1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্ত্রীর সঙ্গে মিটমাট করে ফেললেন নিকোলাস কেজ

৭ মে ২০১১

স্ত্রীর গায়ে হাত তুলেও শেষ পর্যন্ত বেঁচে গেলেন অস্কার বিজয়ী অভিনেতা নিকোলাস কেজ৷ কোর্ট কাছারির বাইরেই বিষয়টির একটা সুরাহা হয়ে গেল৷ এদিকে গায়ক ব্রায়ান অ্যাডামসের জন্যও রয়েছে সুসংবাদ৷

নিকোলাস কেজছবি: AP

সপ্তাহ তিনেক আগে মাতাল হয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া বাঁধিয়ে বসেন হলিউডের এই নামকরা অভিনেতা৷ এক পর্যায়ে গায়েও হাত তোলেন কেজ৷ ঘটনা জানাজানি হয়ে যাওয়ার পর তো পুরো কেলেঙ্কারি৷ এতটুকু হলেও ছিল, কিন্তু বিষয়টি পরে নিউ অরলিন্সের আদালত পর্যন্ত গড়ায়৷ তবে জানা গেছে, শেষ পর্যন্ত নিকোলাস কেজের আইনজীবী আদালতের বাইরেই একটা মিটমাট করে ফেলতে পেরেছেন, ফলে আইনী জটিলতা আর পত্রিকায় আরো খবর বের হওয়া থেকে আপাতত বেঁচে গেলেন তিনি৷

ব্রায়ান অ্যাডামসছবি: AP

বাবা হলেন ব্রায়ান অ্যাডামস

এদিকে ৫১ বছর বয়সে বাবা হলেন ক্যানাডার প্রখ্যাত গায়ক ব্রায়ান অ্যাডামস৷ সর্বশেষ ইস্টারে বান্ধবী অ্যালিসিয়া গ্রিমাল্ডি একটি কন্যা সন্তানের জন্ম দেন বলে জানা গেছে৷ মেয়ের নাম রাখা হয়েছে মিরাবেলা বানি৷ এই প্রথমবারের মত বাবা হলেন ‘‘সামার অব সিক্সটি নাইন'' খ্যাত তারকা৷ উল্লেখ্য, ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশ সফর করেন ব্রায়ান অ্যাডামস৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ