1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির কনফেডারেশন্স কাপ জয়

৩ জুলাই ২০১৭

একজনের একটু অসতর্কতা৷ আর তার মাশুল গুনল পুরো চিলি, কনফেডারেশন্স কাপের শিরোপা হাতছাড়া করে৷ যার জন্য এই মাশুল গোনা তিনি দলটির ডিফেন্ডার মার্সেলো ডিয়াজ৷

ছবি: picture-alliance/AP Photo/T. Stavrakis

চিলির ডিবক্সের ভেতরে বলটি গোলরক্ষকের কাছে বাড়ালেও হয়ত বাঁচা যেত৷ কিন্তু তা না করে বল ঘুরিয়ে কাটাতে যেতে চাইতেই বাধল বিপত্তি৷ জার্মানির ফরোয়ার্ড টিমো ভের্নার তাঁর কাছ থেকে বল কেঁড়ে বাড়ালেন স্টিন্ডলের দিকে৷ হেসে খেলে বলটি প্রতিপক্ষের জালে জড়িয়ে দিতে একটুও ভুল করলেন না ২৮ বছর বয়সে জাতীয় দলে সুযোগ পাওয়া লার্স স্টিন্ডল৷ শত চেষ্টা করেও প্রথমার্ধের এই গোল আর শোধ করতে পারেননি সানচেজ-ভিদালরা৷ সেই সঙ্গে এক সপ্তাহের মধ্যেই দু-দু'টো বড় সাফল্য নামের পাশে লিখল জার্মানি৷ শুক্রবার ইউরোপ সেরার মুকুট পড়েছিল অনূর্ধ্ব ১৯ দল৷ আর এবার প্রথমবারের মতো কনফেডারেশন্স কাপটি ঘরে তুলল তারা৷

চিলির গোল মিছিলের উৎসবছবি: Getty Images/AFP/Y. Cortez

তবে মাঠে রাশিয়ায় সেরা দলটি পাঠাননি কোচ ইওয়াকিম লো৷ দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের বিরুদ্ধে এই দলটির শুরুটাও কিছুটা নড়বড়ে ছিল৷ সেই সুযোগে বেশ প্রথম থেকেই চাপিয়ে খেলে চিলি৷ মাঠে সবচেয়ে উজ্জ্বল ছিলেন চিলির বায়ার্ন তারকা ভিদাল৷ তবে গোল মিসের মিছিলে তাঁর সব প্রচেষ্টাই ম্লান হয়ে যায়৷ আর ঠিক তখনই কঠিন ভুলটি করে বসেন মার্সেলো ডিয়াজ৷ গোল পেয়ে যেন আত্মবিশ্বাস ফিরে পায় বিশ্বচ্যাম্পিয়নরা৷ প্রতিরোধ গড়ে তোলে৷ তবে এর মধ্যেও ভিদাল-সানচেজরা ঠিকই একের পর এক গোলের সুযোগ তৈরি করে৷ যেমন, গোল খাওয়ার পাঁচ মিনিটের মাথায়ই চার্লস আরাঙ্গুইজের চমৎকার এক শট ঠেকিয়ে দেন ডিফেন্ডার অ্যান্টোনিও রুডিগার৷ ফিরতি শটে ভিদালও বল জড়াতে পারেননি প্রতিপক্ষের জালে৷ এভাবে একের পর এক চমৎকার আক্রমণ তৈরি করেও নিজেদের ভুল বা প্রতিপক্ষের দৃঢ়তায় জার্মান ডিফেন্স ভেদ করতে পারেননি চিলির খেলোয়াড়রা৷ এমনকি শেষ দিকে চিলির আর্সেনাল তারকা সানচেজের ডি-বক্সের বাইরে থেকে স্পট কিকও ঠেকিয়ে দেন  জার্মান গোলরক্ষক স্টেগেন৷ 

মাঠে উত্তপ্ত পরিস্থিতি ছবি: Reuters/C. Recine

চিলি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গেছে৷ শেষ আধঘণ্টায় দুই শিবিরেই উত্তপ্ত হাওয়া বইতে শুরু করে৷ বিবাদে জড়ান দুই বায়ার্ন সতীর্থ চিলির ভিদাল ও জার্মানির জজুয়া কিমিখ৷ তবে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে যখন খেলার ৬৫ মিনিটে গনজালোর কনুই দিয়ে গুঁতো দেন টিমো ভের্নারকে৷ অবশ্য সেজন্য হলুদ কার্ডও দেখেন তিনি৷

সে যাই হোক, সব মিলিয়ে শেষ হাসিটি হেসেছে জার্মানরাই৷ প্রথমবারের মতো কনফেডারেশন্স কাপ জিতে এই আক্ষেপটাও ঘুঁচে গেল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের

ম্যাট পিয়ারসন/জেডএ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ