চমক দেখিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেও শেষ রক্ষা হল না রাশিয়ার৷ টাইব্রেকারে ৩-৪ গোলে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নিতে হলো বিশ্বকাপের স্বাগতিক দেশকে৷
বিজ্ঞাপন
১৯৫৮ থেকে ১৯৭০৷ টানা চার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠেছিলো সোভিয়েত ইউনিয়ন৷ কিন্তু ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়া কখনই উঠতে পারেনি কোয়ার্টার ফাইনালে৷
এবার স্বাগতিক দেশ হিসেবে গ্যালারি ভর্তি দর্শককে হতাশ করেননি রুশ ফুটবলাররা৷ রীতিমতো চমক দেখিয়ে ৪৮ বছর পর উঠে আসে শেষ আটের লড়াইয়ে৷
কোয়ার্টার ফাইনালের লড়াইয়েও শুরুতেই এগিয়ে গিয়েছিল রাশিয়া৷ বলের দখলে ক্রোয়েশিয়ার চেয়ে অনেক পিছিয়ে থাকলেও ৩১ মিনিটে জিউবার ক্রস থেকে ডেনিস চেরিশেভের দারুণ এক হেডে এগিয়ে যায় স্বাগতিকরা৷
প্রথমার্ধের বাকি সময় এবং দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকটি সুযোগ তৈরি করে দু'দলই৷ কিন্তু সেই সুযোগগুলোকে আর গোলে রুপান্তর করতে পারেননি কেউই৷
খেলা গড়ায় অতিরিক্ত সময়ে৷
গ্যালারির দর্শকদের কাঁদিয়ে ১০০ মিনিটে গোল করে বসেন ডোমাগই ভিডা৷ কর্নার থেকে লুকা মদ্রিচের বাড়িয়ে দেয়া শটে ডিফেন্সের ভুলে ২-১ গোল এগিয়ে যায় ক্রোয়েশিয়া৷
গ্যালারি তখন নিস্তব্ধ৷ একের পর এক আক্রমণে গিয়েও সমতা ফেরাতে পারছিল না রাশিয়া৷ একসময় কোচ স্তানিস্লাভ চেরচেসভ স্বয়ং ডাগ আউটে এসে দর্শকদের আবেদন জানান চিৎকার দিয়ে খেলোয়াড়দের সমর্থন দিতে৷
রাশিয়া বিশ্বকাপের সব প্রথম
রাশিয়া বিশ্বকাপে ফেবারিটদের সাথে সমানে পাল্লা দিচ্ছে তথাকথিত ছোট দলগুলিও৷ এই ফাঁকে চলুন দেখে নেয়া যাক এই বিশ্বকাপের কিছু প্রথম...
ছবি: Getty Images/C. Rose
প্রথম গোল
সৌদি আরবের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে প্রথম গোল দেন রাশিয়ার ইউরি গাজিনস্কি৷ সেই সূত্রে এটি রাশিয়া বিশ্বকাপেরও প্রথম গোল৷ এরপর অবশ্য সৌদি আরবকে আরো চার চারটি গোল হজম করতে হয়৷ ফলে বিশ্বকাপের প্রথম জয়ও উঠেছে রাশিয়ার ঘরেই৷
ছবি: picture-alliance/AP Photo/D. Bandic
প্রথম আত্মঘাতি গোল
মরোক্কোর বিরুদ্ধে ইরান নিজের চেষ্টায় নয়, বরং খেলার ইনজুরি টাইমের শেষ মুহূর্তে পেয়েছে আত্মঘাতী গোল৷ মরোক্কোর আজিজ বুহাদ্দুজার এই গোলে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয়বারের মতো একটি ম্যাচ জয় করতে সক্ষম হয় ইরান৷
ছবি: Reuters/D. Martinez
প্রথম হ্যাটট্রিক
বিশ্বকাপের প্রথম বড় ম্যাচে মুখোমুখি হয় স্পেন-পর্তুগাল৷ গোলের বন্যায় ভেসে যায় ম্যাচটি৷ দুই দল মিলে ৬ গোল হলেও, জয় নিয়ে ঘরে ফিরতে পারেনি কেউই৷ তবে পর্তুগালের হয় তিনটি গোলই করেছেন সেনসেশনাল ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ এটিই রাশিয়া বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক৷
ছবি: Reuters/M. Sezer
প্রথম হলুদ কার্ড
এই রেকর্ডও রাশিয়ার দখলেই৷ সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচেই ফাউল করে হলুদ কার্ড দেখেন রাশিয়ার আলেক্সান্ডার গোলোভিন৷
ছবি: Reuters/C. Recine
প্রথম লাল কার্ড
জাপানের বিপক্ষে ম্যাচে হার্ড ট্যাকল করায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখেন কলম্বিয়ার কার্লোস সানচেজ৷ শুধু তাই না, তার ফাউলের কারণে একটি পেনাল্টিও পায় জাপান৷ ম্যাচটি ২-১ গোলে জিতেও নেয় জাপান৷
ছবি: Reuters/D. Sagolj
প্রথম ভিএআর
এই বিশ্বকাপেই প্রথম চালু হয়েছে ভার্চুয়াল অ্যাসিসট্যান্ট রেফারি বা ভিএআর৷ ফ্রান্স-অস্ট্রেলিয়া ম্যাচে জশুয়া রিডসনের ট্যাকলে অস্ট্রেলিয়ার ডিবক্সে পড়ে যান ফ্রান্সের অ্যান্টনিও গ্রিজমান৷ উরুগুয়ের রেফারি আন্দ্রেস কুনহা প্রথমে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেও পরবর্তীতে প্রথমবারের মতো ব্যবহার করেন ভিএআর, সিদ্ধান্ত পালটে ঘোষণা দেন পেনাল্টির৷ ম্যাচে ২-১ গোলে জয় পায় ফ্রান্স৷
ছবি: Reuters/S. Perez
প্রথম অঘটন
মোস্ট ফেবারিট আর্জেন্টিনাকে জয় নিতে দেয়নি আইসল্যান্ড৷ রুখে দিয়েছে ১-১ গোলে৷ হেক্সা মিশনে আসা ব্রাজিলকেও সুইজারল্যান্ড আটকে ফেলে ১-১ গোলে৷ কিন্তু শেষ রক্ষা হয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানির৷ মেক্সিকোর দারুণ গতির সামনে ১-০ গোলে হার মানতে হয় জার্মানিকে৷
ছবি: Reuters/C. Recine
7 ছবি1 | 7
১১৫ মিনিটে অবশেষে খাদের কিনারা থেকে রাশিয়াকে টেনে তুলেন মারিও ফার্নান্দেজ৷ ব্রাজিলিয়ান বংশোদ্ভুত এই রুশ খেলোয়াড় জাগোয়েভের ফ্রি কিক থেকে অসাধারণ এক হেডে বোকা বানান সবাইকে৷ বারের কোণা দিয়ে জালে গড়ানো এই হেড আটকানোর কোন সাধ্যই ছিল না ক্রোয়াট কিপারের৷
বিশ্বকাপ থেকে বিদায় নিতে নিতে আবার খেলায় ফিরে আসে স্বাগতিক রাশিয়া৷
খেলা গড়ায় টাইব্রেকারে৷
এবার লড়াই রুশ কিপার আকিনফেভ এবং ক্রোয়াট কিপার সুবাসিচের মধ্যে৷
শেষ ষোলর লড়াইয়ে ডেনমার্কের সাথে টাইব্রেকারে জয়ের পরকোয়ার্টার ফাইনালে আবার টাইব্রেকার৷ ক্রোয়েশিয়ার গোলকিপারকে দেখে অনেকটাই নির্ভার মনে হচ্ছিলো৷ অন্যদিকে দর্শকের চাপ সামলাতেই হিমশিম আকিনফেভ৷
প্রথম শটেই ভুল করে বসেন ফিয়োদর স্মোলভ৷ নিজের ডানদিকে ঝাঁপ দিলেন সুবাসিচ৷ স্মোলভের শটও গেল সেদিকেই৷ মাটিতে পড়তে পড়তেই বাঁ হাতের ক্ষিপ্রতায় ঠেকিয়ে দেন বল৷
ক্রোয়েশিয়ার পক্ষে প্রথম শট নিতে এসে ভুল করেননি মার্সেলো ব্রোজোভিচ৷ স্কোর হয় রাশিয়া ০-১ ক্রোয়েশিয়া৷
রাশিয়াকে খেলায় ফেরান কিপার আকিনফেভ৷ ক্রোয়েশিয়ার মাতেও কোভাচিচের শট আটকে দেন ডানদিকে ঝাঁপিয়ে৷ দুই শট শেষে স্কোর রাশিয়া ১-১ ক্রোয়েশিয়া৷
কিন্তু আকিনফেভের দেয়া সুযোগ কাজে লাগাতে পারেনি রাশিয়া৷ অতিরিক্ত সময়েযে মারিও ফার্নান্দেজ খেলায় ফিরিয়েছিলেন রাশিয়াকে, তাঁর পায়েই শেষ হয়ে যায় রাশিয়ার স্বপ্ন৷ তৃতীয় শট বারের বেশ বাইরে দিয়ে চলে যায়৷ কিপারকে বল আটকানোর কোন চেষ্টাই করতে হয়নি৷
এর পরের দুই শটে রাশিয়ার সের্গেই ইগনাশেভিচ ও ডালের কুজিয়ায়েভ এবং ক্রোয়েশিয়ার ডোমাগই ভিডা ও ইভান রাকিটিচের শট ঠিকঠাক খুঁযে নেয় প্রতিপক্ষের জাল৷
কিন্তু এক গোলে পিছিয়ে থাকায় ৩-৪ গোলে টাইব্রেকার জিতে সেমিফাইনালে চলে যায় ক্রোয়েশিয়া৷ শেষ হয় স্বাগতিক রাশিয়ার জয়যাত্রা৷
১০ জুলাই প্রথম সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে বেলজিয়াম৷ পরেরদিন ক্রোয়েশিয়াকে খেলতে হবে ইংল্যান্ডের বিপক্ষে৷
বিশ্বকাপ ২০১৮: কিছু স্মরণীয় মুহূর্ত
রাশিয়া বিশ্বকাপ চলছে৷ ইতোমধ্যে কয়েকটি বড় দল বাদ পড়লেও ফাইনাল অবধি বিশ্বকাপের উত্তেজনা থাকবেই৷ এখানে থাকছে এখন অবধি বিশ্বকাপের কয়েকটি স্মরণীয় মুহূর্তের ছবি৷
ছবি: picture-alliance/T. Goode
পেনাল্টি হিরো
ইংল্যান্ড অবশেষে কোনো বড় টুর্নামেন্টে পেনাল্টি শ্যুট-আউটে জয় পেলো৷ এজন্য সে দলের এরিক ডিয়ার (ছবিতে যাকে দেখা যাচ্ছে) এবং গোলরক্ষক জর্ডান পিকফোর্ড বিশেষভাবে ধন্যবাদ পেতে পারেন৷ রাশিয়ায় বিশ্বকাপের নক-আউট পর্বের ম্যাচে নানা নাটকীয়তার পর পেনাল্টিতে জয় পায় গ্যারেথ সাউথগেটের দল৷
ছবি: picture-alliance/T. Goode
দুর্দান্ত ফিরে আসা
খেলার ইনজুরি টাইমে কাউন্টার অ্যাটাকের জন্য বেলজিয়ামের গোলরক্ষক থি ব্যঁ খ্যোর্থুয়ার বাড়িয়ে দেয়া বল দ্রুতই পৌঁছে যায় নেসার শ্যাদলির কাছে৷ তিনি সেই বল অসাধারণ নৈপুণ্যে জালে জড়ান৷ ফলে ৩-২ গোলে জাপানের বিরুদ্ধে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছায় বেলজিয়াম৷ অথচ, শুরুতে দুই গোল করে এগিয়ে গিয়েছিল এশিয়ার দলটি৷
ছবি: Reuters/T. Hanai
নায়ক যখন গোলরক্ষক
ক্রোয়েশিয়া এবং ডেনমার্কের মধ্যকার নক-আউট পর্বের ম্যাচে দুই দলের গোলরক্ষকই লড়েছেন সমান তালে৷ উত্তেজনাপূর্ণ সেই ম্যাচে পেনাল্টি শ্যুট-আউটে হেরেছে ডেনমার্ক৷ ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডানিয়েল সুবাসিত শ্যুট-আউটের তিনটি শট ফেরাতে সক্ষম হন৷ তাঁকে ছাড়া আর কাকে সেই ম্যাচের নায়ক বলা যায়!
ছবি: Reuters/C. Barria
স্পেনকে ফিরিয়ে নায়ক যিনি
ফিফা ব়্যাংকিংয়ে দুর্বল অবস্থানে থাকা রাশিয়া যে এই বিশ্বকাপে এত দূর অবধি আসবে, তা কে ভেবেছিল? ঘরের মাঠে বিশ্বকাপের শুরুর ম্যাচে সৌদি আরবকে ৫-০ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করে স্বাগতিকরা৷ আর নক-আউট পর্বে স্পেনের মতো শক্তিশালী দলকে রুখে দিতে সক্ষম হয় দলটির গোলরক্ষক ইগর আকিনফেভের দক্ষতায়৷ পেনাল্টি শ্যুট-আউটে দু’টি শট রুখে ঘরের মাঠে নায়কে পরিনত হন তিনি৷
ছবি: Reuters/K. Pfaffenbach
রোনাল্ডোর মানবিকতা
নকআউট পর্বে পর্তুগালের বিপক্ষে উরুগুয়ের দু’টি গোলই করেন এডিনসন কাভানি৷ স্বাভাবিকভাবে এমন খেলোয়াড়ের উপর অন্তত মাঠে ক্ষিপ্ত থাকার কথা প্রতিপক্ষের খেলোয়াড়দের৷ কিন্তু না, হলো উলটো৷ খেলার ৭৪ মিনিটে চোট পাওয়া কাভানি যখন খুড়িয়ে খুড়িয়ে মাঠ ছাড়ছিলেন, তখন তাঁকে সহায়তায় এগিয়ে আসেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ সে ম্যাচ হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয় রোনাল্ডোদের৷
ছবি: Reuters/M. Sezer
জার্মানিকে বিদায় করে দিল দক্ষিণ কোরিয়া
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচের ইনজুরি টাইমে দুই গোল করে জার্মানিকে বিশ্বকাপ থেকে বিদায় করে দেয় দক্ষিণ কোরিয়া৷ ফলে ১৯৩৮ সালের পর এই প্রথম গ্রুপ পর্ব থেকেই বাদ পড়তে হলো বিশ্বকাপের আসরগুলোতে ধারাবাহিকভাবে ভালো খেলা দল জার্মানিকে৷ দক্ষিণ কোরিয়াও অবশ্য বিদায় নিয়েছে, তবে মেক্সিকোকে নক-আউট পর্বে যেতে সহায়তা করেছিল তাদের জয়৷
ছবি: Reuters/J. Sibley
অবশেষে ‘আসল মেসি’র আবির্ভাব
গতবারের মতো এবারও মেসির উপর ভরসা রেখে আর্জেন্টিনার হাতে বিশ্বকাপ দেখার স্বপ্ন দেখেছিলেন অনেকে৷ তবে বিশ্বকাপ শুরুর পর মেসিকে ঠিক যেন খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ পেনাল্টি মিস থেকে শুরু করে সহজ গোলের একাধিক সুযোগ হাতছাড়া করেছেন তিনি৷ তবে নাইজেরিয়ার বিপক্ষে কয়েক সেকেন্ডের জন্য আসল মেসির দেখা পেলেন ভক্তরা৷ সেই ম্যাচে নিজের অপেক্ষাকৃত দুর্বল ডান পা দিয়ে চমৎকার এক গোল করেন তিনি৷
ছবি: Getty Images/A. Morton
গোল্ডেন বুট জয়ের পথে হ্যারি কেন
পানামার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের প্রথমার্ধে হ্যাটট্রিক করেন ইংল্যান্ডের হ্যারি কেন৷ চলতি বিশ্বকাপে এখন অবধি তিনি গোল করেছেন ছয়টি৷ ছয়টির মধ্যে তিনটি গোলই এসেছে পেনাল্টি থেকে৷ তবে আসল কথা হলো, গোল্ডেন বুট জয়ের রেসে বেশ এগিয়ে তিনি৷ চার গোল করে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বেলজিয়ামের রোমেলু লুকাকু৷
ছবি: Reuters/M. Childs
শেষ বেলার সেই অবিস্মরণীয় গোল
যদিও এবারের বিশ্বকাপে জার্মানির পারফর্ম্যান্স ছিল যাচ্ছেতাই, তা সত্ত্বেও সুইডেনের বিপক্ষে খেলা শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে ফ্রি-কিক থেকে টনি ক্রুসের করা গোলটি ফুটবল ভক্তদের অনেক বছর মনে থাকবে৷ তবে দলের অন্য খেলাগুলোতে যেসব খেলোয়াড় দলকে ডুবিয়েছেন , তাঁদের মধ্যেও অন্যতম ছিলেন ক্রুস৷
ছবি: Reuters/
তারকার মেলায় পুটিন
ফুটবল ইতিহাসের জীবন্ত তারকাদের সঙ্গে এক ফ্রেমে বন্দি হন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনও (বাম থেকে দ্বিতীয়)৷ ছবিতে আছেন লোথার ম্যাথাউস (একেবারে বামে), পেলে এবং মারাদোনা (মাঝে), জে জে ওকোচা (একেবারে ডানে) এবং কানু (পেছন থেকে ডানদিকে)৷