাইতে তাঁর সফ্টওয়্যার ডেভেলপারের সঙ্গে মিটিং শুরু হবে, ১২ ঘণ্টার ফারাক৷
যুবসমাজ কন্টেন্ট খুঁজছে
প্রোগ্রামার দয়ানা আবুদ যে শুধু খাদিজার অ্যাপের প্রোটোটাইপ তৈরি করছেন, তা নয়; তিনি খাদিজা হামুচিকে পরামর্শও দিয়ে থাকেন৷ আবুদ বলেন, ‘‘যুবসমাজ কন্টেন্ট খুঁজতে জানে না, অনলাইনে তারা বিশেষ কন্টেন্ট খুঁজে পায় না৷ ওদের কোনো না কোনো গাইডেন্স দরকার৷ কাজেই ওরা যখন অন্যান্যদের, কিংবা এমন কোনো প্ল্যাটফর্ম খুঁজে পায়, যেখানে যারা শিখতে চায়, তারা সকলে একত্রিত হয়েছে, তাহলে ওরা পরস্পরের সঙ্গে মিলে একে অন্যকে সমৃদ্ধ করতে পারে৷''
তথাকথিত আরব বসন্ত দেখিয়েছে, কত তাড়াতাড়ি ওরা ইন্টারনেটের মাধ্যমে একজোট হতে পারে৷ খাদিজা বলেন, ‘‘ওরা জানে ওরা কী চায়৷ ওরা জানে, ওরা অন্য কিছু একটা চায়৷ ওরা জানে, ওরা চায় উন্নততর মানের, উন্নততর একটি শিক্ষাব্যবস্থা, উন্নততর স্বাস্থ্য প্রণালী৷ ওরা জানে, ওটা তাদের প্রাপ্য এবং ওরা সেটা দাবি করবে৷''
খাদিজা হামুচির পরবর্তী সফর হবে নয়টি আরব দেশে৷ সেখানে তিনি দেখবেন, তাঁর অ্যাপ যুবসমাজের মনের মতো হয় কিনা৷৷
ভ্রমণপ্রেমীদের যে সাতটি অ্যাপ ব্যবহার করা উচিত
দুনিয়ার সবকিছু ক্রমশ চলে যাচ্ছে ‘অ্যাপ-’এর মধ্যে৷ খাবার অর্ডার দেয়া থেকে শুরু করে সঙ্গী নির্বাচন - সবই করা যায় অ্যাপে৷ এখানে থাকছে এমন সাতটি অ্যাপের কথা যা ভ্রমণে আগ্রহীদের কাজে লাগতে পারে৷
ছবি: Fotolia/Halfpoint
ট্যুরলিনা
ট্যুরলিনা শুধুমাত্র মেয়েদের জন্য৷ অর্থাৎ ভ্রমণে আগ্রহী কোনো মেয়ে চাইলে তাঁর আগ্রহ অনুযায়ী আরেকজন মেয়ে সঙ্গী বেছে নিতে পারেন৷ অ্যাপটির নির্মাতা মাইকেল এবং সান্ড্রা ২০১৫ সালে দক্ষিণপূর্ব এশিয়া ভ্রমণকালে অ্যাপটির ধারণা লাভ করেন৷ বিশ্বের অনেক দেশের মেয়েরাই ভ্রমণে আগ্রহী, তবে তাঁরা চান শুধু মেয়ে সঙ্গীর সাথে ভ্রমণে যেতে৷ তাঁদের কথা মাথায় রেখে তৈরি হয়েছে অ্যাপটি৷
ছবি: picture alliance/dpa/robertharding
কেইপ
ভ্রমণে আগ্রহী কিন্তু পকেটের অবস্থা দুর্বল, এমন মানুষদের কথা বিবেচনা করে তৈরি হয়েছে অ্যাপ ‘কেইপ’৷ ফিলিপাইন্সে তৈরি অ্যাপটি একেবারে শেষ মুহূর্তে অবিক্রিত বা অন্য কোনো কারণে সংরক্ষিত বিমানের আসন যা শেষমেশ দরকার হচ্ছে না এমন টিকিট সস্তা দামে ব্যবহারকারীদের দিয়ে দেয়৷ এজন্য অবশ্য আগ্রহের কথা আগে থেকেই জানাতে হয় অ্যাপে৷ এরপর মোটামুটি তৈরি হয়ে অপেক্ষায় থাকতে হয়৷
ছবি: picture-alliance/dpa
কালচার ট্রিপ
জনপ্রিয় ওয়েবসাইট ‘দ্য কালচার ট্রিপ’-এর অ্যাপ সংস্করণ কালচার ট্রিপ৷ অ্যাপটি আপনি যে অঞ্চলে আছেন বা যেখানে ভ্রমণে যেতে ইচ্ছুক সেখানকার সংস্কৃতি সম্পর্কিত সব তথ্য প্রকাশ করে৷ এটা অনেকটা সার্চেবল গাইড বুকের মতো, যেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় তথ্যটুকু বের করে নিতে পারেন এবং এজন্য পুরো বই পড়ার দরকার নেই৷
ছবি: picture-alliance/dpa/P. Seeger
স্টপ, ব্রিদ অ্যান্ড থিঙ্ক
ভ্রমণ সংক্রান্ত ক্লান্তি দূর করতে বিশেষভাবে সহায়ক এই অ্যাপ৷ এটিতে আপনার মানসিক অবস্থার কথা জানালে, সেই অনুযায়ী মেডিটেশন, ইয়োগা এবং আকুপ্রেসারের ভিডিও দেখাবে৷ সেগুলো অনুসরণ করে আপনি আবারো প্রফুল্ল হয়ে উঠতে পারেন৷
ছবি: Colourbox/D. Shevchenko
ফাইন্ডপেঙ্গুইনস
আপনি আপনার পুরো ভ্রমণের রেকর্ড রাখতে চাইলে অসাধারণ এক অ্যাপ এটি৷ ভ্রমণকালেই আপনি বিভিন্ন তথ্য এবং ছবি অ্যাপটিতে যোগ করতে পারেন৷ সেসব তথ্যের ভিত্তিতে তৈরি হবে আপনার ভ্রমণের ফুটপ্রিন্ট৷ আর সেটি অ্যাপে থাকা আপনার বন্ধুরা দেখতে পারেন, জানাতে পারবেন তাঁদের মতামত৷ অফলাইনেও অ্যাপটিতে তথ্য যোগ করা যায়৷ ফলে সবসময় অনলাইনে না থাকলেও চলবে আপনার৷
ছবি: DW
বাঞ্জি গার্ল
অনেকটা ট্যুরলিনার মতো হলেও অ্যাপটির সুনির্দিষ্ট কিছু লক্ষ্য আছে৷ এটির ব্যবহারকারী মেয়েরা একে অপরের শহরে ঘুরতে যেতে পারেন৷ আর সেক্ষেত্রে যিনি সেই শহরের বাসিন্দা, তিনি হবেন হোস্ট, যার কাজ হবে শহরটি ঘুরিয়ে দেখানো৷ অ্যাপটি বর্তমানে বিশ্বের বড় বড় শহরগুলোতে কাজ করছে৷
ছবি: ISNA
ল্যোলা ট্রাভেল
বর্তমান প্রজন্মের তরুণ তরুণীদের জন্য এই অ্যাপ৷ মুলত অফলাইন ট্র্যাভেল এজেন্সির বিকল্প হিসেবে কাজ করে অ্যাপটি৷ আপনি আপনার ভ্রমণের জন্য টিকিট কিংবা হোটেল, বলতে গেলে সবই বুক করতে পারবেন অ্যাপটির মাধ্যমে৷ এটির ব্যবহার ফ্রি হলেও নির্দিষ্ট কিছু সেবার ক্ষেত্রে সার্ভিস চার্জ প্রযোজ্য৷