৮০ বছর আগে স্তালিনগ্রাদের যুদ্ধে পরাজিত হয়েছিল হিটলারের জার্মানি। তারই সঙ্গে ইউক্রেন যুদ্ধের তুলনা করলেন পুটিন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার ভলগোগ্রাদে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন। আগে এই শহরের নাম ছিল স্তালিনগ্রাদ। ৮০ বছর আগে দ্বিতীয় যুদ্ধের সময় এই শহরই হিটলারের নাৎসি বাহিনীর অভিযান থামিয়ে দিয়েছিল। রক্তক্ষয়ী যুদ্ধের পর পরাজিত হয়েছিল নাৎসি বাহিনী। সাম্প্রতিক ইউক্রেন যুদ্ধকে সেই স্তালিনগ্রাদের যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন পুটিন। একইসঙ্গে জানিয়েছেন, জয় আসন্ন।
পুটিন বলেছেন, একসময় জার্মান বাহিনীকে এই মাটিতেই আটকে দেওয়া হয়েছিল। রাশিয়াকে ফের জার্মান লিওপার্ড ট্যাঙ্কের মোকাবিলা করতে হচ্ছে। বস্তুত, অনেক টালবাহানার পর জার্মানি ইউক্রেনকে অত্যাধুনিক লিওপার্ড ট্যাঙ্ক দিতে সম্মত হয়েছে। সেই ট্যাঙ্ক নিয়ে রাশিয়ার বাহিনীর মোকাবিলা করছে ইউক্রেন।
ইউক্রেনে যৌন সন্ত্রাসের অভিযোগ তদন্ত
রাশিয়ার দখলমুক্ত করা খেরসনে রুশ সৈন্যদের বিরুদ্ধে নানা ধরনের যুদ্ধাপরাধের অভিযোগ তদন্ত শুরু হয়েছে৷ ধর্ষণ, গণহত্যা ইত্যাদির মতো সব অভিযোগই অবশ্য ‘বানোয়াট’ বলে উড়িয়ে দিয়েছে রাশিয়া৷ ছবিঘরে বিস্তারিত...
ছবি: Anna Voitenko/REUTERS
তদন্তে দেশি-বিদেশি আইনজীবী
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর কিছুদিনের মধ্যেই খেরসন দখল করে রাশিয়া৷ নভেম্বরের শুরুর দিকে শহরটি পুনরুদ্ধার করে ইউক্রেন৷রুশ সৈন্যরা চলে যেতেই খেরসনবাসীদের কাছ থেকে আসতে থাকে যৌন সন্ত্রাসসহ নানা ধরনের নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ৷সম্প্রতি সেসব অভিযোগের তদন্ত শুরু করেছেন ইউক্রেনের আইনজীবীরা৷ হেগভিত্তিক আন্তর্জাতিক আইনি সংস্থা গ্লোবাল রাইটস কমপ্লায়েন্সের একটি দল এ কাজে সহায়তা করছে তাদের৷
ছবি: Anna Voitenko/REUTERS
অভিযোগের পাহাড়
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় বলছে, খেরসনের বাসিন্দারা রুশ সৈন্যদের বিরুদ্ধে ৫০ হাজারেরও বেশি অভিযোগ করেছেন৷অভিযোগগুলোর মধ্যে গণহত্যা এবং নানা ধরনের আগ্রাসী আচরণের অভিযোগ অসংখ্য৷ সেরকম অভিযোগগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধা আদালত আইসিসি-তেও হতে পারে বলে জানিয়েছে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয়৷ ওপরের ছবিতে খেরসনের একটি ক্ষতিগ্রস্ত বাড়ি ঘুরে দেখছেন এক তদন্তকারী৷
ছবি: Anna Voitenko/REUTERS
যেখানে রুশ সৈন্য সেখানেই নিপীড়ন, নির্যাতন!
ইউক্রেনের যৌন সন্ত্রাস সংক্রান্ত অপরাধ বিচারের ইউনিটের সহকারি প্রধান আনা সোসোনস্কার দাবি- রুশ সৈন্যরা খেরসন ছেড়ে না যাওয়া ইউক্রেনীয়দের ওপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে৷ রয়টার্সকে তিনি বলেন, ‘‘রাশিয়ার সৈন্যরা যেখানে গিয়েছে সেখানেই যৌন সন্ত্রাস, নির্যাতন, এমনকি হত্যাকাণ্ডও চালিয়েছে৷’’
ছবি: Anna Voitenko/REUTERS
প্রথম শুনানি
সম্প্রতি এক রুশ সৈন্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন এক ইউক্রেনীয় নারী৷ গত জুনে সেই মামলার প্রথম প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হয়৷ অভিযুক্ত রুশ সৈন্যের অনুপস্থিতিতেই অনুষ্ঠিত হয় শুনানি৷
ছবি: Artur Widak/AA/picture alliance
৭০ জনের জবানবন্দি
ক্রাইমিয়া এবং সেভাস্তোপোল পুলিশের তদন্ত বিভাগের সহকারি প্রধান সেরহি ডোরোশিন জানিয়েছেন, এ পর্যন্ত ৭০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷তাদের অনেকেই বলেছেন, রুশ সৈন্যরা খেরসনে ১০টির মতো ডিটেনশন সেন্টার গড়ে তুলেছিল৷ সেখানে আটকে রেখেই তাদের ওপর নির্যাতন চালানো হয়৷
ছবি: Anna Voitenko/REUTERS
রাশিয়ার দাবি
রাশিয়া সব অভিযোগই অস্বীকার করেছে৷ সে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা (ওপরের ছবি) সব অভিযোগকে ‘বানোয়াট’ বলে উড়িয়েই দিয়েছেন৷ জাতিসংঘের এক প্রতিবেদনে রাশিয়ার সৈন্যদের বিরুদ্ধে সাধারণ নাগরিকদের ওপর নির্যাতন চালানোর অভিযোগের কথা উঠে এসেছে৷ সে বিষয়ে রয়টার্সকে মারিয়া জাখারোভা বলেন, ‘‘এসব অভিযোগ পুরোপুরি গুজব এবং গুঞ্জননির্ভর৷’’
ছবি: Russian Foreign Ministry/REUTERS
6 ছবি1 | 6
ঐতিহাসিকদের বক্তব্য, স্তালিনগ্রাদের যুদ্ধে রাশিয়ার বাহিনী একটি গুরুত্বপূর্ণ কৌশল অবলম্বন করেছিল। শীতের জন্য অপেক্ষা করেছিল তারা। সমস্ত ঘর জ্বালাতে জ্বালাতে তারা পিছিয়ে গেছিল। জার্মান বাহিনীও সেই সুযোগে রাশিয়ার ভিতরে ঢুকে পড়ে। এরপরেই শুরু হয় শীতকাল। জার্মান বাহিনীকে ঘিরে ধরে রাশিয়ার বাহিনী। ঠান্ডায় সামান্য মাথা গোঁজার জায়গাটুকুও পায়নি জার্মানির সেনা। ঠান্ডাতেই মৃত্যু হয়েছিল বহু সেনার। এর আগে এই একই কৌশল নেপোলিয়ানের বিরুদ্ধে ব্যবহার করেছিল রাশিয়া।
রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা যুদ্ধের গতিপথ বদলাবে?
৫ ডিসেম্বর রাশিয়ার দুটি বিমানঘাঁটিতে প্রথমবারের মতো ড্রোন হামলা চালায় ইউক্রেন৷ এই হামলা কি যুদ্ধের গতিপথ বদলাবে?
ছবি: MAXAR TECHNOLOGIES/REUTERS
রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলা
৫ ডিসেম্বর রাশিয়ার এঙ্গেলস ও ডিয়াগিলেভো বিমানঘাঁটিতে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে৷ দূরবর্তী এলাকায় হামলা চালাতে এই দুটি বিমানঘাঁটি ব্যবহার করে রাশিয়া৷
ছবি: MAXAR TECHNOLOGIES/REUTERS
বিশ্লেষকরা বিস্মিত
দুটি বিমানঘাঁটিরই অবস্থান ক্রেমলিন থেকে দূরে৷ তাই সেখানে ইউক্রেনের হামলা চালানোর ক্ষমতা বিশ্লেষকদের বিস্মিত করেছে৷ জার্মানির বুন্ডেসভেয়ার বিশ্ববিদ্যালয়ের ফ্রাঙ্ক সাউয়ার ডয়চে ভেলেকে বলেন, ‘‘রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিক্রিয়া না দেখানোর বিষয়টি বিস্ময়কর - এটা হতে পারে যে, রাশিয়ার এত ভেতরে এমন হামলা হতে পারে, সেটা রাশিয়া ভাবেনি৷’’
ছবি: MAXAR/REUTERS
হামলা সম্পর্কে রাশিয়ার বক্তব্য
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের ড্রোনগুলো ভূপতিত করা হয়েছে৷ এবং তাদের টুকরোর আঘাতে দুটি রুশ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তবে অনলাইনে প্রকাশিত ব্যক্তিগত সার্ভিলেন্স ক্যামেরায় তোলা ভিডিওতে দেখা গেছে, আকাশে কোনো বিস্ফোরণ হয়নি, বরং ভূমিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে৷
ছবি: MAXAR TECHNOLOGIES/REUTERS
কোন ড্রোন?
রাশিয়া বলছে, হামলার কাজে ১৯৭০-এর দশকে সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি পর্যবেক্ষণকারী ড্রোন টিইউ-১৪১ (ছবিতে ড্রোনের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে) ব্যবহার করা হয়েছে৷ তবে কিয়েভের নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাতে নিউইয়র্ক টাইমস বলছে, পাবলিক-প্রাইভেট যৌথ অংশীদারিত্বের আওতায় ইউক্রেনের তৈরি নতুন ড্রোন দিয়ে ঐ হামলা করা হয়েছে৷
ছবি: Zeljko Hladika/PIXSELL/picture alliance
ইউক্রেনের বক্তব্য
ড্রোন তৈরির কর্মসূচি বিষয়ে ইউক্রেন নীরবতা অনুসরণ করছে৷ তবে ৮ ডিসেম্বর ফেসবুক পোস্টে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ জানান, ‘‘অতীতে আমাদের সামরিক বাহিনীর জন্য বছরে এক-দুটি ড্রোন টাইপের অনুমোদন দেয়া হত৷ তবে গত ৩০ দিনে সাতটি নতুন ড্রোন টাইপের অনুমোদন দেয়া হয়েছে৷’’
ছবি: Kai Pfaffenbach/REUTERS
‘প্রতীকী গুরুত্বের চেয়েও বেশি’
রাশিয়ার এত ভেতরে ইউক্রেনের হামলা চালানোর সক্ষমতার বিষয়টি শুধু প্রতীকী অর্থে নয়, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, বলে মনে করছেন বিশ্লেষকরা৷ ইউক্রেনের সামরিক বিশেষজ্ঞ ওলেগ কাটকভ বলেন, ‘‘রাশিয়ার এখন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় মোতায়েন করতে হবে, কিংবা তাদের যুদ্ধবিমানগুলো আরও দূরে নিয়ে যেতে হবে৷ সেক্ষেত্রে আরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হবে, যা খরচ বাড়াবে৷’’
ছবি: Sergei Savostyanov/ITAR/TASS/imago
পশ্চিমা বিশ্বের জন্য সংকেত?
ইউক্রেন অনেকদিন ধরে পশ্চিমের কাছে দূরে হামলা করার অস্ত্র চাইছে৷ যুক্তরাষ্ট্র দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম ‘হাইমার্স’ ব্যবস্থা দিলেও রাশিয়ার ভয়ে সেটির সীমা কমিয়ে দিয়েছে৷ ফলে শুধু রাশিয়া অধিৃকত এলাকায় সেটি ব্যবহার করা যাবে৷ ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেসন্সের উলরিকে ফ্রাঙ্কে মনে করছেন, রাশিয়ায় হামলা চালিয়ে ইউক্রেন পশ্চিমা বিশ্বকে এই সংকেত দিয়েছে যে, তাদের ছাড়াও তারা হামলা করতে সক্ষম৷
ছবি: Roman Koksarov/AP/picture alliance
7 ছবি1 | 7
বস্তুত, ইউক্রেনেরবিদ্যুৎকেন্দ্রগুলিতে আক্রমণ চালিয়ে এবারও সেই একই কৌশল নেওয়ার চেষ্টা করেছিল রাশিয়া। ঠান্ডায় মেরে ফেলতে চেয়েছিল ইউক্রেনের সেনা এবং সাধারণ মানুষকে। কিন্তু বাস্তবে তা সফল হয়নি। পুটিন অবশ্য এদিন বলেছেন, জয় আসন্ন। এদিন স্তালিনগ্রাদের যুদ্ধে ব্যবহৃত ট্যাঙ্ক নিয়ে একটি কুচকাওয়াজেরও আয়োজন করা হয়। সঙ্গে সেনা বাহিনীর প্যারেড। যুদ্ধবিমান উড়েছে আকাশে। যে কম্যান্ডারের নেতৃত্বে স্তালিনগ্রাদে রাশিয়া জয় পেয়েছিল, তার স্মরণে এক মিনিট নীরাবতা পালন করা হয়। অনুষ্ঠআনটি দেখতে বহু মানুষ জড়ো হয়েছিলেন।
রাশিয়ার প্রেসিডেন্টের বক্তব্য অবশ্য উড়িয়ে দিয়েছে ইউক্রেন। তাদের বক্তব্য, আক্রমণ রাশিয়া চালিয়েছে, ইউক্রেন নয়। এবং রাশিয়ার এই যুদ্ধ জেতার কোনো সম্ভাবনা নেই। বৃহস্পতিবারও রাশিয়ার মিসাইল ইউক্রেনের একটি নাগরিক হাউসিংকে ধ্বংস করে দিয়েছে। বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। ইউক্রেনের বক্তব্য, প্রতিদিনই এভাবে বেসামরিক মানুষের উপর আক্রমণ চালাচ্ছে রাশিয়া।