1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্টিভ জবস’এর মৃত্যুর শোকে মুহ্যমান গোটা বিশ্ব

৬ অক্টোবর ২০১১

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল’এর সহ-প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধান নির্বাহী স্টিভ জবস আর নেই৷ মাত্র ৫৬ বছর বয়সেই বুধবার চলে গেলেন প্রযুক্তি দুনিয়ার ‘আইগড’৷ তাঁর মৃত্যুর শোকে মুহ্যমান গোটা বিশ্ব৷

স্টিভ জবসছবি: picture-alliance/dpa

২০০৪ সালের জবস ঘোষণা করেছিলেন যে, অগ্ন্যাশয়ে ক্যান্সারে ভুগছেন তিনি৷ এর পাঁচ বছর পর তাঁর যকৃত প্রতিস্থাপন করা হয়৷

অ্যাপল এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘তাঁর (স্টিভ জবস) মেধা, অনুরাগ এবং উদ্যমই ছিল অসংখ্য উদ্ভাবনের নেপথ্যের শক্তি, যা সকলের জীবনযাত্রাকে সমৃদ্ধকরণে বিশাল ভূমিকা রেখেছে৷ স্টিভের কারণেই বিশ্ব আজ অপরিমেয় উন্নত''৷

১৯৫৫ সালের ২৪ ফেব্রুয়ারি সান ফ্রান্সিস্কোতে জন্মগ্রহণ করেন জবস৷ পল ও ক্লারা জবস নামক এক দম্পতি ছোট্ট জবসকে দত্তক নিয়েছিলেন৷ স্কুল শেষ করার পর কিছুদিন উদভ্রান্তের মতো জীবন কাটিয়েছিলেন জবস৷ বন্ধুদের বাসায় বাসায় ঘুমাতেন, খাবারের অর্থ সংগ্রহের জন্য কোকের বোতেল ফেরত দিতেন৷ সেসময় তিনি অরিজন এর ‘হরে কৃষ্ণা' মন্দির থেকেও খাবার সংগ্রহ করেছিলেন৷ তবে কম্পিউটার কিংবা প্রযুক্তির প্রতি তাঁর আগ্রহ ছিল তীব্র৷

১৯৭৪ সালে জবস ক্যালিফোর্নিয়ার ‘হোমব্রু কম্পিউটার ক্লাব' এর বিভিন্ন বৈঠকে অংশগ্রহণ শুরু করেন৷ সেসময় ভারত সফরও করেন তিনি৷ সেদেশ থেকে তিনি ফিরেছিলেন বৌদ্ধ বেশে, একেবারে ন্যাড়া হয়ে, ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক পড়ে৷

ছবি: dapd

যাই হোক, ১৯৭৬ সালে জবস তাঁর আরো কয়েক বন্ধুকে সঙ্গে নিয়ে অ্যাপল প্রতিষ্ঠা করেন৷ পরবর্তীতে পিক্সার, ডিজনিসহ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হন তিনি৷ এরমধ্যে একবার অ্যাপল থেকে বেরিয়েও গিয়েছিলেন জবস৷ ১৯৯৬ সালে তাঁকে আবার অ্যাপলে ফিরিয়ে আনা হয়৷ রঙ্গিন আইমেক কম্পিউটার, আইপড এবং আইফোনের মত পণ্যগুলো বিশ্বের কাছে পরিচিত করছেন স্টিভ জবস৷

চলতি বছরের জানুয়ারি মাসে স্বাস্থ্যগত কারণে ছুটি নিয়েছিলেন জবস৷ এরপর আগস্টে অ্যাপলের প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করেন তিনি৷ সেসময় গুরুত্বপূর্ণ এই পদের দায়িত্ব তুলে দেন তাঁর দীর্ঘদিনের সহকর্মী টিম কুক'এর হাতে৷ পদত্যাগ পত্রে জবস লিখেছিলেন, ‘‘আমি বিশ্বাস করি অ্যাপলের উজ্জ্বলতম এবং অত্যন্ত উদ্ভাবনী দিনগুলো সামনে  রয়েছে এবং আমি নতুন কোনো ভূমিকায় এর সাফল্যে অবদান রাখার জন্য আগামী সময়ের অপেক্ষায় আছি''৷ মৃত্যুর আগ পর্যন্ত অ্যাপল'এর চেয়ারম্যান পদে বহাল ছিলেন জবস৷

জবস এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ তিনি বলেছেন, ‘‘বিশ্ব একজন স্বপ্নচারীকে হারাল''৷

এছাড়া মাইক্রোসফট প্রধান বিল গেটস, ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গসহ প্রযুক্তি দুনিয়ার নানা প্রান্তের মানুষ জবস এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন৷

উল্লেখ্য, অ্যাপল হচ্ছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি প্রতিষ্ঠান৷ বর্তমানে এটির বাজার মূল্য ৩৫১ বিলিয়ন মার্কিন ডলার৷ এই প্রতিষ্ঠানের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকবে স্টিভ জবস'এর নাম৷ 

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ