1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্টেম সেল গবেষণার শুরু ভারতে

৮ জানুয়ারি ২০১৯

'স্টেম সেল'-এর গবেষণা শুরু হয়েছিল ভারতে! ভারতীয় বিজ্ঞানীদের দাবি, প্রাচীন ভারতই স্টেমসেল, টেস্টটিউব বেবির প্রযুক্তির মূল গবেষণাগার৷ তাঁরা প্রশ্ন তোলেন আইনস্টাইন ও নিউটনের আবিষ্কার নিয়ে৷

Symbolbild Stammzellenforschung USA
ছবি: Getty Images/S. Platt

এমনই দাবি করেছেন দেশটির  শীর্ষস্থানীয় কয়েকজন বিজ্ঞানী৷ ভারতীয় বিজ্ঞানীরা দাবি করেছেন কয়েক হাজার বছর আগেই ভারতে স্টেম সেলসহ , বিমান, টেস্টটিউব বেবির প্রযুক্তি নিয়ে গবেষণা হয়েছে৷

গত বৃহস্পতিবার বার্ষিক বিজ্ঞান সম্মেলন উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেখানেই এসব দাবি করেন বিজ্ঞানীরা৷ বিজ্ঞানীরা  সেই সম্মেলনে বিজ্ঞানের চর্চা কম করে হিন্দু ধর্মীয় মহাকাব্য রামায়ণ ও পুরাণ নিয়ে আলোচনাই বেশি করেন৷

দক্ষিণ ভারতের অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জি নাগেশ্বর রাও দাবি করেন, ভারতে কয়েক হাজার বছর আগেই   স্টেম সেলের গবেষণা ছিল৷ সেই সময় তিনি মহাভারত থেকে গান্ধারীর গর্ভপাত করা মাংসপিণ্ড ১০০ কলসিতে রেখে শতপুত্রের জন্ম প্রসঙ্গ তুলে ধরেন৷ তিনি বলেন, গর্ভপাত থেকে আসা মাংসপিণ্ড থেকে সন্তান জন্মদান স্টেম সেল গবেষণারই উদাহরণ৷ একইসঙ্গে কলসিতে রাখার ঘটনাকে তিনি টেস্টটিউবের সঙ্গে তুলনা করেন৷অজৈব রসায়নের অধ্যাপক নাগেশ্বর রাও আরো বলেন, বর্তমান সময়ে ব্যবহৃত হওয়া প্রযুক্তির প্রায় সবগুলোই মহাভারত ও রামায়নে উল্লেখ রয়েছে৷ যেমন, রাক্ষস রাজা রাবনের প্রায় ২৪টি বিমান ছিল, এমনকি শ্রীলংকায় তার বিমান অবতরণ প্রযুক্তি ও নেটওয়ার্ক স্থাপিত ছিল৷ তিনি বিষ্ণু চক্রকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সঙ্গে তুলনা করেন৷

সম্মেলনে উপস্থিত তামিল নাড়ুর একটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী  ড. কেজে কৃষ্ণান দাবি করেন, আইজাক নিউটন ও আলবার্ট আইনস্টাইন উভয়েই ছিলেন ভুল৷ তাঁর দাবি, নিউটন অভিকর্ষণ শক্তি বুঝতে ব্যর্থ হয়েছেন এবং আইনস্টাইনের তত্ত্ব বিভ্রান্তিকর৷ এই দুই বিশ্বখ্যাত বিজ্ঞানী পদার্থবিজ্ঞান বুঝতেন না বলেও দাবি করেন তিনি৷

ইন্ডিয়ান সায়েন্টিফিক কংগ্রেস অ্যাসোসিয়েশন বিজ্ঞানীদের এইসব দাবিকে হাস্যকর ও উদ্বেগজনক বলে দাবি করেন৷ সংস্থাটির সাধারণ সম্পাদক প্রেমেন্দু পি মাথুর বলেন, ‘‘তাঁদের বক্তব্য দুর্ভাগ্যজনক৷ দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে এ ধরনের মন্তব্য অগ্রণযোগ্য৷''

অনেকেই বিজ্ঞানীদের এসব বক্তব্যকে রাজনৈতিকপ্রভাবযুক্ত বলেও মনে করছেন৷ গত বছর ভারতের শিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী সত্যপাল সিং ইঞ্জিনিয়ারদের এক আয়োজনে রামায়নে বিমানের ব্যবহার রয়েছে বলে দাবি করেছিলেন৷ এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, প্রাচীন ভারতেই প্লাস্টিক সার্জারির প্রযুক্তি চালু ছিল৷ গণেশের মাথা হাতির আর দেহ মানুষের, এটিকে তিনি প্লাস্টিক সার্জারি প্রযুক্তির উদাহরণ বলে তুলে ধরেন৷ বিজ্ঞানীরাও প্রধানমন্ত্রীর পথ ধরেই হাঁটছেন বলে এসব বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হচ্ছে৷

এফএ/এসিবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ