1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাহসী অ্যাঞ্জেলিনা জোলি

১৫ মে ২০১৩

মা মারা গেছিলেন স্তন ক্যানসারে মাত্র ৫৬ বছর বয়সে৷ সেই জিন তাঁরও শরীরে৷ তাই রোগ প্রতিরোধে মাস্টেকটমি বা স্তনব্যবচ্ছেদ করিয়েছেন হলিউডের এই আইকনিক অভিনেত্রী৷ আরো বড় কথা, অন্য মহিলাদের প্রেরণা দিতে শুনিয়েছেন সে কাহিনি৷

US actress and humanitarian campaigner Angelina Jolie leaves Lancaster House in central London on April 11, 2013 after speaking during an announcement of funding to address conflict sexual violence on the sidelines of the G8 Foreign Ministers meeting. British Foreign Secretary William Hague and Angelina Jolie spoke at the G8 Foreign Minister?s meeting to announce 10 million GBP (15,340,000 USD) funding to support efforts to tackle sexual violence in conflict and violence against women and girls (VAWG). AFP PHOTO / LEON NEAL (Photo credit should read LEON NEAL/AFP/Getty Images)
Angelina Jolieছবি: Getty Images/AFP/Leon Neal

ব্র্যাড পিট আর অ্যাঞ্জেলিনা জোলি মিলে ‘‘ব্র্যাঞ্জেলিনা''৷ এই জুটির নাম জানে না, এমন মানুষ আজ বিরল৷ হলিউডের মুকুটবিহীন রয়্যাল্টি, গ্ল্যামার কাপল্, আধুনিক কিংবদন্তি, রূপকথার মানুষ৷ জোলি যেমন সুন্দরীশ্রেষ্ঠা, পিট তেমনি সুপুরুষ৷ দুজনের ছ'টি সন্তান: তিনটি দত্তক, তিনটি নিজেদের৷

মানবিক বিচারেও অসাধারণত্বের কোনো কমতি নেই৷ কাট্রিনা ঘূর্ণিঝড় বিধ্বস্ত নিউ অর্লিন্সের বাসিন্দাদের জন্য বাড়ি তৈরি করে দিয়েছেন ব্র্যাড পিট৷ আঞ্জেলিনা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর বিশেষ দূত নিয়োজিত হন ২০০১ সালে এবং আজও সারা বিশ্বে ঘুরে বেড়াচ্ছেন এই কাজে৷ যেমন গত মার্চ মাসেই রুয়ান্ডা আর অ্যাঙ্গোলা ঘুরে এলেন তিনি৷

মায়ের সঙ্গে জোলি (ফাইল ফটো)ছবি: Reuters

আলোছায়া

সৌন্দর্য, সাফল্য, সুখি দাম্পত্য, এ সবের মাঝে অ্যাঞ্জেলিনার জীবনে কি শুধুই আলো, কোনো ছায়া নেই? তাঁর জীবনে দুঃখ এসেছে কালো ছায়া হয়ে, যখন তাঁর মা মাত্র ৫৬ বছর বয়নে স্তন ক্যানসারে মারা যান৷ পরে ডাক্তারি পরীক্ষায় দেখা যায়, অ্যাঞ্জেলিনার স্বয়ং স্তন ক্যানসার এবং ওভারি বা ডিম্বকোষের ক্যানসার – দু'টি হবারই আশঙ্কা আছে৷ আশঙ্কা নয়, বাস্তব সম্ভাবনা, কেননা বিআরসিএ-১ এবং বিআরসিএ-২, এই দু'টি জিনই তাঁর দেহে বর্তমান৷

অ্যাঞ্জেলিনার বয়স আজ ৩৭৷ এই বয়সের একজন মহিলাকে যদি বলা হয়, তাঁর স্তন ক্যানসার হবার সম্ভাবনা ৮৭ শতাংশ ও তাঁর ওভারিয়ান ক্যানসার হবার সম্ভাবনা ৫০ শতাংশ – এবং সেই মহিলা যদি অ্যাঞ্জেলিনার মতো সাহসী হন, তাহলে সেই মহিলা অ্যাঞ্জেলিনা যা করেছেন, ঠিক তাই করবেন৷ অ্যাঞ্জেলিনা শত্রু দেখা দেওয়ার আগেই তার পথ বন্ধ করার জন্য প্রিভেন্টিভ ম্যাস্টেকটমি, বা প্রতিরোধমূলক স্তনব্যবচ্ছেদ করিয়েছেন, উভয় বক্ষেই৷

নিজের বাস্তব সত্য

পুরো ট্রিটমেন্টে লাগে তিন মাস৷ শুধু অস্ত্রোপচারই চলে আট ঘণ্টা ধরে৷ গত ২৭শে এপ্রিল অ্যাঞ্জেলিনার ট্রিটমেন্ট শেষ হয়৷ এখন তাঁর স্তন ক্যানসার হবার ঝুঁকি মাত্র পাঁচ শতাংশ৷ সফল ট্রিটমেন্টের পর অ্যাঞ্জেলিনা প্রথম যে কাজটি করেছেন, সেটি হল নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় ‘‘মাই মেডিক্যাল চয়েস'' বা ‘‘আমার চিকিৎসাগত সিদ্ধান্ত'' শীর্ষক একটি লেখা লিখেছেন৷

জোলি লিখেছেন, তাঁর এই লেখা অন্যান্য মহিলাদের উৎসাহিত করার জন্য৷ যাতে ঐ মহিলারা ডাক্তারের কাছে গিয়ে খোঁজ নিতে পারেন এবং তাঁদের নিজেদের শরীর সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন৷ ‘‘নিজের সম্পর্কে বাস্তব সত্যটা জানবার পর আমি প্রোঅ্যাক্টিভ হই৷... এখন আমি আমার ছেলে-মেয়েদের বলতে পারব যে, তাদের আর স্তন ক্যানসারে মাকে হারানোর কোনো ভয় নেই৷''

সৌন্দর্য, সাফল্য, সুখি দাম্পত্য, এ সবের মাঝে অ্যাঞ্জেলিনার জীবনে কি শুধুই আলো, কোনো ছায়া নেই?ছবি: dapd

সুন্দরীশ্রেষ্ঠা জোলি বর্ণনা করেছেন, অপারেশনের পর সারা বুকে ফ্লুইড ড্রেইন করার টিউব আর এক্সস্প্যান্ডার লাগানো অবস্থায় জেগে উঠতে কেমন লাগে৷ অপরদিকে অপারেশন থেকে তাঁর কয়েকটা দাগের বেশি কিছু থাকবে না৷ ‘‘ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, আমার নিজেকে কিছুমাত্র কম নারী মনে হচ্ছে না৷ আমি এমন একটা জোরালো সিদ্ধান্ত নিয়েছি, যা আমার নারীত্বের কিছুমাত্র হানি ঘটায়নি, যা আসলে আমার ক্ষমতায়নের অঙ্গ৷''

জোলি নিজে হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকের অভিনেত্রীদের মধ্যে পড়েন৷ শুধু তাঁর জিন টেস্টের খরচ পড়েছে তিন হাজার ডলারের বেশি৷ সেটা যে অনেক মহিলার পক্ষে বাধা হয়ে উঠতে পারে, সেটা তিনি জানেন৷ তবুও তাঁর দৃষ্টান্তে অনুপ্রাণিত হয়ে ক্যানসারের ঝুঁকি যাদের আছে, এমন মহিলারা এই টেস্ট করাবেন বলে জোলি আশা করেন৷

অ্যাঞ্জেলিনার কাহিনি ‘ব্র্যাঞ্জেলিনা' দিয়ে শেষ করা যাক৷ ব্র্যাড পিট পিংক লোটাস ব্রেস্ট সেন্টারে অপারেশনের সময় ছিলেন তো বটেই, ওরই মধ্যে আবার দু'জনে হাসিঠাট্টা করারও সময় পেয়েছেন, জানিয়েছেন জোলি৷

এসি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ