1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্ট্রেস যখন বংশানুক্রমিক হয়

২৭ আগস্ট ২০১৮

আজকের যুগে স্ট্রেস বা মানসিক চাপ একটা বড় সমস্যা৷ কিন্তু তা যদি জিনের মাধ্যমে আপনার সন্তানসন্ততিদের কাছে পৌঁছায়, তাহলে কী করা উচিত? বিজ্ঞানীরা ইঁদুরের উপর পরীক্ষা চালিয়ে সেই প্রক্রিয়া বোঝার চেষ্টা চালাচ্ছেন৷

ছবি: Colourbox

স্ট্রেস বা মানসিক চাপের সবচেয়ে মারাত্মক অবস্থা৷ অপ্রত্যাশিত, অনিবার্য, ভোলা যায় না – মনের মধ্যে এমন সব ছবি ভেসে ওঠে চরম পীড়া দেয়৷ শুধু স্মৃতিভাণ্ডারে নয়, জিনের মধ্যেও তা থেকে যায়৷ হ্যাঁ, ঠিকই শুনেছেন৷ ট্রমা বা চরম অভিজ্ঞতার ছাপ বংশানুক্রমিক হতে পারে

যেমন জুরিখ বিশ্ববিদ্যালয়ের ল্যাবে একটি ইঁদুরের ঠিক তেমনই ট্রমা হয়েছে৷ অথচ তার এমন কোনো সাক্ষাৎ অভিজ্ঞতা হয়নি৷ কিন্তু তার এক পূর্বপুরুষের তেমন ট্রমা হয়েছিল৷ বাচ্চা বয়সে ঘণ্টার পর ঘণ্টা ধরে তার মা'কে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ সেই চরম স্ট্রেসের অভিজ্ঞতার ছাপ কয়েক প্রজন্ম ধরে বংশের মধ্যে থেকে গেছে৷

প্রায় ৮ বছর আগে নিউরোবায়োলজিস্ট ইসাবেল মানসুই সেই আবিষ্কার করেন৷ তারপর থেকে তিনি বিষয়টি চর্চা করে চলেছেন৷ তিনি নাতি-পুতিদের মধ্যে প্রপিতামহের ট্রমার চিহ্ন খুঁজছেন৷ এমন আচরণ সংক্রান্ত পরীক্ষার সময়ে যতটা সম্ভব নীরব থাকতে হয়৷ ইসাবেল বলেন, ‘‘ইঁদুরটিকে দেখে কিছু বোঝার উপায় নেই৷ যেমন কোনো মানুষ যৌন নিপীড়নের শিকার হয়ে ট্রমায় ভুগলেও তাকে দেখে সেটা বোঝা যাবে, এমনটা ধরে নেওয়া যায় না৷''

অর্থাৎ এর জন্য এক পরীক্ষার প্রয়োজন রয়েছে৷ ইঁদুরটিকে ঠান্ডা পানির শক বা ধাক্কা দেওয়া হবে৷ এর মাধ্যমে মানসিক অসুস্থতা প্রকাশ পায়, এমনকি তা পরিমাপও করা যায়৷ ইঁদুরটি কেমন আচরণ করবে? দেখা গেল, ইঁদুরটি মরিয়া হয়ে বেরিয়ে আসার চেষ্টা করছে৷

পরীক্ষাটি দেখতে নিষ্ঠুর মনে হলেও জেলা কর্তৃপক্ষ এর অনুমতি দিয়েছে৷ ইসাবেল মানসুই বলেন,‘‘অবশ্যই, কিন্তু বলপূর্বক এই সাঁতারের পরীক্ষা স্বাভাবিক মানদণ্ড হিসেবে স্বীকৃত৷ প্রাণীটির জন্য এটা স্ট্রেস বৈকি৷ দেখা যাচ্ছে, ইঁদুরটি হাল ছেড়ে নিজেকে ভাসিয়ে দিয়েছে৷''

এমন পরিস্থিতিতে স্বাভাবিক ইঁদুরের আচরণ কিন্তু একেবারে বিপরীত হয়৷ সে লড়াকু মনোভাব দেখিয়ে কয়েক মিনিট ধরে বেরিয়ে আসার চেষ্টা করে৷ ট্রমা থাকলে ইঁদুর অনেক দ্রুত হাল ছেড়ে দেয়, এক্ষেত্রে যেমনটা দেখা যাচ্ছে৷ ইসাবেল মানসুই অবশ্য মনে করেন, ৬ মিনিট অত্যন্ত দীর্ঘ সময়৷ সেক্ষেত্রে ইঁদুরটিকে পানি থেকে সরিয়ে ফেলা উচিত৷

আন্দ্রেয়া ফিশলি/এসবি

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ