1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হলিউড

১৬ জুলাই ২০১২

হলিউডের খ্যাতনামা বর্ষীয়ান তারকা সিলভেস্টার স্ট্যালোন, আর্নল্ড শোয়ারৎসেনেগার এবং তাদের বয়সী আরো কয়েকজন অ্যাকশন তারকা আবারও ফিরেছেন যুদ্ধের ময়দানে৷ ‘দ্য এক্সপেনডেবল্স ২' ছবিতে অভিনয় করেছেন তারা৷

ছবি: AP

নতুন এই ছবিটি মূলত ২০১০ সালে নির্মিত একটি ছবির সিক্যুয়েল, যেখানে একদল ভাড়াটে বিদেশি সৈনিকের একটি বিশেষ মিশনে পাঠানো হয়েছিল৷ বিদ্রোহীদের পক্ষ নিয়ে ভাড়াটে সৈনিকরা এক বর্বর সামরিক নেতাকে হত্যার চেষ্টা করে৷ নতুন ছবির আনুষ্ঠানিক ট্রেলার এখন প্রদর্শিত হচ্ছে ইউটিউবে৷ আগের ছবির মতোই এটিতেও রয়েছ লোমহর্ষক বিভিন্ন অ্যাকশন দৃশ্য৷

সান দিয়াগো'র কমিক-কন পপ কালচার ইভেন্টে নতুন ছবির প্রচারণায় অংশগ্রহণ করেন বর্ষীয়ান হলিউড তারকারা৷ ৬৬ বছর বয়সি ‘ব়্যাম্বো' এবং ‘রকি' অভিনেতা স্ট্যালোন সেখানে শোয়ারৎসেনেগারকে ‘অ্যাকশন চলচ্চিত্রের অঙ্গনে নিজের ভাই' হিসেবে পরিচয় করিয়ে দেন৷ ৬৪ বছর বয়সি শোয়ারৎসেনেগার ক্যালোফোর্নিয়ার সাবেক গভর্নর এবং ‘টার্মিনেটর' ছবির তারকা৷

‘দ্য এক্সপেনডেবল্স' ছবিটি মুক্তি পায় ২০১০ সালের আগস্ট মাসে৷ সে ছবিতে আশির দশকের অ্যাকশন এবং অ্যাডভেঞ্চার ফিরিয়ে আনা হয়েছিল৷ ছবিতে ব্রুস উইলিসদের মতো বর্ষীয়ান অ্যাকশন তারকাদের ফিরিয়ে আনা হয়েছিল এবং তাতে সাড়াও ছিল বেশ৷ সারা বিশ্বের বিভিন্ন বক্স অফিসের হিসেব অনুযায়ী, প্রায় ২৭৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছিল ‘দ্য এক্সপেনডেবল্স'৷

ছবিটির পরবর্তী সিক্যুয়েল মুক্তি পাচ্ছে আগামী ১৭ আগস্ট৷ এই উপলক্ষ্যে কমিক-কন উৎসবে মিলিত হন স্ট্যালোন, শোয়ারৎসেনেগার, উইলিস, চাক নরিস, জেট-লি, জেসন স্ট্যাথ্যাম এবং অন্যান্যরা৷ স্ট্যালোন উৎসবে বলেন, ‘‘প্রথম ছবিতে কার্যকর কর্মপন্থার খোঁজ করা হয়েছিল৷ এটি কি অনেক নাটকীয় এবং হাস্যরসাত্মক ব্যাপার? কিন্তু প্রথম ছবিতে যা করা হয়েছিল তার ফলাফল আপনারা পাবেন দ্বিতীয়টিতে এবং আপনারা সেগুলো বিস্তৃত করার চেষ্টা করবেন৷''

দ্বিতীয় ছবিতে হলিউডের বর্ষীয়ান এই তারকারা আরেকটি কঠিন অ্যাসাইনমেন্টে গ্রহণ করেন৷ স্ট্যালোন'এর ভাষায় এই অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করতে গিয়ে সৈনিকরা চরম কঠিন অবস্থার মোকাবিলা করবেন৷

এদিকে, ব্যক্তি জীবনে কঠিন সময় পার করছেন স্ট্যালোন৷ তাঁর বড় ছেলে সেজ মাত্র ৩৬ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন৷ গত শুক্রবার হলিউডের বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে৷ ধারণা করা হচ্ছে অপরিমিত মাত্রায় ড্রাগ গ্রহণের কারণে মৃত্যু হতে পারে সেজ'এর৷ ইতিমধ্যে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে৷ তবে ময়নাতদন্তের ফলাফল পেতে অপেক্ষা করতে হবে দশ সপ্তাহের মতো৷

এআই / এসবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ