1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্ট্রলার দিয়ে শিশু পেটালেন সৌদি নাগরিক

৮ সেপ্টেম্বর ২০১৭

সৌদি আরবের একটি শপিং মলের ঘটনা৷ মোবাইলে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় একটি শিশু স্ট্রলার থেকে মাটিতে পরে যাওয়ায় সেই স্ট্রলার দিয়েই তাকে মারছেন এক ব্যক্তি৷ এই ভিডিও দেখে অনলাইনে ব্যাপক ক্ষোভ জানিয়েছেন সৌদিরা৷

Screenshot Youtube Kindesmisshandlung
ছবি: Youtube

সপ্তাহখানেক আগের ঘটনা এটি৷ উত্তর সৌদি আরবের খোবার নামের একটি শহরে এক শপিং মলে সবাই প্রতিদিনের মতোই পছন্দের জিনিস খুঁজে বেড়াচ্ছিলেন৷ এমন সময় হঠাৎ করেই একটি বাচ্চার চিৎকারে চমকে উঠলেন সবাই৷ দেখলেন, একটি ছোট্ট বাচ্চা মেঝেতে পড়ে আছে৷

গল্পটা এটুকু হলে ঠিকই ছিল৷ কিন্তু এরপর দেখা গেল অকারণেই রেগে গিয়ে যে ভদ্রলোক স্ট্রলারটা ঠেলে নিচ্ছিলেন, তিনি বাচ্চাটিকে স্ট্রলার দিয়ে জোরে জোরে মারতে থাকলেন৷ আরো শব্দ করে কেঁদে উঠলো বাচ্চাটি৷

আশেপাশে দাঁড়িয়ে থাকা সবাই ঘটনার আকষ্মিকতায় ভ্যাবাচেকা খেয়ে যান৷ কয়েকজন মৃদু স্বরে প্রতিবাদও করেন৷ সাথেসাথে বাচ্চাটাকে কোলে নিয়ে মল থেকে বের হয়ে যান সেই ব্যক্তি৷

কে ছিলেন তিনি, কী তাঁর পরিচয়, শিশুটি তাঁর কেই বা হয়, কিছুই জানা যায়নি এখনও৷ তবে ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া হয় সামাজিক যোগাযোগের মাধ্যমে৷

প্রতিক্রিয়া এতোটাই তীব্র হয়েছে যে, এরই মধ্যে ইস্টার্ন প্রভিন্সের ডেপুটি গভর্নর প্রিন্স আহমাদ বিন ফাহাদ দ্রুত ভিডিওর ব্যক্তিকে গ্রেপ্তার করতে নিরাপত্তাবাহিনীকে নির্দেশ দিয়েছেন৷

সেই ব্যক্তির বিষয়ে তথ্য জানতে চেয়ে সবাইকে সামাজিক যোগাযোগের মাধ্যমে অনুরোধ করেছে দেশটির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়৷ ‘‘শিশুর নিরাপত্তা হুমকির মুখে ফেলে, এমন যে কাউকেই আইনের আওতায় আনা হবে,'' টুইট করেছেন মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদ আবা আল-খাইল৷

এডিকে/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ