1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্ত্রীকে হত্যার পর স্বামী ‘অপহরণ'

৬ জানুয়ারি ২০২২

‘সন্ত্রাসীরা' বান্দরবানের রাজবিলা ইউনিয়নে এক নারীকে হত্যার পর তার স্বামীকে অপহরণ করে নিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় এক জনপ্রতিনিধি৷

প্রতীকী ছবিছবি: bdnews24.com

বুধবার ভোর ৩টার দিকে বান্দরবানের উপজেলা সদর থেকে ১৮ কিলোমিটার দূরে রাজবিলা ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে বলে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বান্দরবানের সুপার জেরিন আক্তার৷

নিহত ২৮ বছর বয়সি সিংম্যানু মারমা ওই ওয়ার্ডের থংজমাপাড়ার রেথোয়াই মারমার স্ত্রী৷ রোথোয়াই স্থানীয় একটি ব্যান্ড পার্টি দলে বাঁশি বাজাতেন৷

রাজবিলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সুইসাচিং মারমা বলেন, "রেথোয়াই মারমা ভোর ৩টার দিকে আমার মোবাইলে ফোন করে জানায় যে, তার স্ত্রীকে নির্যাতন করে মারা হচ্ছে৷ আর তাকে একদল সন্ত্রাসী ধরে নিয়ে যাচ্ছে; হয়ত তাকেও মেরে ফেলবে৷”

মাত্র বিশ সেকেন্ড কথা বলার পর রেথোয়াইয়ের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ পরে তার মোবাইলে আবার ফোন করা হলে বন্ধ পাওয়া যায় বলে সুইসাচিং মারমার জানান৷ 

তিনি বলেন, "বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় নিহত সিংম্যানু পরনের কাপড় এলোমেলো হয়ে আছে৷ তার বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে৷ তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ রাতে রোথোয়াইয়ের ঘরে চিৎকার চেঁচামেচি শুনলেও ভয়ে কেউ ঘর থেকে বের হয়নি৷ পাড়াবাসীরা সবাই আতঙ্কে রয়েছে৷”

এ ঘটনায় ‘মগ ন্যাশন্যাল লিবারেশন পার্টির' সদস্যরা জড়িত থাকতে পারে বলে তাদের সন্দেহ, বিডিনিউজকে বলেছেন স্থানীয় আরেক জনপ্রতিনিধি ৷

বান্দরবানের সুপার জেরিন আক্তার বলেন, "নিহত সিংম্যানু মারমার  শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে৷ তাকে ধর্ষণ করা হয়েছে কি না তা তদন্তের পর জানা যাবে৷ ”   

"পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে, তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে৷” বলেন বান্দরবান সদর থানার ওসি রফিকুল ইসলাম৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ