1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্ত্রীকে এখনও ভালোবাসেন আর্নল্ড শোয়ার্জেনেগার

১৩ মে ২০১১

আমি এখনও আমার স্ত্রীকে ভালোবাসি, বলেছেন হলিউড তারকা আর্নল্ড শোয়ার্জেনেগার৷ একজন স্বামী তাঁর স্ত্রীকে ভালোবাসবেন এটা আর নতুন কি? কিন্তু বিবাহ-বিচ্ছেদের কথা বলে দেওয়ার পর আবার এই কথা, নতুন তো বটেই৷

ভিন্ন সুরে কথা বলছেন শোয়ার্জেনেগারছবি: picture-alliance/abaca

২৫ বছরের সংসার জীবনের ইতি টানার কথা বলে দেওয়াতে শো-বিজ ও রাজনীতি অঙ্গনের সবাই যেমন অবাক হয়েছিল, তেমনি অবাক হচ্ছে সেই ঘোষণার পর দু'দিন যেতে না যেতেই আবার ভিন্ন সুরে কথা বলা দেখে৷

সম্প্রতি যৌথভাবে সংসার জীবনের ইতি টানার ঘোষণা করেছিলেন শোয়ার্জেনেগার এবং তাঁর স্ত্রী সাবেক টেলিভিশন সাংবাদিক মারিয়া৷ তবে এরইমধ্যে নাকি মত পাল্টিয়েছেন শোয়ার্জেনেগার৷ ফিরে পেতে চাইছেন স্ত্রীকে৷ শেষ পর্যন্ত বিবাহ-বিচ্ছেদের দিকে আর এগুবেননা এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি৷

সাম্প্রতিক বছরগুলোতে স্বামীর বিরুদ্ধে অহংবোধ এবং অবহেলার অভিযোগ তুলছিলেন ৫৫ বছর বয়সি মারিয়া৷ স্বামী তাঁকে খুব কম সময় দিচ্ছেন এমন কথা বলে এক মাস আগে লস অ্যাঞ্জেলেসের বাড়ি থেকে চলে যান তিনি৷

এদিকে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর সম্পূর্ণ ভিন্ন সুরে কথা বলা শুরু করেছেন শোয়ার্জেনেগার৷ বলছেন, ‘‘আমরা দু'জন দু'জনকে খুব ভালোবাসি৷ আর আমরা সৌভাগ্যবান যে আমাদের এরকম অসাধারণ সন্তান রয়েছে৷''

১৯৭৭ সালে বিয়ে করেছিলেন এই দম্পতি৷ তাঁদের চারটি সন্তান রয়েছে যাদের বয়স চৌদ্দ থেকে একু্শ৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ