স্ত্রী রেণু খাতুনের হাত কাটার অভিযোগে পলাতক স্বামী সরিফুল শেখকে গ্রেপ্তার করলো পুলিশ। বর্ধমান-মুর্শিদাবাদ সীমানায় তাকে ধরা হয়।
বিজ্ঞাপন
স্ত্রীর হাত কাটার পর তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল স্বামী সরিফুল শেখ। তারপরই সে পালায় বলে অভিযোগ। পুলিশ মঙ্গলবার সকালে সরিফুলের বাবা-মা-কে গ্রেপ্তার করেছিল। তারা জানিয়েছেন, তারা ঘুমচ্ছিলেন। কোনো শব্দ তারা শুনতে পাননি। পুলিশ বিকেলে সরিফুলকে ধরে। বুধবার তাকে কাটোয়ার মহকুমা আদালতে পেশ করা হবে।
রেণুর স্বামীকে ধরার জন্য কেতুগ্রাম পুলিশ কয়েকটি দলে ভাগ হয়ে আশপাশের জেলাগুলিতে ছড়িয়ে পড়ে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এফআইআরে যাদের নামে অভিযোগ করা হয়েছিল, তাদের সকলকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে রেণুর স্বামীর দুই বন্ধুর উল্লেখ ছিল। তারা কারা, সে ব্যাপারে পুলিশ খোঁজ করছে।
স্বামী কাটলেন স্ত্রীর হাত
স্ত্রীর অপরাধ, তিনি একটি সরকারি চাকুরি পেয়েছিলেন। তার কাছ থেকে দূরে চলে যাবে বলে স্ত্রীর হাতই কেটে দিলেন স্বামী। বর্ধমানের ঘটনা।
ছবি: Satyajit Shaw/DW
ভালোবেসে বিয়ে
কেতুগ্রামের রেণু খাতুন ভালোবেসে বিয়ে করেছিলেন সরিফুল শেখকে। আড়াই বছর ধরে প্রেম করার পর বিয়ে হয়েছিল তাদের। বিয়ের পর শ্বশুরবাড়িতে গত পাঁচ বছর ধরে সংসার করছিলেন রেণু।
ছবি: Subrata Goswami/DW
চাকরিতে আপত্তি
সরিফুল শেখ কিছুতেই বউকে চাকরি করতে দিতে চাইতেন না। তার ধারণা ছিল, চাকরি করলেই বউ তাকে ফেলে চাকরির জায়গায় চলে যাবে। রেণু তাকে অনেক বুঝিয়েছিল। কিন্তু সে বোঝেনি। রেণুর অভিযোগ, বন্ধুরাই তাকে এই সব মাথায় ঢুকিয়েছিল। রেণু নার্স হিসাবে সরকারি চাকরি পায়। এই নিয়োগপত্র পাওয়ার পরই সরিফুল বলতে থাকে চাকরি করা যাবে না। উপরের ছবিটি রেণুর বাড়ির।
ছবি: Satyajit Shaw/DW
হাত কেটে নিল স্বামী
গত শনিবার শ্বশুরবাড়িতে ঘুমিয়ে ছিল রেণু। গভীর রাতে তার স্বামী বন্ধুদের নিয়ে ঘরে ঢোকে। রেণুর মুখ বালিশ দিয়ে চেপে ধরে। তারপর ডান হাতের কব্জিতে কোপ মেরে রেণুর হাত কেটে দেয় বলে অভিযোগ। তারপর তাকে কাটোয়া হাসপাতালে নিয়ে যায় অভিযুক্ত স্বামী। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিং হোমে। সরিফুল এখন পলাতক।
ছবি: Satyajit Shaw/DW
কৃত্রিম হাত লাগাতে হবে
রেণুর চিকিৎসা করছেন চিকিৎসক পি মিশ্র। তার হাতে অপারেশনও করতে হয়েছে। চিকিৎসকদের কাছে বড় প্রশ্ন, রেণু কীভাবে আবার স্বাভাবিক জীবন ফিরে পাবে। চিকিৎসকরা বলছেন, তার একটা উপায় কৃত্রিম হাত লাগানো। উপরের ছবিটি চিকিৎসক পি মিশ্রের।
ছবি: Subrata Goswami/DW
স্বামীর বাবা-মা গ্রেপ্তার
রেণুর বর পালিয়েছেন। তার বাবা-মা-ও মঙ্গলবার বাসে চেপে কোথাও চলে যাচ্ছিলেন। পুলিশ গিয়ে তাদের তাদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে জানার চেষ্টা চলছে, সরিফুল শেখ কোথায় পালিয়েছে। রেণুর সঙ্গেও কথা বলেছে পুলিশ। রেণু আর শ্বশুরবাড়িতে যেতে চান না। তিনি বলেছেন, স্বামী সরিফুল শেখ সহ দোষী সকলের শাস্তি চান। তিনি চান, তার চাকরি যেন থাকে। তিনি যেন সুস্থ হয়ে যেন চাকরিতে যোগ দিতে পারেন।
ছবি: Satyajit Shaw/DW
5 ছবি1 | 5
রেণু ও তার পরিবারের অভিযোগ, সরিফুল কিছুতেই রেণুকে চাকরি করতে দিতে চাইত না। রেণু সরকারি চাকরি পায়। তারপরই গত শনিবার রাতে দুই বন্ধুকে নিয়ে ঘরে ঢুকে রেণুর মুখে বালিশ চাপা দিয়ে সরিফুল তার ডান হাত কেটে নেয় বলে অভিযোগ। রেণু এখন দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে আছেন। তিনি অনেকটাই সুস্থ। হাসপাতালে বসে বাঁ-হাতে লেখার চেষ্টা করছেন।
রেণু দাবি করেছেন, তার স্বামী ও শ্বশুরবাড়ির মানুষদের কড়া শাস্তি দিতে হবে। তার চাকরি যাতে বজায় থাকে, সেই আবেদনও জানিয়েছেন তিনি।